সাহিত্য
2001. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?
- ক. মুহাম্মদ মুস্তফা
- খ. মজিদ
- গ. আরেফ আলী
- ঘ. কাদের
উত্তরঃ আরেফ আলী
2002. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
- ক. সাতটি তারার তিমির
- খ. ঝরা পালক
- গ. মহাপৃথিবী
- ঘ. নিজ বাসভূমে
উত্তরঃ নিজ বাসভূমে
2003. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. ঘর মন জানালা
- খ. মৃত্যুক্ষুধা
- গ. আরেক ফাল্গুন
- ঘ. লালসালু
উত্তরঃ আরেক ফাল্গুন
2004. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
- ক. হাসান আজিজুল হক
- খ. রাজিয়া খান
- গ. আনোয়ার পাশা
- ঘ. শওকত আলী
উত্তরঃ আনোয়ার পাশা
2005. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো :
- ক. ছাত্র আন্দোলন
- খ. ভাষা আন্দোলন
- গ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
- ঘ. মুক্তিযুদ্ধ
উত্তরঃ মুক্তিযুদ্ধ
2006. নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচনা নয় ?
- ক. মহাপৃথিবী
- খ. উত্তর ফাল্গুনী
- গ. ঝরাপালক
- ঘ. বনলতা সেন
উত্তরঃ উত্তর ফাল্গুনী
2007. 'স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ' - এই উক্তিটি কার ?
- ক. মুনীর চৌধুরী
- খ. সুভাষ মুখোপাধ্যায়
- গ. মোতাহার হোসেন চৌধুরী
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মোতাহার হোসেন চৌধুরী
- ক. ফররুখ আহমদ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সুকান্ত ভট্টাচার্য
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ ফররুখ আহমদ
2009. ‘ঝুমকো লতায় জোনাকী’ শীর্ষক শিশুতোষ রচনাটি কার ?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সুকুমার রায়
- ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
2010. বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য-সংগ্রাহক কে?
- ক. ড. কাজী দীন মুহম্মদ
- খ. ড. আলাউদ্দিন আল আজাদ
- গ. ড. আশরাফ সিদ্দিকী
- ঘ. মুহম্মদ মনসুরউদ্দীন
উত্তরঃ মুহম্মদ মনসুরউদ্দীন
2011. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সৈয়দ আলী আহসান
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. মোঃ আব্দুল হান্নান
উত্তরঃ সৈয়দ আলী আহসান
2012. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
- ক. দুই প্রকার
- খ. পাঁচ প্রকার
- গ. ছয় প্রকার
- ঘ. তিন প্রকার
উত্তরঃ তিন প্রকার
2013. আলোয় আঁধার দূর হয় বাক্যে “আলোয়” শব্দটি কোন কারকের উদাহরণ?
- ক. অপাদান
- খ. করণ
- গ. সম্প্রদান
- ঘ. অধিকরণ
উত্তরঃ করণ
2014. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
- ক. সুবচন নির্বাসনে
- খ. রক্তাক্ত প্রান্তর
- গ. নুরুলদীনের সারা জীবন
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়।
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়।
2015. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়' উঠলে কোন ক্রিয়াপদ?
- ক. সমাপিকা
- খ. অসমাপিকা
- গ. প্রযোজক
- ঘ. প্রযোজ্য
উত্তরঃ অসমাপিকা
2016. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ?
- ক. ব্যাকরণ
- খ. ভাষা
- গ. ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ভাষা
2018. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
- ক. সুকুমার সেন
- খ. সুকুমারী ভট্টাচার্য
- গ. নিহার রঞ্জন রায
- ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
2019. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. প্রমথ চৌধুরী
- গ. প্যারিচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ প্রমথ চৌধুরী
2020. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে ?
- ক. ১৯১৩
- খ. ১৯১২
- গ. ১৯১১
- ঘ. ১৯৩১
উত্তরঃ ১৯১৩
2021. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে ?
- ক. বিষয়ের উপর
- খ. ভাবের উপর
- গ. বিন্যাসের উপর
- ঘ. ভাষার উপর
উত্তরঃ ভাবের উপর
2022. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____
- ক. বাগ্বিধি
- খ. সমার্থক শব্দ
- গ. ভিন্নর্থক শব্দ
- ঘ. বিপরীত শব্দ
উত্তরঃ বাগ্বিধি
2025. অমিত ও ‘লাবন্য’ চরিত্র দুটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ
- খ. নজরুল
- গ. জীবনানন্দ
- ঘ. সুকান্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ