সাহিত্য

1426. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

  • ক. কমা
  • খ. দাড়ি
  • গ. কোলন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ কমা

বিস্তারিত

1427. বাংলা সাধু ভাষার জনক কে?

  • ক. হরলাল রায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1428. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

  • ক. কথ্য ভাষা
  • খ. লেখ্য ভাষা
  • গ. সাধু ভাষা
  • ঘ. চলিত ভাষা

উত্তরঃ সাধু ভাষা

বিস্তারিত

1429. বিরাম চিহ্নের প্রবর্তক কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. আব্দুল হাকিম

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1430. ‘বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ’ ... বাক্যের ক্রিয়াটি কোন কালের?

  • ক. সাধারণ বর্তমান
  • খ. সাধারণ অতীত
  • গ. পুরাঘটিত অতীত
  • ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তরঃ সাধারণ বর্তমান

বিস্তারিত

1431. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?

  • ক. সামনে একটা বাঁশ বাগান পড়ল
  • খ. সামনে একটি বাঁশ বাগাান পড়িল
  • গ. সামনে একটা বাঁশ বাগান পড়িল
  • ঘ. সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল

উত্তরঃ সামনে একটা বাঁশ বাগান পড়ল

বিস্তারিত

1432. ‘পুষ্প’ শব্দের বহুবচন কোনটি?

  • ক. পুষ্পলাল
  • খ. পুস্পদাম
  • গ. পুষ্পবৃন্দ
  • ঘ. পুষ্পবর্গ

উত্তরঃ পুস্পদাম

বিস্তারিত

1433. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • খ. বাংলা একাডেমি
  • গ. এশিয়াটিক সোসাইটি
  • ঘ. নজরুল ইনস্টিটিউট

উত্তরঃ বাংলা একাডেমি

বিস্তারিত

1434. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ এর রচয়িতা কে?

  • ক. রামনারায়ণ তর্করত্ন
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. মদনমোহন তর্কালঙ্কার

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

বিস্তারিত

1435. বঙ্গবন্ধুর আত্মজীবনী দ্বিতীয় গ্রন্থের নাম কি?

  • ক. কারাগারের রোজনামচা
  • খ. আমি বিজয় দেখেছি
  • গ. অসমাপ্ত আত্মজীবনী
  • ঘ. আমি শেখ মুজিব বলছি

উত্তরঃ কারাগারের রোজনামচা

বিস্তারিত

1436. ‘হুলিয়া’ কবিতাটি কার রচনা?

  • ক. শামসুর রাহমান
  • খ. শহীদ কাদরী
  • গ. নির্মলেন্দু গুণ
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

1437. ‘রূপসী বাংলা’ কার কাব্যগ্রন্থ?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1438. ‘শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম?

  • ক. গল্প
  • খ. উপন্যাস
  • গ. নাটক
  • ঘ. কাব্যগ্রন্থ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1439. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?

  • ক. নূরলদীনের সারাজীবন
  • খ. একদিন প্রতিদিন
  • গ. বহুব্রীহি
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

1440. ‘২৫ বৈশাখ’ কার জন্মদিন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শামসুর রাহমান
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1441. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. চর্যাপদ
  • ঘ. জঙ্গনামা

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1442. ‘সূর্য-দীঘল বাড়ী’ কোন প্রকারের রচনা?

  • ক. নাটক
  • খ. জীবনকাহিনী
  • গ. উপন্যাস
  • ঘ. কবিতা

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1443. ‘নন্দিত নরকে’ উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মুনীর চৌধুরী
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্
  • ঘ. হুমায়ূন আহমেদ

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

1444. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি কার রচনা?

  • ক. নবীন চন্দ্র সেন
  • খ. মধুসূদন দত্ত
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1445. ‘ছন্দের জাদুকর’ কাকে বলা হয়?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1446. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  • ক. ঘরে বাইরে
  • খ. রক্তকরবী
  • গ. চোখের বালি
  • ঘ. বলাকা

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

1447. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা?

  • ক. খোয়াবনামা
  • খ. নেকড়ে অরণ্য
  • গ. হাজার বছর ধরে
  • ঘ. দলিল

উত্তরঃ নেকড়ে অরণ্য

বিস্তারিত

1448. ‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’ - বাক্যটি কোন কালের?

  • ক. সাধারণ ভবিষ্যৎ
  • খ. নিত্যবৃত্ত বর্তমান
  • গ. পুরাঘটিত বর্তমান
  • ঘ. পুরাঘটিত অতীত

উত্তরঃ পুরাঘটিত বর্তমান

বিস্তারিত

1449. ‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’- পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. বিদ্যাপতি
  • খ. আলাওল
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞানদাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

1450. Balled কী?

  • ক. লোকগাথা
  • খ. গাথা
  • গ. সাদৃশ্য
  • ঘ. গীতিকা

উত্তরঃ গীতিকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects