সাহিত্যিক ও বিবিধ সাহিত্য কর্ম চরিত্র রচনার শ্রে
1. 'চাঁদের অমাবশ্যা' গ্রন্থটির লেখক কে?
- ক. সৈয়দ মুজতবা আলী
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. শওকত ওসমান
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
2. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 'নোবেল' পুরুস্কার পান?
- ক. ১৮১৩
- খ. ১৯১৪
- গ. ১৯১৩
- ঘ. ১৯১৫
উত্তরঃ ১৯১৩
3. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'- এর পারিবারিক পদবী কোনটি?
- ক. চৌধুরী
- খ. চট্টোপাধ্যায়
- গ. চক্রবর্তী
- ঘ. বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ বন্দ্যোপাধ্যায়
4. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন মাত্র--
- ক. ১৮ বছর বয়সে
- খ. ২০ বছর বয়সে
- গ. ২১ বছর বয়সে
- ঘ. ১৯ বছর বয়সে
উত্তরঃ ২১ বছর বয়সে
5. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন করেন বাংলা--
- ক. ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
- খ. ৭ বৈশাখ, ১২৭৮ বঙ্গাব্দে
- গ. ২৭ বৈশাখ, ১৩৫৭ বঙ্গাব্দে
- ঘ. ২৪ বৈশাখ, ১৩৬৮ বঙ্গাব্দে
উত্তরঃ ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
6. 'রাজবন্দীর জবানবন্দী' কার লেখা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
7. বিজ্ঞানশিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য 'কলিঙ্গ' পুরস্কার লাভ করেন--
- ক. জাফর ইকবাল
- খ. হুমায়ুন আহমেদ
- গ. আবদুল্লাহ আল মুতি
- ঘ. আবুল মনসুর আহমদ
উত্তরঃ আবদুল্লাহ আল মুতি
8. জীবনমুখী সমাজসচেতন কথাসাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি?
- ক. জহির রায়হান
- খ. জহির ইসলাম
- গ. জহির আহমেদ
- ঘ. জহির মোহাম্মদ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
9. 'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. আবুল মনসুর আহমদ
- ঘ. আবুল ফজল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
10. 'সোজন বাদিয়ার ঘাট' এর রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জসীমউদ্দীন
- গ. কায়কোবাদ
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ জসীমউদ্দীন
11. 'নদী ও নারী' এর রচয়িতা কে?
- ক. আবুল ফজল
- খ. হুমায়ন কবির
- গ. কাজী আলাউদ্দীন
- ঘ. হুমায়ন আহমেদ
উত্তরঃ হুমায়ন কবির
12. কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত?
- ক. মানসী
- খ. শেষের কবিতা
- গ. দোলন চাঁপা
- ঘ. সোনারতরী
উত্তরঃ দোলন চাঁপা
13. 'সংস্কৃতির রূপান্তর' গ্রন্থটির রচয়িতা কে?
- ক. গোপাল হালদার
- খ. শহীদুল্লাহ কায়সার
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ গোপাল হালদার
14. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম--
- ক. ৭ মে, ১৮৬১ খ্রিঃ
- খ. ৭ জুন, ১৮৫১ খ্রিঃ
- গ. ৭ জুন, ১৮৪১ খ্রিঃ
- ঘ. ৬ মে, ১৮৩৮ খ্রিঃ
উত্তরঃ ৭ মে, ১৮৬১ খ্রিঃ
15. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
- ক. মোস্তফা চরিত
- খ. নয়াজাতি স্রষ্টা হজরত মোহাম্মদ
- গ. বিশ্বনবী
- ঘ. মানব-মুকুট
উত্তরঃ মানব-মুকুট
16. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মোহাম্মদ বরকতউল্লাহ
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. মোহাম্মদ লুৎফর রহমান
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
17. বাংলা একাডেমীর 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পদনা করেন কে?
- ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- খ. মুহাম্মদ এনামুল হক
- গ. মুহম্মদ মনসুর উদ্দিন
- ঘ. মুহাম্মদ আবদুল হাই
উত্তরঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
18. 'কাশবনের কণ্যা' গ্রন্থটির লেখক কে?
- ক. আবুল কালাম শামসুদ্দিন
- খ. শামসুদ্দিন আবুল কালাম
- গ. আবুল ফজল
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ শামসুদ্দিন আবুল কালাম
19. 'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?
- ক. কাজী মোতাহের হোসেন
- খ. আবুল হোসেন
- গ. কাজী আবদুল ওদুদ
- ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তরঃ কাজী আবদুল ওদুদ
20. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
- খ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- গ. মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. সুকুমার সেন
উত্তরঃ দীনেশচন্দ্র সেনগুপ্ত
21. 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- গ. মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. মুহাম্মদ আবদুল হাই
উত্তরঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়
22. 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা--
- ক. মুহম্মদ আব্দুল হাই
- খ. মোঃ বরকতউল্লাহ
- গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. মওলানা আকরাম খাঁ
উত্তরঃ মওলানা আকরাম খাঁ
- ক. সৈয়দ শামসুল হক
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. শওকত ওসমান
- ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
- ক. জসীম উদ্দীন
- খ. নজরুল ইসলাম
- গ. মুনীর চৌধুরী
- ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ জসীম উদ্দীন
25. 'আলালের ঘরের দুলাল' - এর লেখক কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র