বাংলা ভাষা লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস

1. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?

  • ক. চিত্র
  • খ. ভাষা
  • গ. ইঙ্গিত
  • ঘ. আচরণ

উত্তরঃ ভাষা

বিস্তারিত

3. উপভাষা (Dialect) কোনটি?

  • ক. সাহিত্যের ভাষা
  • খ. পাঠ্যপুস্তকের ভাষা
  • গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
  • ঘ. লেখ্য ভাষা

উত্তরঃ অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা

বিস্তারিত

4. পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?

  • ক. পাঁচ হাজার
  • খ. দু’হাজার
  • গ. এক হাজার
  • ঘ. আড়াই হাজার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

5. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?

  • ক. সংস্কৃত
  • খ. বাংলা
  • গ. অস্ট্রিক
  • ঘ. হিন্দী

উত্তরঃ অস্ট্রিক

বিস্তারিত

6. ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?

  • ক. একটা
  • খ. দুটো
  • গ. তিনটে
  • ঘ. চারটে

উত্তরঃ দুটো

বিস্তারিত

7. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?

  • ক. বাংলা
  • খ. ইংরেজি
  • গ. ফরাসি
  • ঘ. উর্দু

উত্তরঃ বাংলা

বিস্তারিত

8. ‘প্রাকৃত শব্দটির অর্থ ----

  • ক. প্রকৃত
  • খ. যথার্থ
  • গ. যা করা হয়েছে
  • ঘ. স্বাভাবিক

উত্তরঃ স্বাভাবিক

বিস্তারিত

9. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?

  • ক. পালি
  • খ. অপভ্রংশ
  • গ. অবহট্ট
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ অপভ্রংশ

বিস্তারিত

10. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?

  • ক. গৌড়ীয় অপভ্রংশ
  • খ. গৌড় অপভ্রংশ
  • গ. মাগধী অপভ্রংশ
  • ঘ. প্রাচীন অবহট্ঠ

উত্তরঃ গৌড় অপভ্রংশ

বিস্তারিত

11. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?

  • ক. খ্রিস্টীয় অষ্টম শতক
  • খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
  • গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
  • ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে

উত্তরঃ খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়

বিস্তারিত

12. বাংলা ভাষার উদ্ভব হয় ---

  • ক. সপ্তম খ্রিস্টাব্দে
  • খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
  • গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
  • ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে

উত্তরঃ সপ্তম খ্রিস্টাব্দে

বিস্তারিত

13. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?

  • ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
  • খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
  • গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
  • ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

উত্তরঃ দশম থেকে চতুর্দশ শতাব্দী

বিস্তারিত

14. ভারতীয় মৌলিক লিপি কোনটি?

  • ক. ব্রাক্ষী
  • খ. কুটীল
  • গ. খরোষ্ঠী
  • ঘ. নাগরী

উত্তরঃ ব্রাক্ষী

বিস্তারিত

15. বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

  • ক. সংস্কৃত লিপি
  • খ. চীনা লিপি
  • গ. আরবি লিপি
  • ঘ. ব্রাক্ষী লিপি

উত্তরঃ ব্রাক্ষী লিপি

বিস্তারিত

16. উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?

  • ক. ১২৯৮ সালে
  • খ. ১৩৯৮ সালে
  • গ. ১৪৯৮ সালে
  • ঘ. ১৫৯৮ সালে

উত্তরঃ ১৪৯৮ সালে

বিস্তারিত

17. বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-

  • ক. ১৯০০
  • খ. ১৮০০
  • গ. ১৯৫২
  • ঘ. ১৯৫৪

উত্তরঃ ১৮০০

বিস্তারিত

18. শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?

  • ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
  • খ. প্রথম বাংলা মুদ্রণ
  • গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
  • ঘ. প্রথম বাংলা স্কুল

উত্তরঃ প্রথম বাংলা মুদ্রণ

বিস্তারিত

19. বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

  • ক. ঢাকায়
  • খ. রাজশাহীতে
  • গ. রংপুরে
  • ঘ. যশোরে

উত্তরঃ রংপুরে

বিস্তারিত

20. ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-

  • ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
  • খ. ব্রাহ্মী ও দেবনাগরী
  • গ. ব্রাহ্ম ও কুটীল
  • ঘ. ব্রাহ্মী ও তিব্বতী

উত্তরঃ ব্রাহ্মী ও খরোষ্ঠী

বিস্তারিত

21. কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?

  • ক. চন্দ্রগুপ্ত
  • খ. আলেকজান্ডার
  • গ. আশোক
  • ঘ. কণিষ্ক

উত্তরঃ আশোক

বিস্তারিত

22. পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?

  • ক. মৈথিলী বর্ণমালা
  • খ. বাংলা বর্ণমালা
  • গ. অসমীয়া বর্ণমালা
  • ঘ. উর্দু বর্ণমালা

উত্তরঃ বাংলা বর্ণমালা

বিস্তারিত

23. বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?

  • ক. পাল আমলে
  • খ. সেন আমলে
  • গ. পাঠান আমালে
  • ঘ. মুঘল আমলে

উত্তরঃ পাঠান আমালে

বিস্তারিত

24. কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?

  • ক. গুপ্ত আমল
  • খ. পাল আমল
  • গ. সেন আমল
  • ঘ. মুঘল আমল

উত্তরঃ গুপ্ত আমল

বিস্তারিত

25. কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?

  • ক. সপ্তম-অষ্টম শতকে
  • খ. অষ্টম-নবম শতকে
  • গ. নবম-দশম শতকে
  • ঘ. দশম-একাদশ শতকে

উত্তরঃ দশম-একাদশ শতকে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects