আধুনিক যুগ

1. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?

  • ক. প্যারিচাঁদ মিত্র
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. দামোদর বন্দ্যোপাধ্যায়
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ প্যারিচাঁদ মিত্র

বিস্তারিত

2. আলাওলের ‘তোহফা’ কোন ধরনে কাব্য?

  • ক. আত্মজীবনী
  • খ. প্রণয়কাব্য
  • গ. নীতিবাক্য
  • ঘ. জঙ্গনামা

উত্তরঃ নীতিবাক্য

বিস্তারিত

3. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

  • ক. গোবিন্দদাস
  • খ. কায়কোবাদ
  • গ. ভুসুকু পা
  • ঘ. কাহ্নপা

উত্তরঃ ভুসুকু পা

বিস্তারিত

4. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?

  • ক. রূপকথা
  • খ. ছোটগল্প
  • গ. গ্রাম্যগীতিকা
  • ঘ. রূপকথা-উপকথা

উত্তরঃ ছোটগল্প

বিস্তারিত

5. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

  • ক. প্রভু যিশুর বাণী
  • খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
  • গ. মিশনারি জীবন
  • ঘ. ফুলমণি ও করুণার বিবরণ

উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ

বিস্তারিত

6. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?

  • ক. কপালকুন্ডলা
  • খ. নীলদর্পণ
  • গ. মরুশিখা
  • ঘ. মেঘনাদ বধ

উত্তরঃ নীলদর্পণ

বিস্তারিত

7. 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?

  • ক. আহ্সান হাবীব
  • খ. জহির রায়হান
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

8. কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন---

  • ক. সঞ্চিতা
  • খ. অগ্নিবীণা
  • গ. দোলন চাঁপা
  • ঘ. মৃত্যুক্ষুধা

উত্তরঃ সঞ্চিতা

বিস্তারিত

9. আহসান হাবীবের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. আশার বসতি
  • খ. ছায়াহরিণ
  • গ. সারাদুপুর
  • ঘ. দুই হাতে দুই আদিম পাথর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

10. 'মহাশ্মশান' কাব্যগ্রন্থটি কার রচিত?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. কায়কোবাদ
  • ঘ. মহাকবি আলাওল

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

11. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

  • ক. সোনারতরী
  • খ. চিত্রা
  • গ. বলাকা
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ নৌকাডুবি

বিস্তারিত

12. পল্লীকবি জসীম উদ্দীন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. দোলনচাঁপা
  • খ. ব্যাথার দান
  • গ. শেষের কবিতা
  • ঘ. সোজন বাদিয়ার ঘাট

উত্তরঃ সোজন বাদিয়ার ঘাট

বিস্তারিত

13. 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. জহির রায়হান
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. মীর মোশাররফ হোসেন

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

14. 'নন্দিত নরকে' কার লেখা উপন্যাস?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জহির রায়হান
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ হুমায়ন আহমেদ

বিস্তারিত

15. 'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন?

  • ক. জসীম উদ্দীন
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

16. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. ঝরা পালক
  • খ. রূপসী বাংলা
  • গ. মহা পৃথিবী
  • ঘ. সাতটি তারার তিমির

উত্তরঃ ঝরা পালক

বিস্তারিত

17. 'সনেট' এ কয়টি পঙক্তি থাকে?

  • ক. ১২ টি
  • খ. ১৩ টি
  • গ. ১৪ টি
  • ঘ. ১৬ টি

উত্তরঃ ১৪ টি

বিস্তারিত

18. অমর কবিতা 'কবর' এর রচয়িতা কে?

  • ক. জাতীয় কাজী নজরুল ইসলাম
  • খ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কবি জীবনানন্দ দাশ
  • ঘ. পল্লীকবি জসীম উদ্দীন

উত্তরঃ পল্লীকবি জসীম উদ্দীন

বিস্তারিত

19. 'পাঞ্জেরী' কবিতাটি কার রচিত?

  • ক. কায়কোবাদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ইবরাহিম খাঁ
  • ঘ. ফররুখ আহমেদ

উত্তরঃ ফররুখ আহমেদ

বিস্তারিত

20. 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'- কার রচনা?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. শামসুর রাহমান
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

21. শাহনামার লেখক কে?

  • ক. কবি জামি
  • খ. কবি রুমি
  • গ. কবি ফেরদৌসী
  • ঘ. কবি নিজামী

উত্তরঃ কবি ফেরদৌসী

বিস্তারিত

22. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. অন্ধকারে একা
  • খ. একক সন্ধ্যায় বসন্ত
  • গ. আরণ্যক
  • ঘ. ধূসর পাণ্ডুলিপি

উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

23. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার রচনা?

  • ক. কবি আল মাসুদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

24. 'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. এয়াকুব আলী চৌধুরী

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

25. 'বিষাদ সিন্ধ'র রচয়িতা কে?

  • ক. আশরাফ সিদ্দিকী
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. মীর মোশাররফ হোসেন
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ মীর মোশাররফ হোসেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects