শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

26. নারীর বঞ্চনা, নারীর দুঃখ প্রভৃতি কোন ঔপন্যাসিকের উপন্যাস রচনার বিশেষ দিক?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

27. ইন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র?

  • ক. গৃহদাহ
  • খ. পল্লী সমাজ
  • গ. পথের দাবী
  • ঘ. শ্রীকান্ত

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

28. ‘সতীশ’, ‘সাবিত্রী’, শরৎচন্দ্র সৃষ্ট কোন উপন্যাসের চরিত্র?

  • ক. শ্রীকান্ত
  • খ. দেবদাস
  • গ. দত্তা
  • ঘ. চরিত্রহীন

উত্তরঃ চরিত্রহীন

বিস্তারিত

29. বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টেপাধ্যায় কি অভিধায় ভূষিত?

  • ক. বীরবল
  • খ. অপরাজেয় কথাশিল্পী
  • গ. সাহিত্যসম্রাট
  • ঘ. ভোরের পাখি

উত্তরঃ অপরাজেয় কথাশিল্পী

বিস্তারিত

30. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন?

  • ক. উপন্যাস
  • খ. প্রবন্ধ
  • গ. ছোটগল্প
  • ঘ. গ্রামীণ গল্প

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

31. শরৎচন্দ্রের আত্মচরিতমূলক উপন্যাস কোনটি?

  • ক. পল্লীসমাজ
  • খ. দত্তা
  • গ. শ্রীকান্ত
  • ঘ. শেষ প্রশ্ন

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

32. ‘পার্বতী’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

  • ক. পল্লীসমাজ
  • খ. দেনাপাওনা
  • গ. দেবদাস
  • ঘ. গৃহদাহ

উত্তরঃ দেবদাস

বিস্তারিত

33. 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-

  • ক. ছোটগল্প
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. ভ্রমণকাহিনী

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

34. 'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা-

  • ক. মানিক বন্দোপাধ্যায়
  • খ. সত্যেন সেন
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

35. 'শেষ প্রশ্ন' উপন্যাস কে লিখেছিলেন-

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. হুমায়ন আজাদ
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

37. 'অচলা' শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?

  • ক. দত্তা
  • খ. দেনাপাওনা
  • গ. গৃহদাহ
  • ঘ. চরিত্রহীন

উত্তরঃ গৃহদাহ

বিস্তারিত

38. 'মেজদিদি' উপন্যাসটি কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

39. শরৎচন্দ্রের লেখা ছোটগল্প কোনটি?

  • ক. বিলাসী
  • খ. মামলার ফল
  • গ. মহেশ
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

40. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনার জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন?

  • ক. চরিত্রহীন
  • খ. গৃহদাহ
  • গ. মন্দির
  • ঘ. শ্রীকান্ত

উত্তরঃ মন্দির

বিস্তারিত

41. মহিম, অচলা, সুরেশ - কোন উপন্যাসের চরিত্র?

  • ক. দেবদাস
  • খ. চরিত্রহীন
  • গ. গৃহদাহ
  • ঘ. দত্তা

উত্তরঃ গৃহদাহ

বিস্তারিত

42. শরৎচন্দ্রের 'বড়দিদি' কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক. সবুজপত্র
  • খ. বঙ্গদর্শন
  • গ. সাহিত্য
  • ঘ. ভারতী

উত্তরঃ ভারতী

বিস্তারিত

43. শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসটির প্রকাশকাল কত?

  • ক. ১৯১৮
  • খ. ১৯১৬
  • গ. ১৯১৭
  • ঘ. ১৯২৮

উত্তরঃ ১৯১৭

বিস্তারিত

45. নিচের কোনটি শরৎচন্দ্রের ছোটগল্প নয়?

  • ক. বিলাসী
  • খ. মহেশ
  • গ. মামলার ফল
  • ঘ. শুভদা

উত্তরঃ শুভদা

বিস্তারিত

46. 'গৃহদাহ' উপন্যাসের রচয়িতা কে?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

47. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্নজীবনীমূলক উপন্যাস?

  • ক. চরিত্রহীন
  • খ. দত্তা
  • গ. শ্রীকান্ত
  • ঘ. পথের দাবী

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

48. কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস?

  • ক. দেনাপাওনা
  • খ. পঞ্চগ্রাম
  • গ. ইন্দিরা
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ দেনাপাওনা

বিস্তারিত

49. কোনটি শরৎচন্দ্র রচিত প্রবন্ধ?

  • ক. মহেশ
  • খ. রামের সুমতি
  • গ. স্বদেশ ও সাহিত্য
  • ঘ. বিন্দুর ছেলে

উত্তরঃ স্বদেশ ও সাহিত্য

বিস্তারিত

50. শরৎচন্দ্রের 'নারীর মূল্য' কোন ধরনের রচনা?

  • ক. উপন্যাস
  • খ. প্রবন্ধ
  • গ. নাটক
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects