বাক্য সংকোচন
51. 'জল পানের জন্য দেয় অর্থ'- এর বাক্য সংকোচন--
- ক. জালার্থ
- খ. জলসাহায্য
- গ. জলপানি
- ঘ. জলযান
উত্তরঃ জলপানি
52. 'বমন করিবার ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ কি?
- ক. বিবমিষা
- খ. জিগীষা
- গ. জিজীবিষা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিবমিষা
53. এক কথায় প্রকাশ কর,- 'যে নারী প্রিয় কথা বলে'।
- ক. প্রিয় ভাষিনী
- খ. প্রিয়ংবদা
- গ. প্রিয়ভাষিণী
- ঘ. প্রিয়া
উত্তরঃ প্রিয়ংবদা
54. 'দিন ও রাতের সন্ধিক্ষণ'- এককথায় প্রকাশ--
- ক. পূর্বাহ্ণ
- খ. গোধূলি
- গ. সন্ধ্যা
- ঘ. সায়াহ্ন
উত্তরঃ গোধূলি
55. 'এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না' -এর শব্দ সংক্ষেপ--
- ক. ভাবনা করা
- খ. শপথ করা
- গ. আগ্রহ
- ঘ. দায়িত্ব গ্রহণ
উত্তরঃ ভাবনা করা
56. 'জয়ের জন্য যে উৎসব'- এক কথায় কি হবে?
- ক. বিজয়জয়ন্তী
- খ. জয়ন্তী
- গ. জয়ান্তী
- ঘ. বিজয়োৎসব
উত্তরঃ জয়ন্তী
There are no comments yet.