https vbaixlbah8lma7mc2m9e10mt9kfb32rroastifycom

126. খনার বচন কি সংক্রান্ত?

  • ক. ব্যবসায়
  • খ. কৃষি
  • গ. রাজনীতি
  • ঘ. শিল্প

উত্তরঃ কৃষি

বিস্তারিত

127. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে -

  • ক. কোলন
  • খ. কমা
  • গ. কোলন ড্যাস
  • ঘ. হাইফেন

উত্তরঃ কমা

বিস্তারিত

128. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. ভাববাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

129. ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী?

  • ক. ইচ্ছাসূচক
  • খ. আদেশসূচক
  • গ. প্রশ্নসূচক
  • ঘ. বিস্ময়সূচক

উত্তরঃ আদেশসূচক

বিস্তারিত

130. পত্রের প্রধান দুটি অংশ হচ্ছে -

  • ক. প্রেরকের ও প্রাপকের ঠিকানা
  • খ. প্রেরকের ঠিকানা ও তারিখ
  • গ. পত্রগর্ভ ও শিরোনাম
  • ঘ. মঙ্গলসূচক শব্দ ও সম্ভাষণ

উত্তরঃ পত্রগর্ভ ও শিরোনাম

বিস্তারিত

131. কোনটি অনুসর্গ?

  • ক. পরা
  • খ. প্রতি
  • গ. অনা
  • ঘ. গর

উত্তরঃ গর

বিস্তারিত

132. নিচের কোন বহুবচনটি সঠিক?

  • ক. মনুষ্যসকল
  • খ. মনুষ্যসমূহ
  • গ. পাখিসব
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

133. নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ?

  • ক. একাদশ
  • খ. পাঁচ
  • গ. পহেলা
  • ঘ. সিকি

উত্তরঃ একাদশ

বিস্তারিত

134. ‘ম্যাও ধরা’ ‘ধরা’ শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. পছন্দ হওয়া
  • খ. দায়িত্ব নেওয়া
  • গ. অনুরোধ করা
  • ঘ. একগুঁয়েমি দেখানো

উত্তরঃ দায়িত্ব নেওয়া

বিস্তারিত

135. ‘কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ’। এ বাক্যে ‘কেবল’ হচ্ছে

  • ক. উপসর্গ
  • খ. অনুসর্গ
  • গ. ধাতু
  • ঘ. প্রকৃতি

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

136. জনপ্রিয়তা : গর্ব = প্রত্যাখান :?

  • ক. অবহেলা
  • খ. ব্যর্থতা
  • গ. হতাশা
  • ঘ. অযোগ্যতা

উত্তরঃ হতাশা

বিস্তারিত

137. 'Areeat' শব্দটির সাথে সম্পর্কযুক্ত -

  • ক. দান
  • খ. বিক্রয়
  • গ. উইল
  • ঘ. ওয়াকফ

উত্তরঃ দান

বিস্তারিত

138. নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?

  • ক. ভাষা
  • খ. শব্দ
  • গ. ধ্বনি
  • ঘ. বাক্য

উত্তরঃ শব্দ

বিস্তারিত

139. নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?

  • ক. কমা
  • খ. কোলন
  • গ. প্রশ্নবোধক চিহ্ন
  • ঘ. ব্র্যাকেট

উত্তরঃ ব্র্যাকেট

বিস্তারিত

140. ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?

  • ক. দেখে
  • খ. দেখিল
  • গ. দেখিয়াছি
  • ঘ. দেখলাম

উত্তরঃ দেখে

বিস্তারিত

141. ‘সময়’ অর্থে ‘মাথা’ শব্দ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?

  • ক. রাস্তার চৌমাথায় তার বাড়ি
  • খ. আমার খুব মাথা ব্যথা করছে
  • গ. রাগের মাথায় কিছু করো না
  • ঘ. সকাল বেলায় গাছের মাথায় আলো

উত্তরঃ সকাল বেলায় গাছের মাথায় আলো

বিস্তারিত

142. শব্দের ‘মূল’ কে বলা হয় -

  • ক. বিভক্তি
  • খ. প্রকৃতি
  • গ. প্রত্যয়
  • ঘ. অব্যয়

উত্তরঃ প্রকৃতি

বিস্তারিত

143. স্বতঃসিদ্ধ ‘ণ’ বসেছে কোন শব্দে?

  • ক. কারণ
  • খ. বারণ
  • গ. আপণ
  • ঘ. বারণ

উত্তরঃ আপণ

বিস্তারিত

144. শব্দের মূল কে কী বলে?

  • ক. প্রকৃতি
  • খ. ধাতু
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. সংজ্ঞা

উত্তরঃ প্রকৃতি

বিস্তারিত

145. বাক্যের সমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

  • ক. কোলন
  • খ. দাঁড়ি
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ দাঁড়ি

বিস্তারিত

146. ‘হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী’ - বাক্যে ‘কিংবা’ কোন শ্রেণীর অব্যয়?

  • ক. অনন্বয়ী
  • খ. সমুচ্চয়ী
  • গ. অনুকার
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

147. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?

  • ক. হস্তিসকল
  • খ. হস্তিযূথ
  • গ. হস্তিবর্গ
  • ঘ. হস্তিসব

উত্তরঃ হস্তিযূথ

বিস্তারিত

149. ‘লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. লিখতেছিলেন
  • খ. লিখছিলেন
  • গ. লিখেছিলেন
  • ঘ. লিখছিলাম

উত্তরঃ লিখছিলেন

বিস্তারিত

150. ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন’ - কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?

  • ক. আদেশ
  • খ. উপদেশ
  • গ. প্রার্থনা
  • ঘ. অনুরোধ

উত্তরঃ প্রার্থনা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects