সাহিত্য
327. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
- ক. স্রোত
- খ. ভেড়া
- গ. একত্র
- ঘ. ভাসা
উত্তরঃ ভেড়া
329. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ - এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
- ক. অসহায়ত্ব
- খ. বিরক্তি
- গ. কালের বিস্তার
- ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ পৌনঃপুনিকতা
331. কোন বাক্যে অসমান কর্তা আছে?
- ক. সে কেঁদে কেঁদে বলল
- খ. বালিকাটি গান করে বলে গেল
- গ. সে এলে আমি যাব
- ঘ. সে যেতে যেতে থেমে গেল
উত্তরঃ সে এলে আমি যাব
332. আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম - বাক্যটি কোন কাল?
- ক. ঘটমান অতীত
- খ. পুরাঘটিত অতীত
- গ. সাধারণ অতীত
- ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
336. চিন্তা করো না, কালই আসছি - বাক্যটি কোন কালের?
- ক. ঘটমান ভবিষ্যৎ
- খ. ঘটমান বর্তমান
- গ. পুরাঘটিত বর্তমান
- ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ
উত্তরঃ ঘটমান ভবিষ্যৎ
338. উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি?
- ক. আমটা খাও
- খ. মানুষ হও
- গ. কাল দেখা করো
- ঘ. ভাল করে পড়লে পাস করবে
উত্তরঃ মানুষ হও
339. ‘সে চোখে হলুদ ফুল দেখছে’ বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
- ক. বাচ্য প্রয়োগ
- খ. বাহুল্য
- গ. শব্দের অপপয়োগ
- ঘ. প্রবচনের প্রয়োগ
উত্তরঃ প্রবচনের প্রয়োগ
340. ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ - ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. পৌনঃপুনিকতা অর্থে
- খ. ভাল অর্থে
- গ. পুনরাবৃত্তি অর্থে
- ঘ. উপহাস অর্থে
উত্তরঃ উপহাস অর্থে
341. প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান?
- ক. ক্রিয়াবাচক শব্দ
- খ. বিশেষণবাচক শব্দ
- গ. নামবাচক শব্দ
- ঘ. সর্বনামবাচক শব্দ
উত্তরঃ নামবাচক শব্দ
342. ‘ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে ’টি’ এর ব্যাকরণিক পরিচয় কী?
- ক. পদাশ্রিত নির্দেশক
- খ. অনুসর্গ
- গ. বিভক্তি
- ঘ. শব্দ প্রত্যয়
উত্তরঃ পদাশ্রিত নির্দেশক
- ক. কথ্য ও সাধু
- খ. কথ্য ও চলিত
- গ. চলিত ও সাধু
- ঘ. কথ্য, চলিত ও সাধু
উত্তরঃ চলিত ও সাধু
344. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
- ক. সমতল পথে হাঁটা
- খ. গা থেকে নিচে নামা
- গ. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
- ঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা
উত্তরঃ সিঁড়ি দিয়ে উপরে ওঠা
345. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল---
- ক. বিশেষ ভাবে সাধু ও চলিত রীতির বিশ্লেষণ
- খ. শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের বিশ্লেষণ
- গ. কয়েকটি সূত্রের বিশ্লেষণ
- ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
347. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল -
- ক. বর্ণবাদের পুনরুত্থান
- খ. রাষ্ট্রবিপ্লব
- গ. চিন্তাবিপ্লব
- ঘ. অভিবাসন বিপ্লব
উত্তরঃ চিন্তাবিপ্লব
348. ‘পাছে লোকে কিছু বলে’ - কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
- ক. ভয়হীনতা
- খ. সংকোচ
- গ. পরোপকারিতা
- ঘ. সাহসিকতা
উত্তরঃ সংকোচ
349. 'বাবা আমাদের দেখাশোনা করছিলেন' কোন কালের উদাহরণ?
- ক. নিত্যবৃত্ত অতীত
- খ. ঘটমান অতীত
- গ. পুরাঘটিত অতীত
- ঘ. সাধারণ অতীত
উত্তরঃ ঘটমান অতীত
350. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
- ক. সংক্ষেপণ
- খ. ভাবের বিনিময়
- গ. বিশেষভাবে বিশ্লেষণ
- ঘ. মিলন
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ