সাহিত্য
1351. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
- ক. ফররুখ আহমেদ
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1352. কোনটি উপন্যাস নয়?
- ক. হাঁসুলি বাঁকের উপকথা
- খ. কবিতার কথা
- গ. পথের পাঁচাল
- ঘ. দিবারাত্রির কাব্য
উত্তরঃ কবিতার কথা
1353. ‘বাংলার মাটি বাংলার জল’ কার রচনা?
- ক. নির্মলেন্দু গুণ
- খ. জাহিদুল হক
- গ. শামসুর রাহমান
- ঘ. আবুল হাসান
উত্তরঃ নির্মলেন্দু গুণ
1354. ’কী’ হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’ - ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
- ক. নিমিত্ত
- খ. প্রসঙ্গ
- গ. ব্যাপ্তি
- ঘ. প্রার্থনা
উত্তরঃ নিমিত্ত
1355. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ - কার রচনা?
- ক. সেলিম আল-দীন
- খ. সৈয়দ শামসুল হক
- গ. জসীমউদদীন
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ সৈয়দ শামসুল হক
- ক. সওগাত
- খ. সমকাল
- গ. মোহাম্মাদী
- ঘ. শিখা
উত্তরঃ শিখা
1357. কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
- ক. লাইনী মজনু
- খ. পদ্মাবতী
- গ. ইউসুফ জোলেখা
- ঘ. ময়মনসিংহ গীতিকা
উত্তরঃ ময়মনসিংহ গীতিকা
1358. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি -
- ক. গল্প
- খ. উপন্যাস
- গ. প্রবন্ধ
- ঘ. নাটক
উত্তরঃ প্রবন্ধ
1359. ‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত?
- ক. মাত্রাবৃত্ত
- খ. স্বরবৃত্ত
- গ. অমিত্রাক্ষর
- ঘ. অক্ষরবৃত্ত
উত্তরঃ মাত্রাবৃত্ত
1361. বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. রাজশেখর বসু
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
1362. ‘সঞ্চয়িতা’ কার কাব্য সংকলন?
- ক. বুদ্ধদেব বসু
- খ. জসীমউদদীন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জীবনানন্দ দাশ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1363. ‘স্বাধীনতা তুমি’-কবিতাটির কবি কে?
- ক. আবুল হোসেন
- খ. আহসান হাবীব
- গ. শামসুর রাহমান
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ শামসুর রাহমান
1364. ‘লালসালু’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. মাহমুদুল হক
- গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
1365. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক -
- ক. রক্তাক্ত প্রান্তর
- খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
- গ. নূরুলদীনের সারাজীবন
- ঘ. সুবচন নির্বাসনে
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
1366. ‘কী বিপদ! লোকটা যে পিছু ছাড়ে না’ - কী কোন অর্থ প্রকাশ করছে?
- ক. বিস্ময়
- খ. বিড়ম্বনা
- গ. আনন্দ
- ঘ. বিরক্তি
উত্তরঃ বিরক্তি
1368. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- ক. দুর্গেশনন্দিনী
- খ. পদ্মানদীর মাঝি
- গ. কপালকুণ্ডলা
- ঘ. গোরা
উত্তরঃ দুর্গেশনন্দিনী
1369. কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. আহসান হাবীব
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
1370. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
- ক. প্যাগনিজম
- খ. জৈনধর্ম
- গ. বৌদ্ধধর্ম
- ঘ. খ্রিস্টধর্ম
উত্তরঃ বৌদ্ধধর্ম
1371. কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে?
- ক. বুদ্ধদেব বসু
- খ. জীবনানন্দ দাশ
- গ. বিষ্ণু দে
- ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ জীবনানন্দ দাশ
1372. কোন বাক্যটি প্রয়োজক ক্রিয়া দ্বারা গঠিত?
- ক. সাপুড়ে সাপ খেলায়
- খ. শিশুটি কাঁদে
- গ. তোমার পরিশ্রমের ফল ফলেছে
- ঘ. মাথা ঝিম ঝিম করছে
উত্তরঃ সাপুড়ে সাপ খেলায়
1373. ‘কবর’ কবিতাটি কার রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. জসীমউদদীন
- গ. আব্বাস উদ্দীন
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ জসীমউদদীন
1374. ‘রামায়ণ’ এর প্রথম বাংলা অনুবাদ কে করেন?
- ক. শ্রীকর নন্দী
- খ. বাল্মীকি
- গ. কবীন্দ্র পরমেশ্বর
- ঘ. কৃত্তিদাস ওঝা
উত্তরঃ কৃত্তিদাস ওঝা
1375. ‘খোয়াবনামা’ কার লেখা?
- ক. সত্যেন সেন
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. রাহাত খান
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস