সাহিত্য
1101. মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা কোনটি?
- ক. পদ্মাবতী
- খ. কৃষ্ণকুমারী
- গ. বীরাঙ্গনা
- ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ ব্রজাঙ্গনা
1102. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে -
- ক. মুখরা রমনী বশীকরণ
- খ. দেওয়ান গাজীর কিসসা
- গ. নূরলদীনের সারাজীবন
- ঘ. যৈবতী কন্যার মন
উত্তরঃ যৈবতী কন্যার মন
1103. বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক উপন্যাস হচ্ছে -
- ক. দুর্গেশনন্দিনী
- খ. কপালকুণ্ডলা
- গ. যুগলাঙ্গুরীয়
- ঘ. আনন্দমঠ
উত্তরঃ দুর্গেশনন্দিনী
1104. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে -
- ক. বাউণ্ডেলের আত্মকাহিনী
- খ. রাজবন্দীর জবানবন্দী
- গ. গাজী মিয়াঁর বস্তানী
- ঘ. ঠাকুর বাড়ির আঙিনায়
উত্তরঃ বাউণ্ডেলের আত্মকাহিনী
1105. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. আবুল ফজল
- খ. জাহানারা ইমাম
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ হুমায়ূন আহমেদ
1106. ‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থটির রচয়িতা -
- ক. আবদুল ওদুদ
- খ. প্রমথ চৌধুরী
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. বদরুদ্দীন উমর
উত্তরঃ জীবনানন্দ দাশ
1108. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি?
- ক. সীতার বনবাস
- খ. প্রভাবতী সম্ভাষণ
- গ. বেতালপঞ্চবিংশতি
- ঘ. বাঙ্গালীর ইতিহাস
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
1109. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্ত গ্রন্থ কোনটি?
- ক. মহাশ্মশান
- খ. শ্মশানভষ্ম
- গ. বিষাদসিন্ধু
- ঘ. করুক্ষেত্র
উত্তরঃ বিষাদসিন্ধু
1110. ‘মৈমনসিংহ গীতিকা’ -র অন্তর্গত কাহিনিকাব্য কোনটি?
- ক. কাজলরেখা
- খ. সতীময়না
- গ. লায়লী মজনু
- ঘ. লোরচন্দ্রানী
উত্তরঃ কাজলরেখা
- ক. মোহাম্মদ মনিরুজ্জামান
- খ. গাজী মাজহারুল আনোয়ার
- গ. গৌরীপ্রসন্ন মজুমদার
- ঘ. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার
1112. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
- ক. মায়াবতী
- খ. পদ্মাবতী
- গ. রূপবতী
- ঘ. পদ্মরাগ
উত্তরঃ পদ্মরাগ
1113. কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি?
- ক. কানামামা
- খ. পঞ্চসঙ্গী
- গ. সারকাস
- ঘ. হাতেখড়ি
উত্তরঃ পঞ্চসঙ্গী
1114. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
- ক. বনফুল
- খ. শ্যামলী
- গ. ঝরা পালক
- ঘ. পূরবী
উত্তরঃ ঝরা পালক
1115. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার রচনা?
- ক. আনোয়ার পাশা
- খ. হুমায়ূন আহমেদ
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. আবু ইসহাক
উত্তরঃ আনোয়ার পাশা
1116. ‘ফেরারী সূর্য’ কী ধরনের গ্রন্থ?
- ক. কাব্যগ্রন্থ
- খ. উপন্যাস
- গ. প্রবন্ধগ্রন্থ
- ঘ. ছোটগল্প
উত্তরঃ উপন্যাস
1117. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের -
- ক. কবিতাগ্রন্থ
- খ. গল্পগ্রন্থ
- গ. উপন্যাস
- ঘ. প্রবন্ধগ্রন্থ
উত্তরঃ উপন্যাস
1118. জসীম উদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়?
- ক. নবযুগ
- খ. ধুমকেতু
- গ. যুগবাণী
- ঘ. কল্লোল
উত্তরঃ কল্লোল
1119. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুণের পরশমণি’ কার রচনা?
- ক. শওকত ওসমান
- খ. সৈয়দ শামসুল হক
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. আমজাদ হোসেন
উত্তরঃ হুমায়ূন আহমেদ
1120. বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রমথ চৌধুরী
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ প্রমথ চৌধুরী
1121. পত্রের প্রধান দুটি অংশ হচ্ছে -
- ক. প্রেরকের ও প্রাপকের ঠিকানা
- খ. প্রেরকের ঠিকানা ও তারিখ
- গ. পত্রগর্ভ ও শিরোনাম
- ঘ. মঙ্গলসূচক শব্দ ও সম্ভাষণ
উত্তরঃ পত্রগর্ভ ও শিরোনাম
1124. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’ কে বলেছেন?
- ক. শামসুর রাহমান
- খ. সিকান্দার আবু জাফর
- গ. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. আসাদ চৌধুরী
উত্তরঃ শামসুর রাহমান
1125. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ কবিতাংশটুকুর কবি কে?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. বেগম রোকেয়া
- গ. ড. নীলিমা ইব্রাহীম
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ বেগম সুফিয়া কামাল