সাহিত্য

1301. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?

  • ক. দীনবন্ধু মিত্র
  • খ. রাজশেখর বসু
  • গ. মুকুন্দরাম
  • ঘ. গোবিন্দ দাস

উত্তরঃ রাজশেখর বসু

বিস্তারিত

1302. মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি কে?

  • ক. কায়কোবাদ
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহাম্মদ সগীর

উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর

বিস্তারিত

1303. কিশোরদের জন্য রচিত হুমায়ুন আজাদের গ্রন্থ কোনখানি?

  • ক. লাল নীল দীপাবলি
  • খ. ওটেন সাহেবের বাংলো
  • গ. হাত কাটা রবিন
  • ঘ. অপারেশন কাকনপুর

উত্তরঃ লাল নীল দীপাবলি

বিস্তারিত

1304. ‘চৈতন্য - চরিত’ এর শ্রেষ্ঠ রচয়িতা হলেন -

  • ক. কৃষ্ণদাস কবিরাজ
  • খ. রূপরাম চক্রবর্তী
  • গ. নরহরি চক্রবর্তী
  • ঘ. গোবিন্দদাস কবিরাজ

উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ

বিস্তারিত

1305. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. অগ্নিবীণা
  • খ. সর্বহারা
  • গ. ছায়ানট
  • ঘ. চক্রবাক

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1306. জসীমউদদীন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে -

  • ক. সোজন বাদিয়ার ঘাট
  • খ. ঠাকুর বাড়ির আঙিনায়
  • গ. রঙিলা নায়ের মাঝি
  • ঘ. এক পয়সার আলতা

উত্তরঃ ঠাকুর বাড়ির আঙিনায়

বিস্তারিত

1307. ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ কাব্য পঙক্তিটির রচয়িতা হচ্ছেন -

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. গোবিন্দচন্দ্র দাস
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. বলেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1308. শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -

  • ক. খাঁচায়
  • খ. ওঙ্কার
  • গ. জলাঙ্গী
  • ঘ. চৌচির

উত্তরঃ জলাঙ্গী

বিস্তারিত

1309. বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি?

  • ক. বোধেদয়
  • খ. ভ্রান্তিবিলাস
  • গ. ব্রজবিলাস
  • ঘ. জীবনচরিত

উত্তরঃ ব্রজবিলাস

বিস্তারিত

1310. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে -

  • ক. সাত সাগরের মাঝি
  • খ. একচক্ষু হরিণ
  • গ. রাজা যায় রাজা আসে
  • ঘ. নিরালোকে দিব্যরথ

উত্তরঃ নিরালোকে দিব্যরথ

বিস্তারিত

1311. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. সোনার তরী
  • খ. প্রভাতসঙ্গীত
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. গীতাঞ্জলি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1312. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি?

  • ক. রঙ্গমতী
  • খ. বঙ্গনারী
  • গ. ব্রজাঙ্গনা
  • ঘ. বীরাঙ্গনা

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

1313. কোন জন ‘চর্যাপদ’ - এর পদকার?

  • ক. চণ্ডীদাস
  • খ. লুইপাদ
  • গ. আলাওল
  • ঘ. বিদ্যাপতি

উত্তরঃ লুইপাদ

বিস্তারিত

1314. ‘বড়াুয় ‘ চরিত্রটি পাওয়া যায় -

  • ক. শূন্যপুরাণে
  • খ. মঙ্গলকাব্যে
  • গ. লোকসাহিত্য
  • ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

1315. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র হচ্ছে -

  • ক. জ্ঞানান্বেষণ
  • খ. দিগদর্শন
  • গ. বঙ্গদর্শন
  • ঘ. আর্যদর্শন

উত্তরঃ দিগদর্শন

বিস্তারিত

1316. ‘বিষাদসিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1317. ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ বইয়ের লেখকের নাম কী?

  • ক. জাহানারা ইমাম
  • খ. হাসান ইমাম
  • গ. মেজর রফিকুল ইসলাম
  • ঘ. হুমায়ূন আহমেদ

উত্তরঃ মেজর রফিকুল ইসলাম

বিস্তারিত

1318. ‘রোহিণী’ কোন উপন্যাসের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গৃহদাহ
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. রাজর্ষি

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

1319. নিচের কোনিট উপন্যাস?

  • ক. নেমেসিস
  • খ. শেষের কবিতা
  • গ. পদ্মাবতী
  • ঘ. নবান্ন

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

1320. বাংলা ১১৭৬ সন কোনটির সাথে সংশ্লিষ্ট?

  • ক. সিপাহি বিদ্রোহী
  • খ. বঙ্গভঙ্গ
  • গ. ছিয়াত্তরের মন্বন্তর
  • ঘ. দেশভাগ

উত্তরঃ ছিয়াত্তরের মন্বন্তর

বিস্তারিত

1321. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?

  • ক. শরৎচন্দ্র চট্টোপ্যাধায়
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1322. জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন কে?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. বিষ্ণু দে
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ বুদ্ধদেব বসু

বিস্তারিত

1323. কোন গ্রন্থটি আলাওল রচিত নয়?

  • ক. ইউসুফ জুলেখা
  • খ. তোহফা
  • গ. পদ্মাবতী
  • ঘ. হপ্তপয়কর

উত্তরঃ ইউসুফ জুলেখা

বিস্তারিত

1324. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি রচনা করেন -

  • ক. সেলিম আল দীন
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. শওকত ওসমান
  • ঘ. শওকত আলী

উত্তরঃ শওকত আলী

বিস্তারিত

1325. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - উক্তিটি কার?

  • ক. নবকুমার
  • খ. শ্রীকান্ত
  • গ. কপালকুণ্ডলা
  • ঘ. কুমুদিনী

উত্তরঃ কপালকুণ্ডলা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects