সাহিত্য

1401. ‘সিরাজুম মুনীরা’ কাব্যগ্রন্থের কবি কে?

  • ক. আহসান হাবীব
  • খ. ফররুখ আহমদ
  • গ. আবুল হোসেন
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

1402. কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?

  • ক. কবিতা
  • খ. উপন্যাস
  • গ. গল্প
  • ঘ. গীতিনাট্য

উত্তরঃ গীতিনাট্য

বিস্তারিত

1403. ‘স্বভাব কবি’ বলা হয় কাকে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. গোবিন্দচন্দ্র দাস

উত্তরঃ গোবিন্দচন্দ্র দাস

বিস্তারিত

1404. ‘হুলিয়া’ কবিতার কবি কে?

  • ক. হুমায়ুন কবির
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. আবুল হাসান
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

1405. ‘মধুমালতী’ কাব্যগ্রন্থের কবি হলেন -

  • ক. শাহ গরীবুল্লাহ
  • খ. সৈয়দ সুলতান
  • গ. জৈনুদ্দীন
  • ঘ. সৈয়দ হামজা

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

1406. মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. অন্নদামঙ্গল
  • ঘ. ধর্মমঙ্গল

উত্তরঃ চণ্ডীমঙ্গল

বিস্তারিত

1407. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?

  • ক. ঝরা পালক
  • খ. অগ্নিবীণা
  • গ. দোলনচাঁপা
  • ঘ. পূবের হাওয়া

উত্তরঃ ঝরা পালক

বিস্তারিত

1408. ‘বিসর্জন’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত -।

  • ক. কাব্যনাটক
  • খ. উপন্যাস
  • গ. আত্মজীবনী
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ কাব্যনাটক

বিস্তারিত

1409. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হুমায়ুন কবির
  • খ. আবুল ফজল
  • গ. আকবর আলী
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ হুমায়ুন কবির

বিস্তারিত

1410. মধ্যযুগের বাংলাভঅষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

  • ক. চৈতন্যচরিতামৃত
  • খ. বৈষ্ণব পদাবলি
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. শ্রীকৃষ্ণ বিজয়

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

1411. ‘বসন্তকুমারী’ নাটকের নাট্যকার হলেন -

  • ক. দীনবন্ধু মিত্র
  • খ. মাইকেল মধুদূদন দত্ত
  • গ. উমেশচন্দ্র মিত্র
  • ঘ. মীর মশাররফ হোসেন

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1412. ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ আখ্যানের রচয়িতা কে?

  • ক. দৌলত কাজী
  • খ. শাহ মুহম্মদ সগীর
  • গ. সৈয়দ সুলতান
  • ঘ. সৈয়দ হামজা

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

1413. ‘পূর্বেই’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. পূর্বে
  • খ. পূর্ব
  • গ. পুব
  • ঘ. আগেই

উত্তরঃ আগেই

বিস্তারিত

1414. ‘ডালে ডালে কুসুম ভার’ - এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে?

  • ক. সমূহ
  • খ. বোঝা
  • গ. গুরুত্ব
  • ঘ. বিষাদ

উত্তরঃ সমূহ

বিস্তারিত

1415. কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন- বাক্যে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. সামান্য
  • খ. গভীরতা
  • গ. আধিক্য
  • ঘ. তীব্রতা

উত্তরঃ আধিক্য

বিস্তারিত

1417. ‘ছন্দের যাদুকর’ কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1418. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. সুকুমার সেন

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

1419. বাক্যে কোন যতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই?

  • ক. কোলন
  • খ. সেমিকোলন
  • গ. হাইফেন
  • ঘ. ড্যাস

উত্তরঃ হাইফেন

বিস্তারিত

1420. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

1421. ‘রাজায় রাজায় লড়াই করছে’ - এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

  • ক. প্রযোজক কর্তা
  • খ. মূখ্য কর্তা
  • গ. ব্যতিহার কর্তা
  • ঘ. ণিজন্ত কর্তা

উত্তরঃ ব্যতিহার কর্তা

বিস্তারিত

1422. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. রোমান্টিক প্রণয়কাব্য
  • ঘ. রম্যরচনা

উত্তরঃ রোমান্টিক প্রণয়কাব্য

বিস্তারিত

1423. কায়কোবাদের প্রকৃত নাম কী?

  • ক. কাজেম আল কোরেশী
  • খ. আবু নাসের কায়কোবাদ
  • গ. কায়কোবাদ ইসলাম
  • ঘ. আবুল হোসেন কায়কোবাদ

উত্তরঃ কাজেম আল কোরেশী

বিস্তারিত

1424. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মোতাহের হোসেন চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1425. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’ -অর্থটি কোন প্রবাসে ব্যক্ত হয়েছে?

  • ক. কানা ছেলের নাম পদ্মলোচন
  • খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  • গ. অসারের তর্জন-গর্জন সার
  • ঘ. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া

উত্তরঃ অসারের তর্জন-গর্জন সার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects