সাহিত্য

1151. নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? - চরণগুলোর রচয়িতা কে?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. রামনিধি গুপ্ত
  • ঘ. আব্দুল হাকিম

উত্তরঃ রামনিধি গুপ্ত

বিস্তারিত

1152. কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন?

  • ক. বিদ্রোহী
  • খ. আনন্দময়ীর আগমনে
  • গ. সংকল্প
  • ঘ. সৃষ্টি সুখের উল্লাসে

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

1153. ‘চলে মুসাফির’ ভ্রমণমূলক গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. মুনীর চৌধুরী
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. জসীমউদদীন

উত্তরঃ জসীমউদদীন

বিস্তারিত

1154. কোনটি আহমদ ছফা রচিত ভাষা-আন্দোলন নির্ভর উপন্যাস?

  • ক. ওঙ্কার
  • খ. খাঁচায়
  • গ. চৌচির
  • ঘ. সময়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1155. ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ শীর্ষক ছোটগল্পের রচয়িতা কে?

  • ক. সৈয়দ মুজতবা আলী
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. হাসান আজিজুল হক

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1156. ‘সময়’ অর্থে ‘মাথা’ শব্দ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?

  • ক. রাস্তার চৌমাথায় তার বাড়ি
  • খ. আমার খুব মাথা ব্যথা করছে
  • গ. রাগের মাথায় কিছু করো না
  • ঘ. সকাল বেলায় গাছের মাথায় আলো

উত্তরঃ সকাল বেলায় গাছের মাথায় আলো

বিস্তারিত

1157. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্য’ এর রচয়িতা কে?

  • ক. অনন্ত চণ্ডীদাস
  • খ. বড়ু চণ্ডীদাস
  • গ. দ্বিজ চণ্ডীদাস
  • ঘ. দীন চণ্ডীদাস

উত্তরঃ বড়ু চণ্ডীদাস

বিস্তারিত

1158. কোন সংস্কৃত ভাষায় রচিত কাব্য-সংকলনে বাঙালি কবিদের শ্লোক অন্তর্ভুক্ত হয়েছে?

  • ক. গীতাগোবিন্দ -তে
  • খ. প্রাকৃতপৈঙ্গল- এ
  • গ. কবীন্দ্রবচন - এ
  • ঘ. সদুক্তিকর্ণামৃত - তে

উত্তরঃ প্রাকৃতপৈঙ্গল- এ

বিস্তারিত

1159. কোনটি মুক্তিযুদ্ধনির্ভর কাব্যনাট্য?

  • ক. আবার তোরা মানুষ হ
  • খ. অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী
  • গ. চরকাঁকড়ার ডকুমেন্টারি
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

1160. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -

  • ক. উদাসীন পথিকের মনের কথা
  • খ. মুচিরাম পুড়ের আত্মকথা
  • গ. হাঁসুলী বাঁকের উপকথা
  • ঘ. ইতিহাসের পরের কথা

উত্তরঃ উদাসীন পথিকের মনের কথা

বিস্তারিত

1161. ‘ইউসুফ জোলেখা’ আখ্যান কাব্যটির রচয়িতা -

  • ক. পণ্ডিতকবি আলাওল
  • খ. দৌলত উজির বাহরাম খাঁ
  • গ. শাহ মুহম্মদ সগীর
  • ঘ. সেনাপতি দৌলত কাজী

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

1162. শব্দের ‘মূল’ কে বলা হয় -

  • ক. বিভক্তি
  • খ. প্রকৃতি
  • গ. প্রত্যয়
  • ঘ. অব্যয়

উত্তরঃ প্রকৃতি

বিস্তারিত

1163. কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি?

  • ক. হিজিবিজি
  • খ. পঞ্চসঙ্গী
  • গ. চিচিংফাঁক
  • ঘ. কানামামা

উত্তরঃ পঞ্চসঙ্গী

বিস্তারিত

1164. কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ?

  • ক. দুধভাতে উৎপাত
  • খ. নামহীন গোত্রহীন
  • গ. অরক্ষিত জনপদ
  • ঘ. অবিনাশী আয়োজন

উত্তরঃ নামহীন গোত্রহীন

বিস্তারিত

1165. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৌতুকরসের গ্রন্থ কোনটি?

  • ক. পরিব্রাজক
  • খ. লোকরহস্য
  • গ. নিভৃতচিন্তা
  • ঘ. রত্নরহস্য

উত্তরঃ লোকরহস্য

বিস্তারিত

1166. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?

  • ক. বেতারপঞ্চবিংশতি
  • খ. ওরিয়েন্টাল ফেবুলিস্ট
  • গ. ইংরেজি বাংলা শব্দকোষ
  • ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র

উত্তরঃ বেতারপঞ্চবিংশতি

বিস্তারিত

1167. স্বতঃসিদ্ধ ‘ণ’ বসেছে কোন শব্দে?

  • ক. কারণ
  • খ. বারণ
  • গ. আপণ
  • ঘ. বারণ

উত্তরঃ আপণ

বিস্তারিত

1168. মধুসূদন দত্ত রচিত ইতিহাস-আশ্রিত নাটক হচ্ছে -

  • ক. বেণীসংহার
  • খ. কীর্তিবিলাস
  • গ. মালতীমাধব
  • ঘ. কৃষ্ণকুমারী

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

1169. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. শ্রীকৃষ্ণকীর্তন
  • খ. মনসামঙ্গল
  • গ. চণ্ডীমঙ্গল
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1170. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

  • ক. এশিয়াটিক সোসাইটি
  • খ. বাংলা একাডেমি
  • গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঘ. শিল্পকলা একাডেমি

উত্তরঃ বাংলা একাডেমি

বিস্তারিত

1171. ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসটির ঔপন্যাসিক কে?

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শওক আলী
  • ঘ. রিজিয়া রহমান

উত্তরঃ শওক আলী

বিস্তারিত

1172. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচনা?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. জহির রায়হান
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

1173. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. রফিক আজাদ
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1174. ‘আশার বসতি’ কোন কবির রচনা?

  • ক. ফররুখ আহমেদ
  • খ. আহসান হাবীব
  • গ. আবুল হোসেন
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

1175. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?

  • ক. ১৮০১ খ্রি.
  • খ. ১৮০২ খ্রি.
  • গ. ১৮০৫ খ্রি.
  • ঘ. ১৮১৫ খ্রি.

উত্তরঃ ১৮০১ খ্রি.

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects