বাংলা ভাষা লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস

26. বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?

  • ক. গুপ্ত আমলে
  • খ. পাল আমলে
  • গ. সেন আমলে
  • ঘ. পাঠান আমলে

উত্তরঃ সেন আমলে

বিস্তারিত

27. সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?

  • ক. ঐতরেয় আরণ্যক
  • খ. রঘুবংশ কাব্য
  • গ. উপনিষদ
  • ঘ. ত্রিপিটক

উত্তরঃ ঐতরেয় আরণ্যক

বিস্তারিত

28. প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?

  • ক. বেদে
  • খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
  • গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
  • ঘ. অথর্ব বেদে

উত্তরঃ ঋগ্বেদের মন্ত্রগুলোতে

বিস্তারিত

29. প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?

  • ক. খ্রি.পূ. ১৫০০ - খ্রি.পূ. ৮০০
  • খ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ২০০
  • গ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ৬০০
  • ঘ. খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ

উত্তরঃ খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ

বিস্তারিত

30. কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?

  • ক. সম্রাট শাহজাহান
  • খ. সম্রাট বাবর
  • গ. সম্রাট আরঙ্গজেব
  • ঘ. সম্রাট অশোক

উত্তরঃ সম্রাট অশোক

বিস্তারিত

31. কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?

  • ক. মহারাষ্ট্র ভাষাকে
  • খ. শৌরসেনী ভাষাকে
  • গ. মাগধী ভাষাকে
  • ঘ. মৈথিলী ভাষাকে

উত্তরঃ শৌরসেনী ভাষাকে

বিস্তারিত

32. বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?

  • ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
  • খ. অষ্টম শতাব্দী
  • গ. দশম শতাব্দী
  • ঘ. নবম শতাব্দী

উত্তরঃ দশম শতাব্দী

বিস্তারিত

33. পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?

  • ক. বাংলা
  • খ. ইংরেজী
  • গ. মান্দারিন
  • ঘ. আরবি

উত্তরঃ মান্দারিন

বিস্তারিত

35. ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?

  • ক. ব্রক্ষা লিপি
  • খ. আর্য লিপি
  • গ. ব্রাক্ষী লিপি
  • ঘ. ব্রক্ষী লিপি

উত্তরঃ ব্রাক্ষী লিপি

বিস্তারিত

36. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

  • ক. নাগরী লিপি
  • খ. শ্যামী লিপি
  • গ. সিংহলী লিপি
  • ঘ. ব্রাক্ষী লিপি

উত্তরঃ ব্রাক্ষী লিপি

বিস্তারিত

37. ব্রজবুলি কি?

  • ক. হিন্দু ভাষা
  • খ. ব্রজের ভাষা
  • গ. উর্দু ভাষা
  • ঘ. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা

উত্তরঃ মিথিলা ও বাংলার মিশ্র ভাষা

বিস্তারিত

38. আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

  • ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
  • খ. মধ্যভারতীয় আর্যভাষা
  • গ. নব্যভারতীয় আর্যভাষা
  • ঘ. সংস্কৃত ভাষা

উত্তরঃ প্রাচীন ভারতীয় আর্যভাষা

বিস্তারিত

39. বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?

  • ক. ভারতীয়
  • খ. অস্ট্রেলীয়
  • গ. ইন্দো-ইরানীয়
  • ঘ. ইন্দো-ইউরোপীয়

উত্তরঃ ইন্দো-ইউরোপীয়

বিস্তারিত

40. লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান--

  • ক. পঞ্চম
  • খ. ষষ্ঠ
  • গ. সপ্তম
  • ঘ. অষ্টম

উত্তরঃ ষষ্ঠ

বিস্তারিত

41. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-

  • ক. সংস্কৃত থেকে
  • খ. মাগধী প্রাকৃত থেকে
  • গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
  • ঘ. শৌরসেনী থেকে

উত্তরঃ মাগধী প্রাকৃত থেকে

বিস্তারিত

42. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?

  • ক. ইন্দো-জার্মানীয়
  • খ. বাল্টো-শ্লাভিয়ান
  • গ. ইন্দো-ইরানীয়
  • ঘ. ইন্দো-ইউরোপীয়

উত্তরঃ ইন্দো-ইউরোপীয়

বিস্তারিত

43. খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?

  • ক. রাজেন্দ্রলাল মিত্র
  • খ. সম্রাট কনিষ্ক
  • গ. পাণিনি
  • ঘ. শীলভদ্র

উত্তরঃ পাণিনি

বিস্তারিত

44. শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?

  • ক. ১৭০০ সালে
  • খ. ১৮৫০ সালে
  • গ. ১৮০০ সালে
  • ঘ. ১৯০০ সালে

উত্তরঃ ১৮০০ সালে

বিস্তারিত

45. কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?

  • ক. পাল আমলে
  • খ. সেন আমলে
  • গ. মৌর্য আমলে
  • ঘ. মুসলমান আমলে

উত্তরঃ মুসলমান আমলে

বিস্তারিত

46. কোন লিপি ডান দিক থেকে লেখা হত?

  • ক. খরোষ্ঠী লিপি
  • খ. ব্রাক্ষী লিপি
  • গ. কুটিল লিপি
  • ঘ. উর্দু লিপি

উত্তরঃ খরোষ্ঠী লিপি

বিস্তারিত

47. বাংলা ভাষার বয়স কত?

  • ক. ১০০০ বছর
  • খ. ২০০০ বছর
  • গ. ২৫০০ বছর
  • ঘ. ২৭০০ বছর

উত্তরঃ ১০০০ বছর

বিস্তারিত

48. বাংলা ভাষার মূল উৎস কী?

  • ক. হিন্দি ভাষা
  • খ. বৈদিক ভাষা
  • গ. উড়িয়া
  • ঘ. অনার্য ভাষা

উত্তরঃ অনার্য ভাষা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects