https vbaixlbah8lma7mc2m9e10mt9kfb32rroastifycom

51. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?

  • ক. হাইফেন
  • খ. কমা
  • গ. সেমিকোলন
  • ঘ. কোলন

উত্তরঃ হাইফেন

বিস্তারিত

52. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?

  • ক. সাধু
  • খ. চলিত
  • গ. ইংরেজি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ চলিত

বিস্তারিত

53. ‘ভাষার মূল উপাদান কী?

  • ক. বাক্য
  • খ. শব্দ
  • গ. বর্ণ
  • ঘ. ধ্বনি

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

54. ‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?

  • ক. সমার্থে
  • খ. বিপরীতার্থে
  • গ. ক্ষুদ্রার্থে
  • ঘ. বৃহদার্থে

উত্তরঃ ক্ষুদ্রার্থে

বিস্তারিত

55. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?

  • ক. সাধু
  • খ. চলিত
  • গ. আঞ্চলিক
  • ঘ. মিশ্র

উত্তরঃ চলিত

বিস্তারিত

56. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?

  • ক. একবলার দ্বিগুণ সময়
  • খ. এক সেকেন্ড
  • গ. থামার প্রয়োজন নেই
  • ঘ. এক বলতে যে সময় প্রয়োজন‘

উত্তরঃ এক সেকেন্ড

বিস্তারিত

57. অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল?

  • ক. পড়াশোনার উপর
  • খ. ভাষান্তরের উপর
  • গ. নির্ধারণের উপর
  • ঘ. অভ্যাসের উপর

উত্তরঃ ভাষান্তরের উপর

বিস্তারিত

58. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?

  • ক. সেতার
  • খ. প্রত্যহ
  • গ. গ্রামান্তর
  • ঘ. সহোদর

উত্তরঃ গ্রামান্তর

বিস্তারিত

59. ভাষার মৌলিক অংশ কয়টি?

  • ক. তিনটি
  • খ. চারটি
  • গ. পাঁচটি
  • ঘ. ছয়টি

উত্তরঃ চারটি

বিস্তারিত

60. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?

  • ক. আঞ্চলিক
  • খ. উপভাষা
  • গ. লেখ্য
  • ঘ. কথ্য

উত্তরঃ লেখ্য

বিস্তারিত

62. অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?

  • ক. অভ্যাসের
  • খ. পড়াশুনার
  • গ. ভাষান্তরের
  • ঘ. নির্ধারণের

উত্তরঃ ভাষান্তরের

বিস্তারিত

63. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • ক. ডাইনী
  • খ. সম্রাজ্ঞী
  • গ. মানুষ
  • ঘ. সভানেত্রী

উত্তরঃ ডাইনী

বিস্তারিত

64. ‘কমা’ কোথায় বসে?

  • ক. বাক্যের মাঝে কোনোপদ ব্যাখ্যা করার জন্য
  • খ. প্রশ্ন বোঝানের জন্য
  • গ. সম্বোধন পদের পর
  • ঘ. কোনো অপূর্ণ বাক্যের পর

উত্তরঃ সম্বোধন পদের পর

বিস্তারিত

65. ব্যাসবাক্যের অপর নাম কী?

  • ক. যৌগিক বাক্য
  • খ. বিগ্রহ বাক্য
  • গ. সমস্ত পদ
  • ঘ. সমস্যামান পদ

উত্তরঃ বিগ্রহ বাক্য

বিস্তারিত

66. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?

  • ক. সেমিকোলন
  • খ. কোলন
  • গ. ড্যাস
  • ঘ. হাইফেন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

67. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

  • ক. গুরুগম্ভীর
  • খ. কৃ্ত্রিম
  • গ. পরিবর্তনশীল
  • ঘ. তৎসম শব্দবহুল

উত্তরঃ পরিবর্তনশীল

বিস্তারিত

68. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?

  • ক. ৯টি
  • খ. ১০টি
  • গ. ১১টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

69. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -

  • ক. কল্যাণীয়েষু
  • খ. সুচরিতেষু
  • গ. শ্রদ্ধাস্পদাসু
  • ঘ. প্রীতিভাজনেষু

উত্তরঃ শ্রদ্ধাস্পদাসু

বিস্তারিত

70. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

  • ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
  • খ. ২৬ মার্চ, ১৯৯১
  • গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  • ঘ. পহেলা বৈশাখ, চৌদ্দশো একুশ

উত্তরঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

বিস্তারিত

71. শিরোনামের প্রধান অংশ কোনটি?

  • ক. ডাক টিকিট
  • খ. পোস্টাল কোড
  • গ. প্রেরকের ঠিকানা
  • ঘ. প্রাপকের ঠিকানা

উত্তরঃ প্রাপকের ঠিকানা

বিস্তারিত

72. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

  • ক. আমটা খাও
  • খ. সবাই এখানে আসুন
  • গ. সুখী হও
  • ঘ. নিজের দিকে খেয়াল রাখ

উত্তরঃ আমটা খাও

বিস্তারিত

73. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে -

  • ক. কমা
  • খ. কোলন
  • গ. কোলন ড্যাস
  • ঘ. হাইফেন

উত্তরঃ কমা

বিস্তারিত

74. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

  • ক. শুকনো
  • খ. সাথে
  • গ. জুতা
  • ঘ. বুনো

উত্তরঃ জুতা

বিস্তারিত

75. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে -

  • ক. রক্তাক্ত প্রান্তর
  • খ. হাত হদাই
  • গ. দ্যাশের মানুষ
  • ঘ. খাট্টা তামাশা

উত্তরঃ হাত হদাই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects