সাহিত্য

1476. ‘ভোর হল দোর খোল/ খুকুমনি ওঠরে’ কবিতার কবি কে?

  • ক. কুসুমকুমারী দেবী
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মোহিতলাল মজুমদার
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1477. কবি জসীমউদদীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ক. মাদারীপুর
  • খ. ফরিদপুর
  • গ. ঢাকা
  • ঘ. শরীয়তপুর

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

1478. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?

  • ক. সবুজপত্র
  • খ. সম্বাদ কৌমুদী
  • গ. কথোপকথন
  • ঘ. সংবাদ প্রভাকর

উত্তরঃ কথোপকথন

বিস্তারিত

1479. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. অদ্বৈ মল্লবর্মণ
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ

উত্তরঃ অদ্বৈ মল্লবর্মণ

বিস্তারিত

1480. মুক্তিযুদ্ধবিষয়ক কাব্য নয় কোনটি?

  • ক. বাসন
  • খ. নিজবাসভূমে
  • গ. নেকড়ে অরণ্য
  • ঘ. হাঙর নদী গ্রেনেড

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1481. কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?

  • ক. শ্রীকান্ত
  • খ. মেজদিদি
  • গ. দেবদাস
  • ঘ. মৃত্যুক্ষুধা

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

1482. বাংলা নাট্যসাহিত্যে ‘নাট্যচার্য’ কার উপাধি?

  • ক. আতাউর রহমান
  • খ. ড. ইনামুল হক
  • গ. সাইদ আহমেদ
  • ঘ. সেলিম আল দীন

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

1483. ‘আকাশলীনা’ কবিতার রচয়িতা কে?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1484. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?

  • ক. আনন্দময়ীর আগমনে
  • খ. কাণ্ডারী হুশিয়ার
  • গ. বিদ্রোহী
  • ঘ. অগ্রপথিক

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

1485. ‘নীলদর্পণ’ নাটকের নাট্যকার কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. মুনীর চৌধুরী
  • গ. দীনবন্ধু মিত্র
  • ঘ. শ্যামল মিত্র

উত্তরঃ দীনবন্ধু মিত্র

বিস্তারিত

1486. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ঈশ্বর গুপ্ত
  • ঘ. অক্ষয় কুমার বড়াল

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1487. প্রতীকধর্মী গ্রন্থ কোনটি?

  • ক. অনূদিত অন্ধকার
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. কুলায় কালস্রোত
  • ঘ. ক্রীতদাসের হাসি

উত্তরঃ ক্রীতদাসের হাসি

বিস্তারিত

1488. নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?

  • ক. সারেং বউ
  • খ. সূর্যদীঘল বাড়ী
  • গ. আরেক ফাল্গুন
  • ঘ. চাঁদের অসাবস্যা

উত্তরঃ চাঁদের অসাবস্যা

বিস্তারিত

1489. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?

  • ক. ছোটগল্প
  • খ. কাব্য
  • গ. নাটক
  • ঘ. উপন্যাস

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1490. ‘হাতেম তাই’ গ্রন্থের অনুবাদক কে?

  • ক. ফকির গরিবুল্লাহ্
  • খ. সৈয়দ হামজা
  • গ. আলাওল
  • ঘ. সাবিরিদ খান

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

1491. ‘লোকরহস্য’ প্রবন্ধের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1492. ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ - গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. অতুল প্রসাদ সেন
  • গ. রজনীকান্ত সেন
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1493. ‘নাট্যচার্য’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন -

  • ক. মামুন অর রশীদ
  • খ. দীনবন্ধু মিত্র
  • গ. সেলিম আল দীন
  • ঘ. মমতাজ জদদীন আহমদ

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

1494. ‘মৈমনসিংহ গীতাকা’র সংগ্রাহক কে ছিলেন?

  • ক. আশুতোষ ভট্টাচার্য
  • খ. রওশন ইজদানী
  • গ. চন্দ্রকুমার দে
  • ঘ. দীনেশচন্দ্র সেন

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

1495. মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?

  • ক. রক্তাক্ত প্রান্তর
  • খ. মুখরা রমণী বশীকরণ
  • গ. কবর
  • ঘ. চিঠি

উত্তরঃ মুখরা রমণী বশীকরণ

বিস্তারিত

1496. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1497. কোন বাক্যে ‘ক্ষমতা’ অর্থে ‘মুখ’ শব্দটির ব্যবহার ঘটেছে?

  • ক. যত বড় মুখ নয় তত বড় কথা।
  • খ. মুখে মুখে কথা বলো না তো।
  • গ. চার রাস্তার মুখেই চায়ের স্টল
  • ঘ. তোমার তো মুখের লাগাম নেই।

উত্তরঃ যত বড় মুখ নয় তত বড় কথা।

বিস্তারিত

1498. ভাষা আন্দোলনের প্রভাবে রচিত উপন্যাস হচ্ছে -

  • ক. নকল শহর
  • খ. আরেক ফাল্গুন
  • গ. দোযখের ওম
  • ঘ. আসাদের শার্ট

উত্তরঃ আরেক ফাল্গুন

বিস্তারিত

1499. ‘সবুজের অভিযান’ শীর্ষক কবিতার রচয়িতা কে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1500. ‘চোখের বালি’ উপন্যাসটি লিখেছেন কে?

  • ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects