আদি যুগ
52. চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
- ক. ২৪ সংখ্যক
- খ. ২৫ সংখ্যক
- গ. ৪৮ সংখ্যক
- ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ২৩ সংখ্যক
53. চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
- ক. হরপ্রসাদ শাস্ত্রী
- খ. মুনিদত্ত
- গ. সুনীতিকুমার
- ঘ. ড. শহীদুল্লাহ
উত্তরঃ মুনিদত্ত
54. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
- ক. অসমীয়া
- খ. উড়িয়া
- গ. মৈথিলী
- ঘ. কোল ভাষা
উত্তরঃ কোল ভাষা
55. বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়?
- ক. আসামে
- খ. সোনারগাঁয়ে
- গ. পশ্চিমবঙ্গে
- ঘ. নেপালে
উত্তরঃ নেপালে
56. চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
- ক. সুনীতি কুমার,১৯২৭
- খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
- গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
- ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
58. বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
- ক. শূণ্য পুরাণ
- খ. নিরঞ্জনের রুষ্মা
- গ. সেক শুভোদয়া
- ঘ. চর্যাপদ
উত্তরঃ চর্যাপদ
59. 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
- ক. লোক সাহিত্য
- খ. ব্রজবুলি
- গ. চর্যাপদ
- ঘ. বৈষ্ণব গীতিকা
উত্তরঃ চর্যাপদ
60. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
- ক. পুঁথি সাহিত্য
- খ. খনার বচন
- গ. নাথ সাহিত্য
- ঘ. চর্যাপদ
উত্তরঃ চর্যাপদ
61. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--
- ক. চর্যাপদ
- খ. বৈষ্ণব পদাবলী
- গ. ঐতরেয় আরণ্যক
- ঘ. দোহা কোষ
উত্তরঃ চর্যাপদ
- ক. নেপালের রাজ-দরবার থেকে
- খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
- গ. ভুটানের রাজ-দরবার থেকে
- ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ নেপালের রাজ-দরবার থেকে
63. বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত--
- ক. ১৩৫১ সাল থেকে
- খ. ১৬০১ সাল থেকে
- গ. ১৭০১ সাল থেকে
- ঘ. ১৮০১ সাল থেকে
উত্তরঃ ১৮০১ সাল থেকে
64. প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিলঃ
- ক. ধর্মীয় চেতনার
- খ. রূপকথার
- গ. উপকথার
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ধর্মীয় চেতনার
65. প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ
- ক. উপকথা
- খ. রূপকথা
- গ. পুঁথি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ রূপকথা
- ক. অক্ষরবৃত্ত ছন্দে
- খ. মাত্রাবৃত্ত ছন্দে
- গ. স্বরবৃত্ত ছন্দে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে
67. ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকালঃ
- ক. ৬০০ - ৮০০ খ্রিস্টাব্দ
- খ. ৬০০ - ১০০০ খ্রিস্টাব্দ
- গ. ৮০০ - ১২০০ খ্রিস্টাব্দ
- ঘ. ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ
68. চর্যাপদের রচনার উদ্দেশ্য--
- ক. সাহিত্য চর্চা
- খ. ধর্মচর্চা
- গ. সঙ্গীত চর্চা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ধর্মচর্চা
69. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
- ক. চর্যাপদ
- খ. ডাকার্ণব
- গ. দোঁহাকোষ
- ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ খ ও গ উভয়ই
70. অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
- ক. ডাকার্ণব
- খ. চর্যাপদ
- গ. দোঁহাকোষ
- ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ সেক শুভোদয়া
71. গদ্য-পদ্য মিলিয়ে 'সেক শুভোদয়া' গ্রন্থে অধ্যায় আছে--
- ক. ১২ টি
- খ. ১৪ টি
- গ. ১৭ টি
- ঘ. ১৫ টি
উত্তরঃ ১৫ টি
73. চর্যার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন--
- ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- খ. ডক্টর সুকুমার সেন
- গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. হরপ্রাসাদ শাস্ত্রী
উত্তরঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
74. চর্যাপদ প্রথম প্রকাশিত হয়--
- ক. নেপাল থেকে
- খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
- গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
75. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে প্রাচীনতম চর্যাকার কে?
- ক. ভূসুকুপা
- খ. সরহপা
- গ. শবরপা
- ঘ. কাহ্নপা
উত্তরঃ শবরপা