বিখ্যাত নাটক

26. 'কামাল পাশা' ও 'কাফেলা' নাটকদ্বয় কার লেখা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কবি জসীম উদদীন
  • গ. প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
  • ঘ. সুফী মোতাহার হোসেন

উত্তরঃ প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ

বিস্তারিত

27. নিচের কোনটি কাব্যনাট্য?

  • ক. প্রায়শ্চিত
  • খ. নকশী কাঁথার মাঠ
  • গ. চিত্রাঙ্গদা
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

28. 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?

  • ক. মঞ্চ নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-তে
  • খ. 'সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
  • গ. টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই'-তে
  • ঘ. হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে

উত্তরঃ হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে

বিস্তারিত

29. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন শ্রেণীর নাটক?

  • ক. সামাজিক
  • খ. মুক্তিযুদ্ধ ভিত্তিক
  • গ. ঐতিহাসিক
  • ঘ. রূপক

উত্তরঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক

বিস্তারিত

30. নিচের কোনটি নাটক?

  • ক. সিরাজ উদ্ দৌলা
  • খ. সোজন বাদিয়ার ঘাট
  • গ. সাঁঝের মায়া
  • ঘ. সংশপ্তক

উত্তরঃ সিরাজ উদ্ দৌলা

বিস্তারিত

31. রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি?

  • ক. কাফেলা
  • খ. রক্তপদ্ম
  • গ. প্রফুল্ল
  • ঘ. চণ্ডালিকা

উত্তরঃ চণ্ডালিকা

বিস্তারিত

32. নাটকের উৎপত্তি কোথায়?

  • ক. মিশরে
  • খ. স্পেনে
  • গ. গ্রিসে
  • ঘ. লণ্ডনে

উত্তরঃ গ্রিসে

বিস্তারিত

33. কবর নাটিকাটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?

  • ক. তিনটি
  • খ. চারটি
  • গ. পাঁচটি
  • ঘ. ছয়টি

উত্তরঃ পাঁচটি

বিস্তারিত

34. ঐতিহাসিক নাটক কোনটি?

  • ক. ডাকঘর
  • খ. সধবার একাদশী
  • গ. নুরজাহান
  • ঘ. রাবণবধ

উত্তরঃ নুরজাহান

বিস্তারিত

35. 'কবর' কোন শ্রেণীর নাটক?

  • ক. ছোটগল্প
  • খ. বড়গল্প
  • গ. কাহিনী কাব্য
  • ঘ. নাটক

উত্তরঃ নাটক

বিস্তারিত

36. প্রথম বিয়গান্ত নাটক--

  • ক. ভদ্রার্জুন
  • খ. কীর্ত্তিবিলাস
  • গ. ছদ্মবেশ
  • ঘ. হরিশচন্দ্র

উত্তরঃ কীর্ত্তিবিলাস

বিস্তারিত

37. নিম্নের রচনাগুলোর মধ্যে যেটি প্রহসন সেটির নাম লিখুন?

  • ক. চিত্রাঙ্গদা
  • খ. বিয়ে পাগলা বুড়ো
  • গ. নীল দর্পণ
  • ঘ. সাজাহান

উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো

বিস্তারিত

38. জন্ডিস একটি-

  • ক. কাব্যগ্রন্থ
  • খ. উপন্যাস
  • গ. গল্প সংকলন
  • ঘ. নাটক

উত্তরঃ নাটক

বিস্তারিত

39. বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য রামনারায়ণ তর্করত্ন কোন নাটকটি রচনা করেন?

  • ক. কুলীনকুলসর্বস্ব
  • খ. বেণী-সংহার
  • গ. রত্নাবলী
  • ঘ. উভয় সংকট

উত্তরঃ রত্নাবলী

বিস্তারিত

40. বিজন ভট্টাচার্য রচিত নাটক কোনটি?

  • ক. নবান্ন
  • খ. জনপদ
  • গ. অবরোধ
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

41. নাটকের কাব্যধর্ম প্রকাশ পেলে তাকে বলে-

  • ক. নাট্যকাব্য
  • খ. কাব্যনাট্য
  • গ. নাটক
  • ঘ. কাব্য

উত্তরঃ কাব্যনাট্য

বিস্তারিত

42. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করায় লঙ সাহেবকে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পরিশোধ করেছিলেন কে?

  • ক. কালীপ্রসন্ন ঘোষ
  • খ. কালী প্রসন্ন সিংহ
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ কালী প্রসন্ন সিংহ

বিস্তারিত

43. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য রেভারেন্ড লঙ সাহেবকে কত টাকা জরিমানা করা হয়েছিল?

  • ক. পাঁচশত টাকা
  • খ. এক হাজার টাকা
  • গ. একশত টাকা
  • ঘ. দশ টাকা

উত্তরঃ এক হাজার টাকা

বিস্তারিত

44. মিশ্র শিল্প কোনটি?

  • ক. নাটক
  • খ. প্রবন্ধ
  • গ. উপন্যাস
  • ঘ. গদ্য

উত্তরঃ নাটক

বিস্তারিত

45. মুনীর চৌধুরী কোন কারাগারে বসে 'কবর' নাটক রচনা করেন?

  • ক. লাহোর কারাগার
  • খ. যশোর কেন্দ্রীয় কারাগার
  • গ. ঢাকা কেন্দ্রীয় কারাগার
  • ঘ. চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার

বিস্তারিত

46. বাঙালি কর্তৃক অভিনীত প্রথম নাটক কোনটি?

  • ক. ভদ্রার্জুন
  • খ. কীর্তিবিলাস
  • গ. The Disguise
  • ঘ. Love is the best Doctor

উত্তরঃ The Disguise

বিস্তারিত

47. 'হিন্দু থিয়েটার' প্রতিষ্টা করেন?

  • ক. হেরাসিম লেবেদফ
  • খ. প্রসন্নকুমার ঠাকুর
  • গ. নন্দকুমার
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ প্রসন্নকুমার ঠাকুর

বিস্তারিত

48. মধুসূদন দত্তের কোন নাটকটি ছাপা হয়নি?

  • ক. Rajmohans wife
  • খ. Captive Ladie
  • গ. Rizia
  • ঘ. Razia

উত্তরঃ Rizia

বিস্তারিত

49. 'শর্মিষ্ঠা' নাটকটি কোন ঘটনা অবলম্বনে রচিত?

  • ক. রামায়ণ
  • খ. মহাভারত
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. গ্রিক পুরাণ

উত্তরঃ মহাভারত

বিস্তারিত

50. মধুসূদন কার অনুরোধে 'একেই কি বলে সভ্যতা' ও 'বুড় শালিকের ঘাড়ে রোঁ' প্রহসন দুটি রচনা করেন?

  • ক. রামনারায়ণ তর্করত্নের
  • খ. জমিদার সিংহ ভ্রাতাদের
  • গ. রামরাম বসুর
  • ঘ. বেলগাছিয়ার এক বৃদ্ধার

উত্তরঃ জমিদার সিংহ ভ্রাতাদের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects