সাহিত্য

1826. নিপাতনে সিদ্ধ ‘ষ’ এর ব্যবহার রয়েছে কোনটিতে?

  • ক. মুমূর্ষু
  • খ. অনুষঙ্গ
  • গ. বর্ষণ
  • ঘ. ভূষণ

উত্তরঃ ভূষণ

বিস্তারিত

1827. ‘ধন্য তার বসুন্ধরা যার’ - এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধুত হয়েছে?

  • ক. বিড়াল
  • খ. সাম্যবাদী
  • গ. অপরিচিতা
  • ঘ. চাষার দুক্ষু

উত্তরঃ চাষার দুক্ষু

বিস্তারিত

1828. ‘রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. চোখের বালি
  • গ. গৃহদাহ
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

1829. ‘চিত্রা’ রবীন্দ্রনাথের একটি -

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. প্রবন্ধ
  • ঘ. কাব্যগ্রন্থ

উত্তরঃ কাব্যগ্রন্থ

বিস্তারিত

1830. বাংলা সাহিত্যে ‘বীরবল’ ছদ্মনাম কার?

  • ক. আল মাহমুদ
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. মুকুন্দ দাস

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1831. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ -

  • ক. রক্তরাগ
  • খ. পদ্মরাগ
  • গ. বীতরাগ
  • ঘ. যুগরাগ

উত্তরঃ পদ্মরাগ

বিস্তারিত

1832. ‘একুশে ফেব্রুয়ারিৎ কী ধরনের রচনা?

  • ক. দলিলপত্র
  • খ. কবিতা সংকলন
  • গ. বায়ান্নের প্রবন্ধবলি
  • ঘ. রচনাবলি

উত্তরঃ কবিতা সংকলন

বিস্তারিত

1833. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র -

  • ক. Stop genocide
  • খ. Meebeth
  • গ. A state is born
  • ঘ. Sultana's Dream

উত্তরঃ Stop genocide

বিস্তারিত

1834. মানুষের ভাষাকে ‘সাধু ভাষা’ হিসেবে প্রমথ অভিহিত করেন?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

1835. ‘লেক্সেকোগ্রাফি’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?

  • ক. ধ্বতিতত্ত্ব
  • খ. অর্থতত্ত্ব
  • গ. শব্দতত্ত্ব
  • ঘ. অভিধারতত্ত্ব

উত্তরঃ অভিধারতত্ত্ব

বিস্তারিত

1836. ভাষার মৌলিক অংশ -

  • ক. ধ্বনি, শব্দ, বাক্য
  • খ. ধ্বনি, বর্ণ, শব্দ
  • গ. উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
  • ঘ. শব্দ, সন্ধি, বর্ণ

উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য

বিস্তারিত

1837. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে -

  • ক. ভাষার নিয়ম প্রতিষ্ঠা
  • খ. ভাষার উন্নতি
  • গ. ভাষার শৃঙ্খলা
  • ঘ. ভাষার বিশ্লেষণ

উত্তরঃ ভাষার বিশ্লেষণ

বিস্তারিত

1838. সূর্য দীঘল বাড়ী উপন্যাসের রচয়িতা -

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. জহির রায়হান
  • গ. রশীদ করিম
  • ঘ. আবু ইসহাক

উত্তরঃ আবু ইসহাক

বিস্তারিত

1839. রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন -

  • ক. কালের যাত্রা
  • খ. শেষ প্রশ্ন
  • গ. শ্যামা
  • ঘ. সঞ্চিতা

উত্তরঃ কালের যাত্রা

বিস্তারিত

1840. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক -

  • ক. নীলদর্পণ
  • খ. ভাদ্রার্জুন
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. কবর

উত্তরঃ ভাদ্রার্জুন

বিস্তারিত

1841. বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা -

  • ক. সেলিনা হোসেন
  • খ. রশীদ করিম
  • গ. ড. মাজহারুল ইসলাম
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ ড. মাজহারুল ইসলাম

বিস্তারিত

1842. গীতাঞ্জলি কি ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. গল্প
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ কাব্যগ্রন্থ

বিস্তারিত

1843. সাধারণ পূরণবাচক শব্দ কোনটি?

  • ক. আট
  • খ. নবম
  • গ. তেসরা
  • ঘ. দেড়

উত্তরঃ নবম

বিস্তারিত

1844. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?

  • ক. সে ঘুমায়
  • খ. সে লিখছে
  • গ. সে বই পড়ছে
  • ঘ. রিপা হাসছে

উত্তরঃ সে বই পড়ছে

বিস্তারিত

1846. নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল?

  • ক. আমি হব সকাল বেলার পাখি
  • খ. তুমি বোধ হয় কঠিন অঙ্কটা বুঝবে
  • গ. আমিনা কথা বলতে থাকবে
  • ঘ. আমার ছোট ভাই লিখছে

উত্তরঃ আমি হব সকাল বেলার পাখি

বিস্তারিত

1847. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ - এটি কার উক্তি?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1848. নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?

  • ক. আমি বই পড়ছি
  • খ. সে ঘুমায়
  • গ. ছেলেরা মাঠে খেলছে
  • ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

উত্তরঃ সে ঘুমায়

বিস্তারিত

1849. হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. আয়ত্তে আনা
  • খ. হস্তচ্যুত হওয়া
  • গ. কার্যে বিরতি
  • ঘ. দক্ষতা

উত্তরঃ কার্যে বিরতি

বিস্তারিত

1850. বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. ঢেগুনপা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects