সাহিত্য

1226. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, প্রাচীনতম চর্যাকার কে?

  • ক. কাহ্নপা
  • খ. শবরপা
  • গ. সরহপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ শবরপা

বিস্তারিত

1227. চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন?

  • ক. বিজয়চন্দ্র মজুমদার
  • খ. প্রবোধচন্দ্র বাগচী
  • গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. সুকুমার রায়

উত্তরঃ প্রবোধচন্দ্র বাগচী

বিস্তারিত

1228. কুক্কুরী পা এর পদ সংখ্যা কয়টি?

  • ক. ৮টি
  • খ. ৪টি
  • গ. ২টি
  • ঘ. ৩টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

1229. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?

  • ক. ১৮১৭
  • খ. ১৮৫২
  • গ. ১৮৩২
  • ঘ. ১৮৫৩

উত্তরঃ ১৮৫৩

বিস্তারিত

1230. ‘কবিকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন -

  • ক. তফাজ্জল হোসেন
  • খ. ফজল শাহাবুদ্দীন
  • গ. আবদুল কাদির
  • ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ ফজল শাহাবুদ্দীন

বিস্তারিত

1231. ‘সব পেয়েছির দেশে’ ভ্রমণকাহিনির লেখক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. হাান হাফিজুর রহমান
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ বুদ্ধদেব বসু

বিস্তারিত

1233. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?

  • ক. সৈয়দ আলী আহসান
  • খ. কবীর চৌধুরী
  • গ. ড. সিরাজুল ইসলাম চৌধুরী
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ সৈয়দ আলী আহসান

বিস্তারিত

1234. ‘শবপোড়া’ শব্দটিতে কী দোষ দেখা যায়?

  • ক. আকাঙক্ষার ভুল প্রয়োগ
  • খ. উপমা প্রয়োগে ভুল
  • গ. দুর্বোধ্যতা
  • ঘ. গুরুচণ্ডালী

উত্তরঃ গুরুচণ্ডালী

বিস্তারিত

1235. ‘হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী’ - বাক্যে ‘কিংবা’ কোন শ্রেণীর অব্যয়?

  • ক. অনন্বয়ী
  • খ. সমুচ্চয়ী
  • গ. অনুকার
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

1236. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল -।

  • ক. বনফুল
  • খ. যাযাবর
  • গ. বীরবল
  • ঘ. ভানুসিংহ

উত্তরঃ বীরবল

বিস্তারিত

1237. ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?

  • ক. উপন্যাস
  • খ. ছোটগল্প
  • গ. আত্মজীবনী
  • ঘ. রেজনামচা

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1238. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?

  • ক. হস্তিসকল
  • খ. হস্তিযূথ
  • গ. হস্তিবর্গ
  • ঘ. হস্তিসব

উত্তরঃ হস্তিযূথ

বিস্তারিত

1240. ‘লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. লিখতেছিলেন
  • খ. লিখছিলেন
  • গ. লিখেছিলেন
  • ঘ. লিখছিলাম

উত্তরঃ লিখছিলেন

বিস্তারিত

1241. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. কী চাহ শঙ্খচিল
  • খ. রেইন কোর্ট
  • গ. জন্ম যদি তব বঙ্গে
  • ঘ. রাইফেল রোটি আওরাত

উত্তরঃ রাইফেল রোটি আওরাত

বিস্তারিত

1242. বিহারীলাল চক্রবর্তী ‘সাধের আসন’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

  • ক. স্বর্ণকুমারী দেবীকে
  • খ. মানকুমারী বসুকে
  • গ. কাদম্বরী দেবীকে
  • ঘ. মৃণালিনী দেবীকে

উত্তরঃ কাদম্বরী দেবীকে

বিস্তারিত

1243. ‘চর্যাপদ’ আবিস্কৃত হয় -

  • ক. ১৯০৬ সালে
  • খ. ১৯০৭ সালে
  • গ. ১৯০৮ সালে
  • ঘ. ১৯০৯ সালে

উত্তরঃ ১৯০৭ সালে

বিস্তারিত

1244. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?

  • ক. আলারের ঘরে দুলাল
  • খ. হুতুম প্যাঁচার নকশা
  • গ. দুর্গেশনন্দিনী
  • ঘ. চোখের বালি

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

1245. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?

  • ক. গিরিশচন্দ্র ঘোষ
  • খ. মাইকেল মধুদূদন দত্ত
  • গ. দীনবন্ধু মিত্র
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মাইকেল মধুদূদন দত্ত

বিস্তারিত

1246. ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের কবি কে?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. বিষ্ণু দে
  • গ. আহসান হাবীব
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1247. আধুনিক গীতি কবিতার সর্বোচ্চ বিকাশ কার হাতে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1248. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৮০১ সালে
  • খ. ১৮০০ সালে
  • গ. ১৮০২ সালে
  • ঘ. ১৮০৪ সালে

উত্তরঃ ১৮০০ সালে

বিস্তারিত

1249. ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন’ - কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?

  • ক. আদেশ
  • খ. উপদেশ
  • গ. প্রার্থনা
  • ঘ. অনুরোধ

উত্তরঃ প্রার্থনা

বিস্তারিত

1250. মধ্যযুগের কোন অবাঙালি কবি বাংলা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন?

  • ক. বিদ্যাপতি
  • খ. চণ্ডীদাস
  • গ. গোবিন্দ দাস
  • ঘ. লোচন দাস

উত্তরঃ বিদ্যাপতি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects