সাহিত্য
1626. মুসলিম রেঁনেসার কবি কে?
- ক. ফররুখ আহমদ
- খ. আহসান হাবীব
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ফররুখ আহমদ
1629. ‘আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’ - পঙক্তিটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. জীবনানন্দ দাশ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ জীবনানন্দ দাশ
1630. ‘কারাগারের রোজনামচা’ - গল্পটির রচয়িতা কে?
- ক. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1631. ‘বনফুল’ কার ছদ্মনাম?
- ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- খ. যতীন্দ্র মোহন বাগচী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
1632. প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মীর মশাররফ হোসেন
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1633. ‘সঞ্চিতা’ কাব্য সংকলনটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
1634. ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ - ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. পৌনঃপুনিকতা অর্থে
- খ. ভাল অর্থে
- গ. পুনরাবৃত্তি অর্থে
- ঘ. উপহাস অর্থে
উত্তরঃ উপহাস অর্থে
1635. নিচের কোনটি জহির রায়হানের রচনা?
- ক. সংশপ্তক
- খ. বিধ্বস্ত নীলিমা
- গ. খোয়াবনামা
- ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ আরেক ফাল্গুন
1636. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?
- ক. সত্যেন সেন
- খ. আবুল ফজল
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. সমরেশ বসু
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
1637. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. দৌলত কাজী
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ বেগম রোকেয়া
1638. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. দৌলত কাজী
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
1639. ‘টপ্পা’ কী?
- ক. এক ধরনের গান
- খ. নাচের মুদ্রা
- গ. এক ধরনের বাদ্যযন্ত্র
- ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ এক ধরনের গান
1641. বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ -এর পরিচালক কে?
- ক. মমতাজ আলী
- খ. চাষী নজরুল ইসলাম
- গ. সুভাষ দত্ত
- ঘ. খান আতাউর রহমান
উত্তরঃ চাষী নজরুল ইসলাম
1642. “সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে?
- ক. এসএম সুলতান
- খ. কামরুল হাসান
- গ. জয়নুল আবেদিন
- ঘ. কাইয়ুম চৌধুরী
উত্তরঃ জয়নুল আবেদিন
1643. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
- ক. ব্রজধামে কথিত ভাষা
- খ. এক রকম কৃত্রিম কবিভাষা
- গ. বাংলা ও হিন্দির যোগফল
- ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ এক রকম কৃত্রিম কবিভাষা
1644. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. আব্দুল ওয়াদুদ
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. মোজাম্মেলহক
- ঘ. নজিবর রহমান
উত্তরঃ নজিবর রহমান
1645. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. শহীদুল্লাহ কায়সার
- ঘ. রশীদ করিম
উত্তরঃ রশীদ করিম
1646. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন” উক্তিটি কার?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. বঙ্কিম চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ঈশ্বরবন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ বঙ্কিম চট্টোপাধ্যায়
1650. কোনটি সঠিক ?
- ক. পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
- খ. পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে
- গ. পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক
- ঘ. পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে