সাহিত্য

1576. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

  • ক. বেঙ্গল গেজেট
  • খ. সম্বাদ প্রভাকর
  • গ. সম্বাদ কৌমুদী
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ সম্বাদ প্রভাকর

বিস্তারিত

1577. ‘বৈষ্ণব পদাবলী’ তে রস কত প্রকার?

  • ক. পঞ্চ রস
  • খ. ষষ্ঠ রস
  • গ. সপ্ত রস
  • ঘ. অষ্ট রস

উত্তরঃ পঞ্চ রস

বিস্তারিত

1578. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশি
  • গ. দোলন চাঁপা
  • ঘ. সাম্যবাদী

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1579. ‘পূরবী’ কাব্যের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. রজনীকান্ত

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1580. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কোনটি?

  • ক. কৃষ্ণকান্ত
  • খ. নীল লোহিত
  • গ. কমলাকান্ত
  • ঘ. কবি কঙ্কন

উত্তরঃ কমলাকান্ত

বিস্তারিত

1581. কাকে ‘যুগ সন্ধিক্ষণের কবি’ বলা হয়?

  • ক. ভারতচন্দ্র রায় গুণাকর
  • খ. ঈশ্বর গুপ্ত
  • গ. মুকুন্দরাম চক্রবর্তী
  • ঘ. অক্ষয় কুমার বড়াল

উত্তরঃ ঈশ্বর গুপ্ত

বিস্তারিত

1582. ‘পুরোনো বাংলা গদ্য’ গ্রন্থের লেখক কে?

  • ক. আনিসুজ্জামান
  • খ. মনিরুজ্জামান
  • গ. খালেকুজ্জামান ইলিয়াস
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ আনিসুজ্জামান

বিস্তারিত

1583. ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার?’ - পঙক্তিটি কার?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. অতুল প্রসাদ
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1585. ‘কারাগারের রোচনামচা’ গ্রন্থটির লেখক কে?

  • ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
  • খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • ঘ. আবুল মনসুর আহমদ

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1586. ‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থটির লেখক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রজনীকান্ত সেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1587. 'Stop Genocide' প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক কে?

  • ক. আলমগীর কবির
  • খ. জহির রায়হান
  • গ. সত্যজিৎ রায়
  • ঘ. তারেক মাসুদ

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

1588. পূর্ব-পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন?

  • ক. নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

বিস্তারিত

1589. উয়ারী-বটেশ্বর কি কারণে আলোচিত?

  • ক. বাণিজ্য কেন্দ্র
  • খ. নতুন খনিজ সম্পদ প্রাপ্তি
  • গ. প্রত্নতাত্ত্বিক খনন
  • ঘ. সাহিত্য চর্চা কেন্দ্র

উত্তরঃ প্রত্নতাত্ত্বিক খনন

বিস্তারিত

1590. ‘বড়ায়ি’ কোন কাব্যের চরিত্র?

  • ক. মনসামঙ্গল
  • খ. চণ্ডীমঙ্গল
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

1591. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

  • ক. মিথিলা
  • খ. নাটোর
  • গ. রোসাঙ্গ
  • ঘ. ত্রিপুরা

উত্তরঃ রোসাঙ্গ

বিস্তারিত

1592. কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?

  • ক. চণ্ডীদাস
  • খ. জ্ঞানদাস
  • গ. গোবিন্দদাস
  • ঘ. কৃষ্ণদাস

উত্তরঃ গোবিন্দদাস

বিস্তারিত

1594. বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

  • ক. সমাচার দর্পণ
  • খ. সম্বাদ প্রভাকর
  • গ. জ্ঞানান্বেষণ
  • ঘ. তত্ত্ববোধিনী

উত্তরঃ সম্বাদ প্রভাকর

বিস্তারিত

1595. ‘মহাশ্মশান’ মহাকাব্যের রচয়িতার নাম -

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

1596. কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য কাকে উৎসর্গ করেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. চিত্তরঞ্জন দাশ
  • গ. সুভাষচন্দ্র বসু
  • ঘ. বারীন্দ্রকুমার ঘোষ

উত্তরঃ বারীন্দ্রকুমার ঘোষ

বিস্তারিত

1597. কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়?

  • ক. একরাত্রি
  • খ. দুরাশা
  • গ. দুরবস্থা
  • ঘ. মাস্টারমশাই

উত্তরঃ দুরবস্থা

বিস্তারিত

1598. কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস?

  • ক. দুই সৈনিক
  • খ. ক্ষুধা ও আশা
  • গ. বীরাঙ্গনা সখিনা
  • ঘ. নির্জন মেঘ

উত্তরঃ দুই সৈনিক

বিস্তারিত

1599. ‘ভিখু’ ও ‘পাঁচী’ চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

1600. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশি
  • গ. ব্যথার দান
  • ঘ. ছায়ানট

উত্তরঃ বিষের বাঁশি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects