সাহিত্য
2077. লোক সাহিত্য কাকে বলে?
- ক. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
- খ. গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
- গ. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপখ্যানকে
- ঘ. লোক সাধারনের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
2078. 'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ?
- ক. হুমায়ুন আহমেদ
- খ. সেলিনা হোসেন
- গ. হুমায়ুন আজাদ
- ঘ. সেয়দ শামসুল হক
উত্তরঃ হুমায়ুন আহমেদ
2079. " এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
2080. চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম ?
- ক. জীবনানন্দ দাশ
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ নির্মলেন্দু গুণ
2082. ‘নদী ও নারী' উপন্যাসটি কার লেখা?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. হুমায়ুন আজাদ
- গ. হুমায়ুন কবির
- ঘ. হুমায়ুন ফরিদী
উত্তরঃ হুমায়ুন কবির
2083. নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর সম্পাদক কে ?
- ক. নূর জাহান বেগম
- খ. সুফিয়া কামাল
- গ. সেলিনা হোসেন
- ঘ. রাবেয়া
উত্তরঃ সুফিয়া কামাল
2085. ছন্দের যাদুকর ছিলেন কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
2086. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন?
- ক. চার অধ্যায়
- খ. কালের যাত্রা
- গ. সঞ্চিতা
- ঘ. শেষ লেখা
উত্তরঃ কালের যাত্রা
2087. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- ক. জগত মোহিনী
- খ. বসন্ত কুমারী
- গ. কল্পনা
- ঘ. মোহনী প্রেমপাস
উত্তরঃ বসন্ত কুমারী
2089. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
- ক. ৩৪০
- খ. ৩৪১
- গ. ৩৪২
- ঘ. ৩৪৪
উত্তরঃ ৩৪১
2090. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ?
- ক. বিসর্জন
- খ. ডাকঘর
- গ. বসন্ত
- ঘ. অচলায়তন
উত্তরঃ বসন্ত
2091. ’পথের দাবী’ উপন্যাসের রচয়িতা ?
- ক. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- খ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. কাজী ইমদাদুল হক
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
2092. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
- ক. পদ্মগোখরা
- খ. পদ্ম পূরণ
- গ. পদ্মাবতী
- ঘ. পদ্মরাগ
উত্তরঃ পদ্মগোখরা
2094. "আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা-
- ক. মুহাম্মদ আব্দুল হাই
- খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- গ. আবুল মনসুর আহম্মদ
- ঘ. আতাউর রহমান
উত্তরঃ আবুল মনসুর আহম্মদ
2095. ছন্দের জাদুকর কে?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. জাহানারা ইমাম
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
2096. একাত্তরের দিনগুলি' এর রচয়িতা কে?
- ক. সুফিয়া কামাল
- খ. শামসুর রাহমান
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. জাহানারা ইমাম
উত্তরঃ জাহানারা ইমাম
2097. অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা কে?
- ক. শেখ হাসিনা
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. শেখ কামাল
- ঘ. হুমায়ূন আহমেদ
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
2098. বিষাদ-সিন্ধু' গ্রন্থের রচয়িতা কে?
- ক. শামসুর রাহমান
- খ. মীর মশাররফ হোসেন
- গ. আব্দুল হাকিম
- ঘ. জাফর ইকবাল
উত্তরঃ মীর মশাররফ হোসেন
2099. রানার' কবিতাটির রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
2100. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে?
- ক. ১৯১৪
- খ. ১৯১৩
- গ. ১৯১৭
- ঘ. ১৯২৩
উত্তরঃ ১৯১৩