বাক্য সংকোচন

26. কর দান করে যে--

  • ক. করদ
  • খ. অধীন
  • গ. প্রজা
  • ঘ. আশ্রিত

উত্তরঃ করদ

বিস্তারিত

27. এক কথায় প্রকাশ করঃ 'যা বলা হয়নি'

  • ক. অউক্ত
  • খ. অব্যাক্ত
  • গ. অনুক্ত
  • ঘ. অব্যক্ত

উত্তরঃ অনুক্ত

বিস্তারিত

28. 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় কি হবে?

  • ক. অপূর্ব
  • খ. অদৃষ্টপূর্ব
  • গ. অভূতপূর্ব
  • ঘ. ভূতপূর্ব

উত্তরঃ ভূতপূর্ব

বিস্তারিত

29. যা ভবিষ্যতে ঘটবে?

  • ক. ভবিষ্যৎ
  • খ. ভবিষ্য
  • গ. ভবিতব্য
  • ঘ. অভব্য

উত্তরঃ ভবিতব্য

বিস্তারিত

30. নিচের কোনটি 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন?

  • ক. বুভুক্ষা
  • খ. ভোজক
  • গ. পেটুক
  • ঘ. খাদক

উত্তরঃ বুভুক্ষা

বিস্তারিত

31. 'যা আঘাত পায়নি' বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?

  • ক. অনাঘাত
  • খ. অনঘাত
  • গ. অনাহত
  • ঘ. অনিরুদ্ধজ

উত্তরঃ অনাহত

বিস্তারিত

32. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি হবে?

  • ক. ক্লান্তিহীন
  • খ. অক্লান্ত
  • গ. অক্লান্ত কর্মী
  • ঘ. অবিশ্রাম

উত্তরঃ অক্লান্ত কর্মী

বিস্তারিত

33. 'যা সহজে অতিক্রম করা যায় না'- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?

  • ক. অনতিক্রম
  • খ. অলঙ্ঘ
  • গ. দুরতিক্রম
  • ঘ. দুর্গম

উত্তরঃ অনতিক্রম

বিস্তারিত

34. 'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো--

  • ক. সমাক্ষ
  • খ. পরোক্ষ
  • গ. প্রত্যক্ষ
  • ঘ. নিরপেক্ষ

উত্তরঃ প্রত্যক্ষ

বিস্তারিত

35. যা চিরস্থায়ী নয়---

  • ক. অস্থায়ী
  • খ. ক্ষণিক
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. নশ্বর

উত্তরঃ নশ্বর

বিস্তারিত

36. 'ক্ষমার যোগ্য' -এর বাক্য সংকোচন---

  • ক. ক্ষমার্হ
  • খ. ক্ষমাপ্রার্থী
  • গ. ক্ষমা
  • ঘ. ক্ষমাপ্রদ

উত্তরঃ ক্ষমার্হ

বিস্তারিত

37. যা বলা হবে -এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. উক্ত
  • খ. বক্তব্য
  • গ. ভবিতব্য
  • ঘ. অনুমিত

উত্তরঃ বক্তব্য

বিস্তারিত

38. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - এক কথায় কি হবে?

  • ক. পরগাছা
  • খ. আগাছা
  • গ. বর্ণচোরা
  • ঘ. বনস্পতি

উত্তরঃ বনস্পতি

বিস্তারিত

39. অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে--

  • ক. অদ্যন্ত
  • খ. মূর্খ
  • গ. অনভিক্ত
  • ঘ. অবিমৃষ্যকারী

উত্তরঃ অবিমৃষ্যকারী

বিস্তারিত

40. পূর্বে ছিল এখন নাই- এক কথায় কি হবে?

  • ক. অপূর্ব
  • খ. অদৃষ্টপূর্ব
  • গ. অভূতপূর্ব
  • ঘ. ভূতপূর্ব

উত্তরঃ ভূতপূর্ব

বিস্তারিত

41. 'যে নারীর সন্তান বাচে না' এক কথায় কি হবে?

  • ক. মৃত মা
  • খ. মৃত জননী
  • গ. কাকবন্ধ্যা
  • ঘ. মৃতবৎসা

উত্তরঃ মৃতবৎসা

বিস্তারিত

42. উপস্থিত বুদ্ধি আছে যার--

  • ক. বুদ্ধিমান
  • খ. বুদ্ধিমতি
  • গ. বিচক্ষণ
  • ঘ. প্রত্যুৎপন্নমতি

উত্তরঃ প্রত্যুৎপন্নমতি

বিস্তারিত

43. যিনি বক্তৃতা দানে পটু---

  • ক. বাকপটু
  • খ. সুবক্তা
  • গ. বাগ্মী
  • ঘ. অনলবর্ষী

উত্তরঃ বাগ্মী

বিস্তারিত

44. 'পা ধুইবার জল' সংকোচন করলে কি হয়?

  • ক. পঙ্কজ
  • খ. পাদম
  • গ. প্রিয়ংবদা
  • ঘ. পাদ্য

উত্তরঃ পাদ্য

বিস্তারিত

45. খেয়া পার করে যে তাকে বলা হয়?

  • ক. পাটনী
  • খ. মাঝি
  • গ. ঘাটাল
  • ঘ. কর্ণধার

উত্তরঃ পাটনী

বিস্তারিত

46. যে ব্যাক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়--

  • ক. আত্মভোলা
  • খ. আত্মকেন্দ্রিক
  • গ. আস্তিক
  • ঘ. আত্মসর্বস্ব

উত্তরঃ আত্মকেন্দ্রিক

বিস্তারিত

47. যে রমনীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়?

  • ক. প্রোষিতভর্তৃকা
  • খ. প্রষিতভতৃকা
  • গ. প্রোষিতাভার্ষ
  • ঘ. প্রোসিতভর্তৃকা

উত্তরঃ প্রোষিতভর্তৃকা

বিস্তারিত

48. যে ভূমিতে ফসল জন্মায় না- এক কথায় কোনটি হবে?

  • ক. পতিত
  • খ. অনুর্বর
  • গ. ঊষর
  • ঘ. বন্ধ্যা

উত্তরঃ ঊষর

বিস্তারিত

49. 'ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট'- এর বাক্য সংকোচন--

  • ক. আমিষ্য
  • খ. আঁষটে
  • গ. ঈষদূন
  • ঘ. আমিষ গান্ধা

উত্তরঃ আঁষটে

বিস্তারিত

50. 'কামনা দূর হয়েছে যার' -এর এক কথায় প্রকাশ কি?

  • ক. বীতকাম
  • খ. কাম্য
  • গ. কামনীয়
  • ঘ. কায়ুষ্য

উত্তরঃ বীতকাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects