সাহিত্য
1876. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
- ক. মওলানা ভাসানী
- খ. আবুল ফজল
- গ. শহীদুল্লা কায়সার
- ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
1877. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
- ক. মনসামঙ্গল
- খ. মনসাবিজয়
- গ. পদ্মপুরাণ
- ঘ. পদ্মাবতী
উত্তরঃ পদ্মপুরাণ
1878. মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই কাব্যাংশ?
- ক. সুধীন্দ্রনাথ দত্ত
- খ. প্রেমেন্দ্র মিত্র
- গ. সমর সেন
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ জীবনানন্দ দাশ
1879. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
- ক. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
- খ. কোরেশী মাগন ঠাকুর
- গ. সুলতান বরবক শাহ
- ঘ. জমিদার নিজাম শাহ
উত্তরঃ জমিদার নিজাম শাহ
1881. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- ক. কাদো নদী কাদো
- খ. নেকড়ে অরণ্যে
- গ. রাঙা প্রভাত
- ঘ. প্রদোষে প্রাকৃতজন
উত্তরঃ নেকড়ে অরণ্যে
1882. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি ক?
- ক. রফিক আজাদ
- খ. শঙ্খ ঘোষ
- গ. শক্তি চট্টোপাধ্যায়
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ শঙ্খ ঘোষ
1883. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ - এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
- ক. অসহায়ত্ব
- খ. বিরক্তি
- গ. কালের বিস্তার
- ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ পৌনঃপুনিকতা
1884. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
- ক. চৌবেরিয়া গ্রাম, নদীয়া
- খ. কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
- গ. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
- ঘ. দেবানন্দপুর গ্রাম, হুগলি
উত্তরঃ বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
1885. মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় -
- ক. ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬
- খ. ১৯ জানুয়ারি ১৯২৬
- গ. ১৯ মার্চ, ১৯৬
- ঘ. ৬ মার্চ, ১৯২৭
উত্তরঃ ১৯ জানুয়ারি ১৯২৬
1886. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
- ক. এস. ওয়াজেদ আলী
- খ. আবুল হাসেম
- গ. আবুল মনসুর আহমদ
- ঘ. আবুল হুসেন
উত্তরঃ আবুল মনসুর আহমদ
1887. ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে - কে এই দামাল ছেলে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. কামাল পাশা
- গ. চিত্তরঞ্জন দাস
- ঘ. সুভাষ বসু
উত্তরঃ কামাল পাশা
1888. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
- ক. শনিবারের চিঠি
- খ. রবিবারের ডাক
- গ. বিজলি
- ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ শনিবারের চিঠি
1890. কোন বাক্যে অসমান কর্তা আছে?
- ক. সে কেঁদে কেঁদে বলল
- খ. বালিকাটি গান করে বলে গেল
- গ. সে এলে আমি যাব
- ঘ. সে যেতে যেতে থেমে গেল
উত্তরঃ সে এলে আমি যাব
1891. আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম - বাক্যটি কোন কাল?
- ক. ঘটমান অতীত
- খ. পুরাঘটিত অতীত
- গ. সাধারণ অতীত
- ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
1892. তেইশ নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা?
- ক. চলচ্চিত্র
- খ. নাটক
- গ. উপন্যাস
- ঘ. চিত্রকর্ম
উত্তরঃ উপন্যাস
1893. ভোরের পাখি কার ছদ্মনাম?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রাজশেখর বসু
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
1894. কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?
- ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- খ. বায়ান্নর ভাষা আন্দোলন
- গ. আটান্নর সামরিক শাসন
- ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ বায়ান্নর ভাষা আন্দোলন
1895. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
- ক. নিষিদ্ধ লোবান
- খ. রাইফেল রোটি আওরাত
- গ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
- ঘ. হাঙর নদী গ্রেনেড
উত্তরঃ রাইফেল রোটি আওরাত
1900. চিন্তা করো না, কালই আসছি - বাক্যটি কোন কালের?
- ক. ঘটমান ভবিষ্যৎ
- খ. ঘটমান বর্তমান
- গ. পুরাঘটিত বর্তমান
- ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ
উত্তরঃ ঘটমান ভবিষ্যৎ