সাহিত্য
1703. বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
- ক. ৪ ভাগে
- খ. ৫ ভাগে
- গ. ৩ ভাগে
- ঘ. ২ ভাগে
উত্তরঃ ২ ভাগে
1704. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
- ক. ৩ ভাগে
- খ. ২ ভাগে
- গ. ৬ ভাগে
- ঘ. ৪ ভাগে
উত্তরঃ ৩ ভাগে
1705. বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে ?
- ক. তৎসম শব্দ
- খ. তদ্ভব শব্দ
- গ. মিশ্র শব্দ
- ঘ. পারিভাষিক শব্দ
উত্তরঃ পারিভাষিক শব্দ
1707. কোনটি মিশ্র শব্দ ?
- ক. কৃষ্টি-সৃষ্টি
- খ. হালাল-হারাম
- গ. নামাজ-রোজা
- ঘ. হাট-বাজার
উত্তরঃ হাট-বাজার
1712. কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ?
- ক. প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে
- খ. প্রায় সমার্থক দুটো পদের মিলনে
- গ. প্রায় সমার্থক দুটো ধ্বনির মিলনে
- ঘ. প্রায় সমার্থক দুটো বর্ণের মিলনে
উত্তরঃ প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে
1713. নিচের কোনগুলো পাঞ্জাবি শব্দ ?
- ক. চাহিদা, শিখ
- খ. জানোয়ার,নমুনা
- গ. নামাজ, রোজা
- ঘ. নমুনা, নোট
উত্তরঃ চাহিদা, শিখ
1714. নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ ?
- ক. কলেজ, লাইব্রেরী
- খ. দপ্তর, দরখাস্ত
- গ. আদমি, আমদানি
- ঘ. জিন্দা, জানোয়ার
উত্তরঃ দপ্তর, দরখাস্ত
1715. নিচের কোনগুলো জাপানি শব্দ ?
- ক. রিকশা, চিনি
- খ. চাহিদা, শিখ
- গ. আলমারি, গুদাম
- ঘ. জিন্দা, জানোয়ার
উত্তরঃ আলমারি, গুদাম
1716. নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ?
- ক. আনারস, আলপিন
- খ. গীর্জা, পাদ্রী
- গ. রুইতন, হরতন
- ঘ. স্কুল, কলেজ
উত্তরঃ রুইতন, হরতন
1717. নিচের কোনটি চীনা শব্দ ?
- ক. পাউডার, ফুটবল
- খ. আনারস, আলপিন
- গ. চা, চিনি
- ঘ. লাইব্রেরী, স্কুল
উত্তরঃ চা, চিনি
1718. নিচের কোনগুলো ফরাসি শব্দ ?
- ক. লুঙ্গী, ফুঙ্গি
- খ. কার্তুজ, রেস্তরা
- গ. পেন্সিল, ইউনিভার্সিটি
- ঘ. পাউডার, ইউনিয়ন
উত্তরঃ কার্তুজ, রেস্তরা
1721. 'কালি কলম' কোন দুটি ভাষার মিশ্র শব্দ ?
- ক. আরবি+ফারসি
- খ. বাংলা+আরবি
- গ. বাংলা+ফারসি
- ঘ. সংস্কৃত+আরবি
উত্তরঃ বাংলা+আরবি
1723. লাঠি' ও 'চাউল' শব্দ দুটি _
- ক. বিদেশ শব্দ
- খ. দেশী শব্দ
- গ. তৎসম শব্দ
- ঘ. তদ্ভব শব্দ
উত্তরঃ দেশী শব্দ
1724. 'হস্ত','প্রস্তর', ও 'সন্ধ্যা শব্দ তিনটি বাংলা ভাষা গ্রহণ করেছে -
- ক. পর্তুগীজ ভাষা থেকে
- খ. দেশী ভাষা থেকে
- গ. সংস্কৃত ভাষা থেকে
- ঘ. ইংরেজি ভাষা থেকে
উত্তরঃ সংস্কৃত ভাষা থেকে
1725. 'বাবা' এবং 'দারোগা' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে ?
- ক. ইংরেজি
- খ. তুর্কি
- গ. ওলন্দাজ
- ঘ. ফরাসি
উত্তরঃ তুর্কি