সাহিত্য

1626. মুসলিম রেঁনেসার কবি কে?

  • ক. ফররুখ আহমদ
  • খ. আহসান হাবীব
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

1627. ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. ফেরদৌসী
  • খ. সবুক্তগীন
  • গ. জামী
  • ঘ. রূমী

উত্তরঃ ফেরদৌসী

বিস্তারিত

1628. পত্রের মূল অংশ কোনটি?

  • ক. সম্বোধন
  • খ. শিরোনাম
  • গ. পত্রগর্ভ
  • ঘ. ঠিকানা

উত্তরঃ পত্রগর্ভ

বিস্তারিত

1629. ‘আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’ - পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জসীমউদদীন

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1630. ‘কারাগারের রোজনামচা’ - গল্পটির রচয়িতা কে?

  • ক. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ঘ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1631. ‘বনফুল’ কার ছদ্মনাম?

  • ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • খ. যতীন্দ্র মোহন বাগচী
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

বিস্তারিত

1632. প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1633. ‘সঞ্চিতা’ কাব্য সংকলনটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1634. ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ - ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. পৌনঃপুনিকতা অর্থে
  • খ. ভাল অর্থে
  • গ. পুনরাবৃত্তি অর্থে
  • ঘ. উপহাস অর্থে

উত্তরঃ উপহাস অর্থে

বিস্তারিত

1635. নিচের কোনটি জহির রায়হানের রচনা?

  • ক. সংশপ্তক
  • খ. বিধ্বস্ত নীলিমা
  • গ. খোয়াবনামা
  • ঘ. আরেক ফাল্গুন

উত্তরঃ আরেক ফাল্গুন

বিস্তারিত

1636. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?

  • ক. সত্যেন সেন
  • খ. আবুল ফজল
  • গ. সৈয়দ মুজতবা আলী
  • ঘ. সমরেশ বসু

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

1637. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. দৌলত কাজী
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. বেগম রোকেয়া

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

1638. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

  • ক. শওকত ওসমান
  • খ. জহির রায়হান
  • গ. দৌলত কাজী
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

1639. ‘টপ্পা’ কী?

  • ক. এক ধরনের গান
  • খ. নাচের মুদ্রা
  • গ. এক ধরনের বাদ্যযন্ত্র
  • ঘ. বিশেষ ধরনের খেলা

উত্তরঃ এক ধরনের গান

বিস্তারিত

1640. ‘বিস্ময়’ এর সঠিক উচ্চারণ কোনটি?

  • ক. বিসশয়
  • খ. বিসময়
  • গ. বিশশয়
  • ঘ. বিশময়

উত্তরঃ বিশশয়

বিস্তারিত

1641. বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ -এর পরিচালক কে?

  • ক. মমতাজ আলী
  • খ. চাষী নজরুল ইসলাম
  • গ. সুভাষ দত্ত
  • ঘ. খান আতাউর রহমান

উত্তরঃ চাষী নজরুল ইসলাম

বিস্তারিত

1642. “সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে?

  • ক. এসএম সুলতান
  • খ. কামরুল হাসান
  • গ. জয়নুল আবেদিন
  • ঘ. কাইয়ুম চৌধুরী

উত্তরঃ জয়নুল আবেদিন

বিস্তারিত

1643. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

  • ক. ব্রজধামে কথিত ভাষা
  • খ. এক রকম কৃত্রিম কবিভাষা
  • গ. বাংলা ও হিন্দির যোগফল
  • ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা

উত্তরঃ এক রকম কৃত্রিম কবিভাষা

বিস্তারিত

1644. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. আব্দুল ওয়াদুদ
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. মোজাম্মেলহক
  • ঘ. নজিবর রহমান

উত্তরঃ নজিবর রহমান

বিস্তারিত

1645. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. শওকত ওসমান
  • খ. জহির রায়হান
  • গ. শহীদুল্লাহ কায়সার
  • ঘ. রশীদ করিম

উত্তরঃ রশীদ করিম

বিস্তারিত

1646. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন” উক্তিটি কার?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. বঙ্কিম চট্টোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. ঈশ্বরবন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ বঙ্কিম চট্টোপাধ্যায়

বিস্তারিত

1647. ছড়া কোন ছন্দে রচিত হয়?

  • ক. স্বরবৃত্ত
  • খ. পয়ার
  • গ. অমিত্রাক্ষর
  • ঘ. ত্রিপদী

উত্তরঃ স্বরবৃত্ত

বিস্তারিত

1648. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?

  • ক. চিত্র
  • খ. লেখা
  • গ. ভাষা
  • ঘ. ইঙ্গিত

উত্তরঃ ভাষা

বিস্তারিত

1649. ভাষার জগতে বাংলার স্থান কততম ?

  • ক. ৭ম
  • খ. ৬ষ্ঠ
  • গ. ৫ম
  • ঘ. ৪র্থ

উত্তরঃ ৬ষ্ঠ

বিস্তারিত

1650. কোনটি সঠিক ?

  • ক. পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
  • খ. পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে
  • গ. পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক
  • ঘ. পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক

উত্তরঃ পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects