সাহিত্যিক ও বিবিধ সাহিত্য কর্ম চরিত্র রচনার শ্রে

26. 'একেই কি বলে সভ্যতা?' কে লিখেছেন?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. মোশারফ হোসেন
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

27. কোনটি শওকত ওসমান রচিত?

  • ক. চৌচির
  • খ. সত্য-মিথ্য
  • গ. পদ্মা-মেঘনা-যমুনা
  • ঘ. ক্রীতদাসের হাসি

উত্তরঃ ক্রীতদাসের হাসি

বিস্তারিত

28. 'কত ছবি, কত গান'- এর লেখক--

  • ক. আবু ইসহাক
  • খ. খোন্দকার মোঃ ইলিয়াস
  • গ. আলাউদ্দিন আল-আজাদ
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ আলাউদ্দিন আল-আজাদ

বিস্তারিত

29. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?

  • ক. বেদান্ত চন্দ্রিকা
  • খ. বেদান্ত গ্রন্থ
  • গ. বেদান্ত সার
  • ঘ. পথ্য প্রদান

উত্তরঃ বেদান্ত চন্দ্রিকা

বিস্তারিত

30. বাঙ্গালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?

  • ক. লিপিমালা
  • খ. ইতিহাসমালা
  • গ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
  • ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র

উত্তরঃ রাজা প্রতাপাদিত্য চরিত্র

বিস্তারিত

31. 'এলেবেলে' নাটকটি কার লেখা?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. জিয়া হায়দার
  • গ. সেলিম আল দীন
  • ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তরঃ জিয়া হায়দার

বিস্তারিত

32. 'পলাশীর যুদ্ধ' বইটি কার লেখা?

  • ক. ডি এল রায়
  • খ. এন সি ঘোষ
  • গ. কালিদাস রায়
  • ঘ. চন্দ্রশেখর

উত্তরঃ ডি এল রায়

বিস্তারিত

33. 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • খ. ড. এনামুল হক
  • গ. মুহম্মদ আবদুল হাই
  • ঘ. ইব্রাহিম খাঁ

উত্তরঃ মুহম্মদ আবদুল হাই

বিস্তারিত

34. 'মুক্তিযুদ্ধের ইতিহাসঃ দলিলপত্র' কে সম্পদনা করেন?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. আবুল হাসান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

35. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. কুহেলিকা
  • গ. শেষ প্রশ্ন
  • ঘ. দোলনচাঁপা

উত্তরঃ শেষ প্রশ্ন

বিস্তারিত

36. 'অনলপ্রবাহের' রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. বেনজীর আহমেদ

উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী

বিস্তারিত

37. 'সনেট' শব্দটি--

  • ক. জার্মানি
  • খ. ইটালিয়ান
  • গ. ফ্রেঞ্চ
  • ঘ. ইংরেজী

উত্তরঃ ইটালিয়ান

বিস্তারিত

38. 'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?

  • ক. বালুচর
  • খ. রাখালী
  • গ. ধানখেত
  • ঘ. সোজন বাদিয়ার ঘাট

উত্তরঃ রাখালী

বিস্তারিত

39. বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত---

  • ক. দোলনচাঁপা
  • খ. যৌবনের গান
  • গ. অগ্নিবীণা
  • ঘ. বিদ্রোহী

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

40. নিচের কোনটি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস?

  • ক. কপালকুণ্ডলা
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. বিষবৃক্ষ
  • ঘ. কৃষ্ণকান্তের উইল

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

41. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  • ক. রক্তকরবী
  • খ. বলাকা
  • গ. চোখের বালি
  • ঘ. ঘরে-বাইরে

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

42. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস--

  • ক. বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ
  • খ. প্যারীচাঁদ মিত্ত্রের আলালের ঘরের দুলাল
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি

উত্তরঃ প্যারীচাঁদ মিত্ত্রের আলালের ঘরের দুলাল

বিস্তারিত

43. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. জোহরা
  • গ. মৃত্যুক্ষুধা
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

44. রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
  • খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
  • গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
  • ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

বিস্তারিত

45. ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?

  • ক. বণ্ড মন্গল
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. চণ্ডীমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ চণ্ডীমঙ্গল

বিস্তারিত

46. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. ধর্মমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

47. ভ্রমর চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. চরিত্রহীন
  • খ. গৃহদাহ
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. সংশপ্তক

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

48. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম--

  • ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  • খ. মধুসূদন ও কুমুদিনী
  • গ. গোবিন্দলাল ও রোহিনী
  • ঘ. সুরেশ ও অচলা

উত্তরঃ গোবিন্দলাল ও রোহিনী

বিস্তারিত

49. 'মহেন্দ্র' কোন উপন্যাসের নায়িকা?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. চোখের বালি
  • গ. গৃহদাহ
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ চোখের বালি

বিস্তারিত

50. 'রাজলক্ষী' চরিত্রের স্রষ্টা ঔপান্যাসিক--

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. শরৎচন্দ্র
  • গ. তারাশঙ্কর
  • ঘ. নজরুল ইসলাম

উত্তরঃ শরৎচন্দ্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects