আধুনিক যুগ

26. মীর মোশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি সম্বন্ধে কোন উক্তিটি উপযোগী?

  • ক. এটি সুপ্রমাণিত তথ্য সম্বলিত ইতিহাস গ্রন্থ
  • খ. এটি একটি মহাকাব্য
  • গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগনির্ভর মর্মস্পর্শী বর্ণনা
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ এটি ঐতিহাসিক ঘটনার আবেগনির্ভর মর্মস্পর্শী বর্ণনা

বিস্তারিত

27. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

28. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

29. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?

  • ক. বিদ্রোহী
  • খ. আনন্দময়ীর আগমনে
  • গ. কাণ্ডারী হুঁশিয়ার
  • ঘ. অগ্রপ্রথিক

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

30. 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?

  • ক. ফররুখ আহমেদ
  • খ. আহসান হাবীব
  • গ. শামসুর রাহমান
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ ফররুখ আহমেদ

বিস্তারিত

31. কোনটি শামসুর রাহমানের রচনা?

  • ক. নিরন্তর ঘন্টাধ্বনি
  • খ. নির্জন স্বাক্ষর
  • গ. নিরালোকে দিব্যরথ
  • ঘ. নির্বাণ

উত্তরঃ নিরালোকে দিব্যরথ

বিস্তারিত

32. 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশী
  • গ. দোলন চাঁপা
  • ঘ. বাঁধনহারা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

33. 'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে?

  • ক. তালিম হোসেন
  • খ. ফররুখ আহমেদ
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. আবুল হোসেন

উত্তরঃ ফররুখ আহমেদ

বিস্তারিত

34. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ---

  • ক. ধূসর পাণ্ডুলিপি
  • খ. নাম রেখেছি কোমল গান্ধার
  • গ. একক সন্ধ্যায় বসন্ত
  • ঘ. অন্ধকারে একা

উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

35. মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'---

  • ক. মহাকাব্য
  • খ. পত্রকাব্য
  • গ. গীতিকাব্য
  • ঘ. আখ্যানকাব্য

উত্তরঃ পত্রকাব্য

বিস্তারিত

36. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-----

  • ক. অগ্রপথিক
  • খ. বিদ্রোহী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. ধূমকেতু

উত্তরঃ প্রলয়োল্লাস

বিস্তারিত

37. বাংলাভাষার প্রথম কবিতা সংকলন--

  • ক. চর্যাপদ
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. ঐতরেয় আরণ্যকে
  • ঘ. দোহাকোষ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

38. 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা--

  • ক. আহ্সান হাবীব
  • খ. শামসুর রাহমান
  • গ. মহাদেব সাহা
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

39. নিম্ন কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন---

  • ক. বিদ্রোহী
  • খ. সাম্যবাদী
  • গ. সৃষ্টি সুখের উল্লাসে
  • ঘ. আনন্দময়ীর আগমনে

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

40. 'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন----

  • ক. ড. দীনেশচন্দ্র সেন
  • খ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. অধ্যাপক মনসুর উদ্দীন আহম্মদ

উত্তরঃ ড. দীনেশচন্দ্র সেন

বিস্তারিত

41. 'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটির লেখক হলেন---

  • ক. আহ্সান হাবীব
  • খ. শামসুর রাহমান
  • গ. মহাদেব সাহা
  • ঘ. খালেদা এদিব চৌধুরী

উত্তরঃ আহ্সান হাবীব

বিস্তারিত

42. 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' - কার রচনা?

  • ক. সিকান্দার আবু জাফর
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. সুকুমার রায়
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

43. শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ--

  • ক. পথহারা পথিক
  • খ. বিধ্বস্থ নীলিমা
  • গ. হাওয়া তোমার কি দুঃসাহস
  • ঘ. আগুনের পরশমণি

উত্তরঃ বিধ্বস্থ নীলিমা

বিস্তারিত

44. কায়কোবাদের মহাকাব্য কোনটি?

  • ক. অশ্রুমালা
  • খ. মহাশ্মশান
  • গ. মহরম শরীফ
  • ঘ. ব্রজাঙ্গনা

উত্তরঃ মহাশ্মশান

বিস্তারিত

45. 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. আল মাহমুদ
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ আল মাহমুদ

বিস্তারিত

46. সত্যজিৎ রায়ের পিতামহের নাম কী?

  • ক. সুকুমার রায়
  • খ. সুবিনয় রায়
  • গ. উপেন্দ্রকিশোর রায়
  • ঘ. নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়

বিস্তারিত

47. নবীনচন্দ্র সেনের লেখা নয় কোনটি?

  • ক. রৈবতক
  • খ. কুরুক্ষেত্র
  • গ. প্রভাস
  • ঘ. ব্রজাঙ্গনা

উত্তরঃ ব্রজাঙ্গনা

বিস্তারিত

48. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

  • ক. রূপসী বাংলা
  • খ. বনলতা সেন
  • গ. সাতটি তারার তিমির
  • ঘ. সোনালী কাবিন

উত্তরঃ সোনালী কাবিন

বিস্তারিত

49. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

  • ক. শেষের কবিতা
  • খ. দোলনচাঁপা
  • গ. সোনার তরী
  • ঘ. মানসী

উত্তরঃ দোলনচাঁপা

বিস্তারিত

50. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

  • ক. রাজবন্দীর জবানবন্দী
  • খ. ব্যাথার দান
  • গ. অগ্নিবীণা
  • ঘ. নবযুগ

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects