আদি যুগ

26. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?

  • ক. কাহ্ন পা
  • খ. লুই পা
  • গ. ডাকার্ণব
  • ঘ. মুনিদত্ত

উত্তরঃ মুনিদত্ত

বিস্তারিত

27. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক--

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. ডক্টর সুকুমার সেন

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

28. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. পথের পাচালী
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. চর্যাপদ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

29. বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/

  • ক. কাহৃপা
  • খ. লুইপা
  • গ. সরহপা
  • ঘ. শবরপা

উত্তরঃ শবরপা

বিস্তারিত

30. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?

  • ক. বেদ
  • খ. শূন্যপূরাণ
  • গ. মঙ্গল কাব্য
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

31. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?

  • ক. লুই পা
  • খ. কাহ্ন পা
  • গ. ভুসুক পা
  • ঘ. টেন্টন পা

উত্তরঃ লুই পা

বিস্তারিত

32. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?

  • ক. মহাভারত
  • খ. রামায়ণ
  • গ. বঙ্গনামা
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

33. চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?

  • ক. চীন
  • খ. নেপাল
  • গ. মিয়ানমার
  • ঘ. ভারত

উত্তরঃ নেপাল

বিস্তারিত

34. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?

  • ক. শ্রীকৃষ্ণ বিজয়
  • খ. শ্রীকৃষ্ণ কীর্তন
  • গ. শূন্যপূরাণ
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

35. বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?

  • ক. খরোষ্ঠী লিপি
  • খ. ব্রাহ্মী লিপি
  • গ. অশোক লিপি
  • ঘ. প্রকৃত লিপি

উত্তরঃ ব্রাহ্মী লিপি

বিস্তারিত

38. ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

39. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?

  • ক. সুলতানী আমল ও মোঘল আমল
  • খ. পাঠান আমল ও সুলতানী আমল
  • গ. পাঠান আমল ও মোঘল আমল
  • ঘ. তুর্কি আমল ও মোঘল আমল

উত্তরঃ পাঠান আমল ও সুলতানী আমল

বিস্তারিত

40. বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ক. দু'ভাগে
  • খ. তিন ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. পাঁচ ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

41. রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?

  • ক. ১৯১০ - ১৯৫০
  • খ. ১৯০১ - ১৯২১
  • গ. ১৯০১ - ১৯৪০
  • ঘ. ১৯০১ - ১৯৩০

উত্তরঃ ১৯০১ - ১৯৪০

বিস্তারিত

42. বাংলা সাহিত্যের মধ্যযুগ সময়কে বলা হয়?

  • ক. ১২০১-১৮০০
  • খ. ১৩৫০-১৮০০
  • গ. ১২০১-১৯০০
  • ঘ. ১০০১-১৬০০

উত্তরঃ ১২০১-১৮০০

বিস্তারিত

43. বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?

  • ক. এক হাজার
  • খ. দু হাজার
  • গ. তিন হাজার
  • ঘ. চার হাজার

উত্তরঃ এক হাজার

বিস্তারিত

44. আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?

  • ক. ১৯০১ সাল থেকে
  • খ. ১৮০১ সাল থেকে
  • গ. ১২০১ সাল থেকে
  • ঘ. ১৬০১ সাল থেকে

উত্তরঃ ১৮০১ সাল থেকে

বিস্তারিত

45. মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

46. চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?

  • ক. একান্নটি
  • খ. ছেচল্লিশটি
  • গ. সাড়ে ছেচল্লিশটি
  • ঘ. পঞ্চাশটি

উত্তরঃ সাড়ে ছেচল্লিশটি

বিস্তারিত

47. কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?

  • ক. পাল আমলে
  • খ. সেন আমলে
  • গ. খিলজী আমলে
  • ঘ. মুঘল আমলে

উত্তরঃ পাল আমলে

বিস্তারিত

48. বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?

  • ক. চন্দ্রাবতীকে
  • খ. লুইপাকে
  • গ. শ্রীচৈতন্যদেবকে
  • ঘ. শ্রীকৃষ্ণকে

উত্তরঃ শ্রীচৈতন্যদেবকে

বিস্তারিত

49. বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৩টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

50. চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?

  • ক. বৌদ্ধোধর্ম প্রচার
  • খ. কাহিনী বর্ণনা
  • গ. দেহতত্ত্ব
  • ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা

উত্তরঃ বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects