সাহিত্য
1901. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন?
- ক. ১৯৪৫ সালে
- খ. ১৯৪৬ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ ১৯৪৭ সালে
1902. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৮৪১ সালে
- খ. ১৮৪২ সালে
- গ. ১৮৪৩ সালে
- ঘ. ১৮৪৪ সালে
উত্তরঃ ১৮৪৩ সালে
1904. উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি?
- ক. আমটা খাও
- খ. মানুষ হও
- গ. কাল দেখা করো
- ঘ. ভাল করে পড়লে পাস করবে
উত্তরঃ মানুষ হও
1905. ‘সূচয়নী’ কোন ধরনের গ্রন্থ?
- ক. গল্পগুচ্ছ
- খ. কবিতা সংকলন
- গ. রচনাসমগ্র
- ঘ. আত্মজীবনীমূলক
উত্তরঃ কবিতা সংকলন
1906. ‘নীল অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শামসুর রাহমান
- ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ হুমায়ুন আহমেদ
1907. ‘সব কটা জানালা খুলে দাও’ - গানটির সুরকার কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. নজরুল ইসলাম বাবু
- গ. গোবিন্দ হালদার
- ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ নজরুল ইসলাম বাবু
1908. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?
- ক. অরুন্ধতী রায়
- খ. কামিনী রায়
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. অচিন্ত্য কুমার সেনগুপ্ত
উত্তরঃ অচিন্ত্য কুমার সেনগুপ্ত
1909. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?
- ক. বরিশালে
- খ. সাতক্ষীরায়
- গ. মেদিনীপুরে
- ঘ. কোলকাতায়
উত্তরঃ বরিশালে
1910. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
- ক. বঙ্গদর্শন
- খ. দিগদর্শন
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ দিগদর্শন
1911. ‘চাচা কাহিনী’ এর লেখক কে?
- ক. দিলারা হাশেম
- খ. আবু জাফর শামসুদ্দিন
- গ. সরদার জয়েন উদ্দিন
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
- ক. রক্তাক্ত প্রান্তর
- খ. অসমাপ্ত আত্মজীবনী
- গ. কারাগারের রোজনামচা
- ঘ. দৌলত কাজী
উত্তরঃ কারাগারের রোজনামচা
1913. ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
- ক. পাকিস্তান আমলের সরকারি অফিস
- খ. ইংরেজ আমলের জেলখানা
- গ. একটি সাগরের নাম
- ঘ. একটি জেলার নাম
উত্তরঃ ইংরেজ আমলের জেলখানা
1914. ‘সে চোখে হলুদ ফুল দেখছে’ বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
- ক. বাচ্য প্রয়োগ
- খ. বাহুল্য
- গ. শব্দের অপপয়োগ
- ঘ. প্রবচনের প্রয়োগ
উত্তরঃ প্রবচনের প্রয়োগ
1915. ‘শূন্যপুরাণ’ হলো -
- ক. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
- খ. রাধাকৃষ্ণের প্রেমের কাব্য
- গ. রোমান্টিক প্রণয়োপাখ্যান
- ঘ. চৈতন্যজীবনীমূলক গ্রন্থ
উত্তরঃ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
1918. প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান?
- ক. ক্রিয়াবাচক শব্দ
- খ. বিশেষণবাচক শব্দ
- গ. নামবাচক শব্দ
- ঘ. সর্বনামবাচক শব্দ
উত্তরঃ নামবাচক শব্দ
1919. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
- ক. সংবাদ প্রভাকর
- খ. বঙ্গদর্শন
- গ. সবুজপত্র
- ঘ. কালি ও কলম
উত্তরঃ সবুজপত্র
1920. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ?
- ক. ছোটগল্প
- খ. ভ্রমণকাহিনী
- গ. উপন্যাস
- ঘ. নাটক
উত্তরঃ ছোটগল্প
1921. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
- ক. কুমিল্লা
- খ. যশোহর
- গ. কোলকাতা
- ঘ. বরিশাল
উত্তরঃ বরিশাল
1922. ‘ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে ’টি’ এর ব্যাকরণিক পরিচয় কী?
- ক. পদাশ্রিত নির্দেশক
- খ. অনুসর্গ
- গ. বিভক্তি
- ঘ. শব্দ প্রত্যয়
উত্তরঃ পদাশ্রিত নির্দেশক
1923. ‘শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ - গানটির রচয়িতা কে?
- ক. আপেল মাহমুদ
- খ. মুকুন্দ দাস
- গ. গৌরিপ্রসন্ন মজুমদার
- ঘ. গোবিন্দ হালদার
উত্তরঃ গৌরিপ্রসন্ন মজুমদার
1924. জীবনানন্দ দাশ রচিত নয় -
- ক. মহাপৃথিবী
- খ. মাল্যবান
- গ. অদ্ভুত এক আধাঁর
- ঘ. কবিতার কথা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1925. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
- ক. বিবিধার্থ সংগ্রহ
- খ. মাসিক পত্রিকা
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ মাসিক পত্রিকা