সাহিত্য
2126. 'যাযাবর' কোন লেখকের ছদ্মনাম?
- ক. বিমল কর
- খ. বিমল মিত্র
- গ. বিনয় মুখোপাধ্যায়
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়
2129. নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য?
- ক. প্রাকৃত পৈঙ্গল
- খ. মনসামঙ্গল
- গ. সেকসুভোদয়া
- ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
2130. বাংলায় মহাভারত অনুবাদ করেছেন—
- ক. কাশীরাম দাস
- খ. ভারতচন্দ্র রায়গুণাকর
- গ. কৃত্তিবাস ওঝা
- ঘ. রামানন্দ ঘোষ
উত্তরঃ কাশীরাম দাস
2132. রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে—
- ক. পদ্মাবতী
- খ. চন্দ্রাবতী
- গ. কাজল রেখা
- ঘ. কঙ্ক ও লীলা
উত্তরঃ পদ্মাবতী
2133. নিচের কোনটি খনার বচন?
- ক. জন-জামাই ভাগনা, তিন নয় আপনা।
- খ. অতি চোর পাতি চোর, হতে হতে সিঁদেল চোর।
- গ. সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।
- ঘ. আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল ।
উত্তরঃ আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল ।
2134. “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
- ক. বিনয় ঘোষ
- খ. সুবিনয় ঘোষ
- গ. বিনয় ভট্টাচার্য
- ঘ. বিনয় বর্মণ
উত্তরঃ বিনয় ঘোষ
2135. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
- ক. রাজা রামমোহন রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2136. প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
- ক. ১৮৫৮ সালে
- খ. ১৯৭৮ সালে
- গ. ১৮৪৮ সালে
- ঘ. ১৮৬৮ সালে
উত্তরঃ ১৮৫৮ সালে
2137. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
- ক. চতুরঙ্গ
- খ. চার অধ্যায়
- গ. নৌকাডুবি
- ঘ. ঘরে বাইরে
উত্তরঃ চতুরঙ্গ
2138. “তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা কে?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
2139. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
- ক. গো-জীবন
- খ. ইসলামের জয়
- গ. এর উপায় কী
- ঘ. বসন্তকুমারী নাটক
উত্তরঃ গো-জীবন
2140. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
- ক. ১০ বছর
- খ. ১২ বছর
- গ. ১৪ বছর
- ঘ. ১৬ বছর
উত্তরঃ ১৬ বছর
2141. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
- ক. ইছামতি
- খ. মেঘমল্লার
- গ. মৌরিফুল
- ঘ. যাত্রাবদল
উত্তরঃ ইছামতি
2142. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- ক. যুগ-বাণী
- খ. রুদ্র-মঙ্গল
- গ. দুর্দিনের যাত্রী
- ঘ. রাজবন্দির জবানবন্দি
উত্তরঃ রুদ্র-মঙ্গল
2143. ‘জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন ?
- ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
- খ. জসীম উদ্দীনকে
- গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে
2144. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
- ক. গাইবান্ধায়
- খ. বগুড়ায়
- গ. ঢাকায়
- ঘ. সিরাজগঞ্জে
উত্তরঃ গাইবান্ধায়
2145. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
- ক. স্বরবৃত্ত ছন্দ
- খ. অক্ষরবৃত্ত ছন্দ
- গ. মাত্রাবৃত্ত ছন্দ
- ঘ. গৈরিশ ছন্দ
উত্তরঃ অক্ষরবৃত্ত ছন্দ
2146. “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. শামসুর রাহমান
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. আহসান হাবীব
উত্তরঃ শামসুর রাহমান
2147. “দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
- ক. আবুল ফজল
- খ. আবদুল কাদির
- গ. জাহানারা ইমাম
- ঘ. মুশতারি শফী
উত্তরঃ আবুল ফজল
2148. স্বরান্ত অক্ষরকে কী বলে?
- ক. একাক্ষর
- খ. মুক্তাক্ষর
- গ. বদ্ধাক্ষর
- ঘ. যুক্তাক্ষর
উত্তরঃ মুক্তাক্ষর
2149. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
- ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- খ. মুহম্মদ শহীদুল্লাহ্
- গ. মুহম্মদ এনামুল হক
- ঘ. সুকুমার সেন
উত্তরঃ সুকুমার সেন
2150. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
- ক. মানোএল দ্য আসসুম্পসাঁও
- খ. রাজা রামমোহন রায়
- গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তরঃ মানোএল দ্য আসসুম্পসাঁও