বিখ্যাত নাটক
26. 'কামাল পাশা' ও 'কাফেলা' নাটকদ্বয় কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. কবি জসীম উদদীন
- গ. প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
- ঘ. সুফী মোতাহার হোসেন
উত্তরঃ প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
- ক. প্রায়শ্চিত
- খ. নকশী কাঁথার মাঠ
- গ. চিত্রাঙ্গদা
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
28. 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
- ক. মঞ্চ নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-তে
- খ. 'সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
- গ. টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই'-তে
- ঘ. হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
উত্তরঃ হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
29. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন শ্রেণীর নাটক?
- ক. সামাজিক
- খ. মুক্তিযুদ্ধ ভিত্তিক
- গ. ঐতিহাসিক
- ঘ. রূপক
উত্তরঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক
- ক. সিরাজ উদ্ দৌলা
- খ. সোজন বাদিয়ার ঘাট
- গ. সাঁঝের মায়া
- ঘ. সংশপ্তক
উত্তরঃ সিরাজ উদ্ দৌলা
33. কবর নাটিকাটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
- ক. তিনটি
- খ. চারটি
- গ. পাঁচটি
- ঘ. ছয়টি
উত্তরঃ পাঁচটি
- ক. ভদ্রার্জুন
- খ. কীর্ত্তিবিলাস
- গ. ছদ্মবেশ
- ঘ. হরিশচন্দ্র
উত্তরঃ কীর্ত্তিবিলাস
37. নিম্নের রচনাগুলোর মধ্যে যেটি প্রহসন সেটির নাম লিখুন?
- ক. চিত্রাঙ্গদা
- খ. বিয়ে পাগলা বুড়ো
- গ. নীল দর্পণ
- ঘ. সাজাহান
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
39. বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য রামনারায়ণ তর্করত্ন কোন নাটকটি রচনা করেন?
- ক. কুলীনকুলসর্বস্ব
- খ. বেণী-সংহার
- গ. রত্নাবলী
- ঘ. উভয় সংকট
উত্তরঃ রত্নাবলী
41. নাটকের কাব্যধর্ম প্রকাশ পেলে তাকে বলে-
- ক. নাট্যকাব্য
- খ. কাব্যনাট্য
- গ. নাটক
- ঘ. কাব্য
উত্তরঃ কাব্যনাট্য
42. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করায় লঙ সাহেবকে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পরিশোধ করেছিলেন কে?
- ক. কালীপ্রসন্ন ঘোষ
- খ. কালী প্রসন্ন সিংহ
- গ. মধুসূদন দত্ত
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ কালী প্রসন্ন সিংহ
43. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য রেভারেন্ড লঙ সাহেবকে কত টাকা জরিমানা করা হয়েছিল?
- ক. পাঁচশত টাকা
- খ. এক হাজার টাকা
- গ. একশত টাকা
- ঘ. দশ টাকা
উত্তরঃ এক হাজার টাকা
45. মুনীর চৌধুরী কোন কারাগারে বসে 'কবর' নাটক রচনা করেন?
- ক. লাহোর কারাগার
- খ. যশোর কেন্দ্রীয় কারাগার
- গ. ঢাকা কেন্দ্রীয় কারাগার
- ঘ. চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার
46. বাঙালি কর্তৃক অভিনীত প্রথম নাটক কোনটি?
- ক. ভদ্রার্জুন
- খ. কীর্তিবিলাস
- গ. The Disguise
- ঘ. Love is the best Doctor
উত্তরঃ The Disguise
47. 'হিন্দু থিয়েটার' প্রতিষ্টা করেন?
- ক. হেরাসিম লেবেদফ
- খ. প্রসন্নকুমার ঠাকুর
- গ. নন্দকুমার
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ প্রসন্নকুমার ঠাকুর
48. মধুসূদন দত্তের কোন নাটকটি ছাপা হয়নি?
- ক. Rajmohans wife
- খ. Captive Ladie
- গ. Rizia
- ঘ. Razia
উত্তরঃ Rizia
49. 'শর্মিষ্ঠা' নাটকটি কোন ঘটনা অবলম্বনে রচিত?
- ক. রামায়ণ
- খ. মহাভারত
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. গ্রিক পুরাণ
উত্তরঃ মহাভারত
50. মধুসূদন কার অনুরোধে 'একেই কি বলে সভ্যতা' ও 'বুড় শালিকের ঘাড়ে রোঁ' প্রহসন দুটি রচনা করেন?
- ক. রামনারায়ণ তর্করত্নের
- খ. জমিদার সিংহ ভ্রাতাদের
- গ. রামরাম বসুর
- ঘ. বেলগাছিয়ার এক বৃদ্ধার
উত্তরঃ জমিদার সিংহ ভ্রাতাদের