সাহিত্য
1751. বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
- ক. সমরেশ মজুমদার
- খ. শওকত ওসমান
- গ. সমরেশ বসু
- ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ সমরেশ বসু
1752. ’বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ - এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে?
- ক. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
- খ. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
- গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
- ঘ. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
উত্তরঃ বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
1753. বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে?
- ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ
- খ. রাজশেখর বসু
- গ. হরিচরণ দে
- ঘ. অশোক মুখোপাধ্যায়
উত্তরঃ রামচন্দ্র বিদ্যাবাগীশ
1754. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
- ক. শওকত আলী
- খ. সেলিনা হোসেন
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ শামসুল হক
1755. ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. সৈয়দ আলী আহসান
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. হুমায়ুন আজাদ
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ হুমায়ুন আজাদ
- ক. বিষের বাঁশি
- খ. যুগবাণী
- গ. ভাঙার গান
- ঘ. প্রলয় শিখা
উত্তরঃ যুগবাণী
1757. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
- ক. ছেঁড়াতার
- খ. চাকা
- গ. বাকী ইতিহাস
- ঘ. কী চা ডে শঙ্খচিল
উত্তরঃ কী চা ডে শঙ্খচিল
1758. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
- ক. ডব্লিউ বি ইয়েটস
- খ. ক্লিনটন বি সিলি
- গ. অরুন্ধতী রায়
- ঘ. অমিতাভ ঘোষ
উত্তরঃ ক্লিনটন বি সিলি
1759. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
- ক. গোবিন্দ দাস
- খ. কায়কোবাদ
- গ. কাহ্নপা
- ঘ. ভুসুকুপা
উত্তরঃ ভুসুকুপা
1760. ‘ওরা এগার জন’ চলচ্চিত্রের মুখ্য উপজীব্য ও পটভূমি হলো -
- ক. সিপাহী বিদ্রোহ
- খ. ৫২ এর ভাষা আন্দোলন
- গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
1761. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? - কার লেখা
- ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. কামিনী রায়
- ঘ. যতীন্দ্রমোহন বাগচী
উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার
1762. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
- ক. যাত্রাদল
- খ. মৌরিফুল
- গ. মেঘমল্লার
- ঘ. অরণ্যক
উত্তরঃ অরণ্যক
1763. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক. অগ্নিবীণা
- খ. রাজবন্দীর জবানবন্দী
- গ. নবযুগ
- ঘ. ব্যথার দান
উত্তরঃ ব্যথার দান
1764. বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?
- ক. শর্মিষ্ঠা
- খ. বসন্তকুমারী
- গ. কপালকুণ্ডলা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কপালকুণ্ডলা
1765. বাংলা সাহিত্যের 'কিশোর কবি' কে?
- ক. সুধীন্দ্রনাথ দত্ত
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. আব্দুল কাদির
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
1766. 'সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই।'
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রামকৃষ্ণ পরমহংস
- ঘ. বিবেকানন্দ
উত্তরঃ চণ্ডীদাস
1767. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. ছন্দতত্ত্ব
উত্তরঃ রূপতত্ত্ব
1768. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. একটি কালো মেয়ের কথা
- খ. তেইশ নম্বর তৈলচিত্র
- গ. ভানুমতির পালা
- ঘ. ইছামতী
উত্তরঃ একটি কালো মেয়ের কথা
1769. আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ?
- ক. ব্যতিহারিক
- খ. সাকুল্যবাচক
- গ. আত্মবাচক
- ঘ. ব্যক্তিবাচক
উত্তরঃ ব্যক্তিবাচক
1771. এত অল্প টাকায় মাস চলবে না। - এখানে চলা কোন অর্থ প্রকাশ করে?
- ক. সময় দেয়া
- খ. প্রচলিত হওয়া
- গ. অবলম্বন করা
- ঘ. সংকুলান হওয়া
উত্তরঃ সংকুলান হওয়া
1772. গঠনরীতিতে ‘শ্রীকৃ্ষ্ণকীর্তন’ কাব্য মূলত -
- ক. পদাবলি
- খ. ধামালী
- গ. প্রেমগীত
- ঘ. নাট্যগীতি
উত্তরঃ নাট্যগীতি
1773. রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ এর একটি চরিত্র -
- ক. প্রত্যুষ
- খ. মহিম
- গ. মেহের আলি
- ঘ. নবীন মাধব
উত্তরঃ মেহের আলি
1774. রাম রাম এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন?
- ক. সমুচ্চয়ী
- খ. অনন্বয়ী
- গ. সমুচ্চয়ী বিয়োজক
- ঘ. সমুচ্চয়ী সংকোচক
উত্তরঃ সমুচ্চয়ী সংকোচক