https vbaixlbah8lma7mc2m9e10mt9kfb32rroastifycom
- ক. সিদ্ধ ধাতু
- খ. ণিজন্ত ধাতু
- গ. নাম ধাতু
- ঘ. প্রযোজক ধাতু
উত্তরঃ সিদ্ধ ধাতু
106. অনুসর্গ কোথায় বসে?
- ক. বাক্যের মধ্যে
- খ. শব্দের মধ্যে
- গ. শব্দের পূর্বে
- ঘ. শব্দের পরে
উত্তরঃ শব্দের পরে
- ক. প্রদাশ্রিত নির্দেশক
- খ. বিভক্তি
- গ. প্রকৃতি
- ঘ. উপসর্গ
উত্তরঃ প্রদাশ্রিত নির্দেশক
112. বিভক্তিহীন মান শব্দকে কি বলে?
- ক. প্রাতিপদিক
- খ. পারিভাষিক
- গ. প্রকৃতি
- ঘ. প্রত্যয়
উত্তরঃ প্রাতিপদিক
113. বাক্যে প্রশ্নবোদক (?) থাকলে কতক্ষণ থামতে হয়?
- ক. এক সেকেন্ড
- খ. দুই সেকেন্ড
- গ. তিন সেকেন্ড
- ঘ. চার সেকেন্ড
উত্তরঃ এক সেকেন্ড
115. ‘কর্মই ধর্ম..... মুক্তি’ - শূণ্যস্থানেে কোন শব্দ বসবে?
- ক. তাতেই
- খ. ধর্মেই
- গ. কর্মেই
- ঘ. এতেই
উত্তরঃ ধর্মেই
116. গ্রাম > গেরাম - এখানে কোনটি ঘটেছে?
- ক. ব্যঞ্জন বিকৃতি
- খ. পরাগত
- গ. স্বরাগম
- ঘ. অসমীকরণ
উত্তরঃ স্বরাগম
119. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
- ক. মার্গারেট থেচার
- খ. ইন্দিরা গান্ধী
- গ. শ্রীমাভো বন্দরনায়েক
- ঘ. গোণ্ডামায়ার
উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক
120. ‘কণিকা’ শব্দের ‘ণ’ বসেছে কোন নিয়মে?
- ক. ক এর পরে ‘ণ’ বসে
- খ. ‘ক’ এর পূর্বে ‘ণ’ বসে
- গ. ক এবং ক এর মাঝে ‘ণ’ বসে
- ঘ. স্বভাবতই ‘ণ’ বসেছে
উত্তরঃ স্বভাবতই ‘ণ’ বসেছে
122. ‘হাত’ শব্দটি উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. লোকটির হাতটান আছে।
- খ. তার লেখার হাত আছে।
- গ. পরের কাছে হাত পেত না।
- ঘ. করিম রহিমের ডান হাত।
উত্তরঃ তার লেখার হাত আছে।
123. বিভক্তহীন নাম শব্দকে কী বলে?
- ক. প্রাতিপদিক
- খ. নাম পদ
- গ. মৌলিক শব্দ
- ঘ. কৃদন্ত শব্দ
উত্তরঃ প্রাতিপদিক
124. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক’ ! - বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
- ক. অনন্বয়ী অব্যয়
- খ. অনুকার অব্যয়
- গ. পদান্বয়ী অব্যয়
- ঘ. অনুসর্গ অব্যয়
উত্তরঃ অনন্বয়ী অব্যয়
125. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. প্রশ্ন অর্থে
- খ. আদেশ অর্থে
- গ. প্রার্থনা অর্থে
- ঘ. সহজ অর্থে
উত্তরঃ প্রশ্ন অর্থে