সাহিত্য

1526. ‘সবকটা জানালা খুলে দাও না’ - গানটির রচয়িতা কে?

  • ক. আলতাফ মাহমুদ
  • খ. আবদুল গাফফার চৌধুরী
  • গ. ড. মনিরুজ্জামান
  • ঘ. নজরুল ইসলাম বাবু

উত্তরঃ নজরুল ইসলাম বাবু

বিস্তারিত

1527. ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেছেন?

  • ক. আবু জাফর শামসুদ্দিন
  • খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • গ. জহির রায়হান
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ আবু জাফর শামসুদ্দিন

বিস্তারিত

1528. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1529. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. নীলদর্পণ
  • গ. ভদ্রার্জুন
  • ঘ. কবর

উত্তরঃ ভদ্রার্জুন

বিস্তারিত

1530. সার্ধশত জন্মবার্ষিকী - এখানে ‘সার্ধশত’ কোন ধরনের শব্দ?

  • ক. তারিখবাচক
  • খ. সংখ্যবাচক
  • গ. ক্রমবাচক
  • ঘ. আধিক্যবাচক

উত্তরঃ ক্রমবাচক

বিস্তারিত

1531. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - পঙক্তিটি কার রচনা?

  • ক. কানাহরি দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ভারতচন্দ্র রায়
  • ঘ. রথীন্দ্রনাথ রায়

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

1532. ‘অবরোধবাসিনী’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. ইসমাইল হোসেন সিরাজী
  • খ. নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
  • গ. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • ঘ. মোহাম্মদ নজিবুর রহমান

উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

বিস্তারিত

1533. ‘কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’ - কে আসবেন?

  • ক. গোবিন্দচন্দ্র দাস
  • খ. জসীম উদদীন
  • গ. সফিয়া কামাল
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1534. সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?

  • ক. কাঁটাতারে প্রজাপতি
  • খ. পোকামাকড়ের ঘরবসতি
  • গ. কালকেতু ও ফুল্লরা
  • ঘ. নিরন্তর ঘণ্টাধ্বনি

উত্তরঃ পোকামাকড়ের ঘরবসতি

বিস্তারিত

1535. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. বিষের বাঁশী
  • খ. অগ্নিবীণা
  • গ. সর্বহারা
  • ঘ. ছায়ানট

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1536. কোন বাক্যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে?

  • ক. ঘন ঘন বৃষ্টি পড়ছে।
  • খ. টিপ টিপ বৃষ্টি পড়ছে।
  • গ. ফুলে ফুলে বৃষ্টি পড়ছে।
  • ঘ. সারাদিন বৃষ্টি পড়ছে।

উত্তরঃ টিপ টিপ বৃষ্টি পড়ছে।

বিস্তারিত

1537. ‘বাংলা গদ্যের জনক’ বলা হয় কাকে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
  • খ. রাজা রামমোহন রায়কে
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
  • ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

বিস্তারিত

1538. কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে?

  • ক. তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
  • খ. তুমি আমার কাজটি করে দেবে তো?
  • গ. আমি জানি তুমি কাজটি করে দেবে।
  • ঘ. কাজটি করে না দিলে দুঃখ পাব কিন্তু।

উত্তরঃ তুমি ভাই আমার কাজটি করে দিও তো।

বিস্তারিত

1539. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. বিষাদসিন্ধু
  • খ. মহাশ্মশান
  • গ. ভ্রান্তিবিলাস
  • ঘ. কথোপকথন

উত্তরঃ বিষাদসিন্ধু

বিস্তারিত

1540. জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি?

  • ক. দুর্দিনের দিনলিপি
  • খ. একাত্তরের ডায়রি
  • গ. একাত্তরের স্মৃতি
  • ঘ. একাত্তরের দিনগুলি

উত্তরঃ একাত্তরের দিনগুলি

বিস্তারিত

1541. কোনটি মধ্যযুগের রচনা?

  • ক. সারদামঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. কেরামতমঙ্গল
  • ঘ. বৃক্ষমঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

1542. বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি?

  • ক. লাল নীল দীপাবলি
  • খ. কত নদী সরোবর
  • গ. ফুল পাখি সৌরভ
  • ঘ. কথা রচনার কথা

উত্তরঃ লাল নীল দীপাবলি

বিস্তারিত

1543. ভাষা-আন্দোলন ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. জসীম উদদীন
  • খ. আহমদ ছফা
  • গ. শওকত ওসমান
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

1544. প্রমিত চলিত রীতির বাক্য কোনটি?

  • ক. খাইয়া দাইয়া শুড়ে পড়লাম।
  • খ. খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম।
  • গ. খেয়ে দেয়ে শুইয়া পড়লাম।
  • ঘ. খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।

উত্তরঃ খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।

বিস্তারিত

1545. মুক্তিযুদ্ধ- ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো -

  • ক. বাংলাদেশ স্বপ্ন দেখে
  • খ. বন্দী শিবির থেকে
  • গ. দুঃসময়ের মুখোমুখি
  • ঘ. গৃহযুদ্ধের আগে

উত্তরঃ বন্দী শিবির থেকে

বিস্তারিত

1546. চলিত গদ্য রীতির প্রবর্তন করে কোন পত্রিকা?

  • ক. বঙ্গদর্শন
  • খ. সবুজপত্র
  • গ. নবজীবন
  • ঘ. দিকদর্শন

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

1547. ‘খাঁচায় ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - মরমি গানটির রচয়িতা কে?

  • ক. হাছন রাজা
  • খ. পাগলা কানাই
  • গ. দ্বিজ কানাই
  • ঘ. লালন শাহ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

1548. বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?

  • ক. চর্যাপদ
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. শেক গুভোদয়া
  • ঘ. শূন্য পুরাণ

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

1549. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?

  • ক. জহির রায়হান
  • খ. মুনীর চৌধুরী
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. দীনবন্ধু মিত্র

উত্তরঃ দীনবন্ধু মিত্র

বিস্তারিত

1550. ‘মুক্তিযুদ্ধ’ ভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. নুরলদীনের সারাজীবন
  • খ. বং থেকে বাংলা
  • গ. জোছনা ও জননীর গল্প
  • ঘ. পানকৌড়ির রক্ত

উত্তরঃ জোছনা ও জননীর গল্প

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects