সাহিত্য

1926. শামসুর রাহমান প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক. মর্নিং নিউজ
  • খ. নতুন কবিতা
  • গ. সোনার বাংলা দৈনিক পাকিস্তান
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ নতুন কবিতা

বিস্তারিত

1927. ‘বড়ু চণ্ডীদাশের কাব্য’ গ্রন্থের সম্পাদক -

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহম্মদ আব্দুল হাই ও আহমদ শরীফ
  • গ. মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
  • ঘ. মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা

উত্তরঃ মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা

বিস্তারিত

1928. দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘পূর্ববঙ্গ গীতিকা’র কোন খণ্ড ‘মৈয়মনসিংহ গীতিকা’ নামে প্রকাশিত হয়?

  • ক. প্রথম খণ্ড
  • খ. দ্বিতীয় খণ্ড
  • গ. তৃতীয় খণ্ড
  • ঘ. চতুর্থ খণ্ড

উত্তরঃ প্রথম খণ্ড

বিস্তারিত

1929. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

  • ক. সিংহবীর
  • খ. বীরসিংহ
  • গ. বাঘমারা
  • ঘ. ঈশ্বরপাড়া

উত্তরঃ বীরসিংহ

বিস্তারিত

1930. নারী জাগরণের পথিকৃৎ কে?

  • ক. সুফিয়া কামাল
  • খ. সানজিদা খাতুন
  • গ. কামিনী রায়
  • ঘ. বেগম রোকেয়া

উত্তরঃ সুফিয়া কামাল

বিস্তারিত

1931. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. সোজন বদিয়ার ঘাট
  • খ. গীতাঞ্জলি
  • গ. ছায়ানট
  • ঘ. মেঘনাদবধ

উত্তরঃ ছায়ানট

বিস্তারিত

1932. বাংলা ভাষারীতি কি কি?

  • ক. কথ্য ও সাধু
  • খ. কথ্য ও চলিত
  • গ. চলিত ও সাধু
  • ঘ. কথ্য, চলিত ও সাধু

উত্তরঃ চলিত ও সাধু

বিস্তারিত

1933. 'জন্ডিস ও বিবিধ বেলুন' নাটকের রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. নূরুল মোমেন
  • গ. সেলিম আল দীন
  • ঘ. মামুনুর রশীদ

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

1934. ‘ছন্দের যাদুকর’ কোন কবি?

  • ক. সুকুমার রায়
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. আল মাহমুদ
  • ঘ. জসীমউদদীন

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1935. ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়” - কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

  • ক. রূপসী ডিঙা
  • খ. রূপসী বাংলা
  • গ. রূপসা নদী
  • ঘ. গ্রামবাংলার নদী

উত্তরঃ রূপসী বাংলা

বিস্তারিত

1936. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’ - উক্তিটি কার?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. হুমায়ুন আজাদ
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1937. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ - গানটির গীতিকার?

  • ক. শেখ ওয়াহিদ
  • খ. কিরণ রায়
  • গ. শাহ আবদুল করিম
  • ঘ. কাঙ্গালিনী সুফিয়া

উত্তরঃ শেখ ওয়াহিদ

বিস্তারিত

1938. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

  • ক. পদ্মগোখরা
  • খ. পদ্মপুরাণ
  • গ. পদ্মাবর্তী
  • ঘ. পদ্মরাগ

উত্তরঃ পদ্মগোখরা

বিস্তারিত

1939. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

  • ক. সমতল পথে হাঁটা
  • খ. গা থেকে নিচে নামা
  • গ. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
  • ঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা

উত্তরঃ সিঁড়ি দিয়ে উপরে ওঠা

বিস্তারিত

1940. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?

  • ক. চীনের রাজদরবার
  • খ. নেপালের রাজদরবার
  • গ. ভারতের গ্রন্থাগার
  • ঘ. শ্রীলংকার গ্রন্থাগার

উত্তরঃ নেপালের রাজদরবার

বিস্তারিত

1941. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নয়?

  • ক. ব্যথার দান
  • খ. দোলনচাঁপা
  • গ. শিউলি মালা
  • ঘ. সোনার তরী

উত্তরঃ সোনার তরী

বিস্তারিত

1942. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

  • ক. ১৮ নভেম্বর ১৯৯৯
  • খ. ১৭ নভেম্বর ১৯৯৯
  • গ. ১৯ নভেম্বর ২০০১
  • ঘ. ২০ নভেম্বর ২০০১

উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯

বিস্তারিত

1943. নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?

  • ক. কহ্
  • খ. কথ্
  • গ. বুধ্
  • ঘ. গঠ্

উত্তরঃ কহ্

বিস্তারিত

1944. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল -

  • ক. বর্ণবাদের পুনরুত্থান
  • খ. রাষ্ট্রবিপ্লব
  • গ. চিন্তাবিপ্লব
  • ঘ. অভিবাসন বিপ্লব

উত্তরঃ চিন্তাবিপ্লব

বিস্তারিত

1945. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?

  • ক. মারঠি
  • খ. হিন্দি
  • গ. মৈথিলি
  • ঘ. গুজরাটি

উত্তরঃ মৈথিলি

বিস্তারিত

1946. ‘শ্রীকৃষ্ণকাীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?

  • ক. নেপালের রাজদরবার থেকে
  • খ. গোয়ালঘর থেকে
  • গ. পাঠশালা থেকে
  • ঘ. কান্তজীর মন্দির থেকে

উত্তরঃ গোয়ালঘর থেকে

বিস্তারিত

1947. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?

  • ক. জগন্নাথ
  • খ. বিষ্ণু
  • গ. প্রজাপতি
  • ঘ. শিব

উত্তরঃ শিব

বিস্তারিত

1948. আমার সন্তান যেন থাকে দুধেভাতে। এই মনোবাঞ্ছাটি কার?

  • ক. ভবানন্দের
  • খ. ভাঁড়ুদত্তের
  • গ. ঈশ্বরী পাটুনীর
  • ঘ. ফুল্লরার

উত্তরঃ ঈশ্বরী পাটুনীর

বিস্তারিত

1949. নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?

  • ক. কাজী আবদুল ওদুদ
  • খ. এস ওয়াজেদ আলি
  • গ. আবুল ফজল
  • ঘ. আবদুল কাদির

উত্তরঃ এস ওয়াজেদ আলি

বিস্তারিত

1950. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?

  • ক. বিষের বাঁশী
  • খ. অগ্নিবীণা
  • গ. সিন্ধু-হিন্দোল
  • ঘ. চক্রবাক

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects