সাহিত্য

351. ‘অনল প্রবাহ’ রচনা করেন-

  • ক. সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী
  • খ. মোজাম্মেল হক
  • গ. এয়াকুব আলী চৌধুরী
  • ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি

উত্তরঃ সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী

বিস্তারিত

352. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

  • ক. ধূসর পাণ্ডুলিপি
  • খ. নাম রেখেছি কোমল গান্ধার
  • গ. একক সন্ধ্যায় বসন্ত
  • ঘ. অন্ধকারে একা

উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

353. কোনটি ঐতিহাসিক নাটক?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. রাজসিংহ
  • গ. পলাশীর যুদ্ধ
  • ঘ. রক্তাক্ত প্রান্তর

উত্তরঃ রক্তাক্ত প্রান্তর

বিস্তারিত

354. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-

  • ক. মহাকাব্যে
  • খ. নাটকে
  • গ. পত্রকাব্যে
  • ঘ. সনেটে

উত্তরঃ সনেটে

বিস্তারিত

355. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. মুন্সি রেয়াজদ্দীন আহমদ
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

উত্তরঃ মোজাম্মেল হক

বিস্তারিত

356. ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-

  • ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
  • খ. জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
  • গ. চাষী-জীবনের করুণ চিত্র
  • ঘ. চরবাসীদের দুঃখী জীবন

উত্তরঃ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

বিস্তারিত

357. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই”- চরণটি কার রচনা?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. মধুসূদন দত্ত
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

358. ‘মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা-

  • ক. রামনিধি গুপ্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অতুলপ্রসাদ সেন
  • ঘ. সত্যেন্দ্রনাত সেন

উত্তরঃ অতুলপ্রসাদ সেন

বিস্তারিত

359. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ -

  • ক. মহাকাব্য
  • খ. পত্রকাব্য
  • গ. গীতিকাব্য
  • ঘ. আখ্যানকাব্য

উত্তরঃ পত্রকাব্য

বিস্তারিত

360. বাংলা সাহিত্যের প্রাচীনততম মুসলমান কবি-

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. সাবিরিদ খান
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. মুহাম্মদ কবীর

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

361. ‘রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. চোখের বালি
  • গ. গৃহদাহ
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

362. বটতলার পুথিঁ বলতে কী বুঝায়?

  • ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  • খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
  • গ. দোভাষী ভাষায় রচিত পুথিঁ সাহিত্য
  • ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

উত্তরঃ দোভাষী ভাষায় রচিত পুথিঁ সাহিত্য

বিস্তারিত

363. রূপসী কাংলার কবি-

  • ক. জসীমউদদীন
  • খ. জীবনান্দন দাশ
  • গ. কালিদাস রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ জীবনান্দন দাশ

বিস্তারিত

364. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

  • ক. ইউসুফ জুলেখা
  • খ. রসুল বিজয়
  • গ. নূরনামা
  • ঘ. শবে মেরাজ

উত্তরঃ ইউসুফ জুলেখা

বিস্তারিত

365. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-

  • ক. রাম বসু ও ভোলা ময়রা
  • খ. এন্টনি ফিরিঙ্গ এবং রামপ্রসাদ রায়
  • গ. সাবিরিদ খান এবং দশরথী রায়
  • ঘ. আলাওল এবং ভারতচন্দ্র

উত্তরঃ এন্টনি ফিরিঙ্গ এবং রামপ্রসাদ রায়

বিস্তারিত

366. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

  • ক. নাটক
  • খ. ছোটগল্প
  • গ. প্রবন্ধ
  • ঘ. গীতিকবিতা

উত্তরঃ গীতিকবিতা

বিস্তারিত

367. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

  • ক. ভাষাতত্ত্ববিদ
  • খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
  • গ. ইসলাম প্রচারক
  • ঘ. সমাজসংস্কারক

উত্তরঃ ভাষাতত্ত্ববিদ

বিস্তারিত

368. ‘এখানে যারা প্রাণ দিয়েছে/ রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে/ সেখানে আমি কাঁদতে আসিনি’- এর রচয়িতা-

  • ক. জহির রায়হান
  • খ. আবদুল গাফফার চৌধুরী
  • গ. শামসুর রহমান
  • ঘ. মাহবুবুল আলম চৌধুরী

উত্তরঃ মাহবুবুল আলম চৌধুরী

বিস্তারিত

369. বেগম রোকেয়ার রচনা কোনটি?

  • ক. বঙ্গভাষা ও সাহিত্য
  • খ. আয়না
  • গ. লালসালু
  • ঘ. অবরোধবাসিনী

উত্তরঃ অবরোধবাসিনী

বিস্তারিত

370. বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. প্যারীচাঁদ মিত্র
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

371. ‘মোস্তফা চরিত্র’ গ্রন্থের রচয়িতা-

  • ক. মুহম্মদ আবদুল হাই
  • খ. মোহাম্মদ বরকতুল্লাহ
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মওলানা আকরম খাঁ

উত্তরঃ মওলানা আকরম খাঁ

বিস্তারিত

372. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা-

  • ক. মুহম্মদ আবদুল হাই
  • খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
  • গ. আবুল মনসুর আহমদ
  • ঘ. আতাউর রহমান

উত্তরঃ আবুল মনসুর আহমদ

বিস্তারিত

373. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. কাজী দৌলত
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. আবদুল হাকিম

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

374. ‘চাচা কাহিনীর’ লেখক -

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. শওকত ওসমান
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

375. ‘রাজলক্ষ্মী’ চরিত্র স্রষ্টা ঔপন্যাসিক-

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. শরৎচন্দ্র
  • গ. তারাশংকর
  • ঘ. নজরুল ইসলাম

উত্তরঃ শরৎচন্দ্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects