সাহিত্য

1126. ‘কালিকলম’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

  • ক. মণিভূষণ মুখোপাধ্যায়
  • খ. মুজাফফর আহমদ
  • গ. আবুল হোসেন
  • ঘ. প্রেমেন্দমিত্র

উত্তরঃ প্রেমেন্দমিত্র

বিস্তারিত

1127. ‘সুবচন নির্বাসনে’ নাটকের নাট্যকার -

  • ক. আব্দুল্লাহ আল-মামুন
  • খ. মামুনুর রশীদ
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. সেলিম আলদীন

উত্তরঃ আব্দুল্লাহ আল-মামুন

বিস্তারিত

1128. ‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন?

  • ক. মহাকবি আলাওল
  • খ. আবদুল হাকিম
  • গ. কায়কোবাদ
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ আবদুল হাকিম

বিস্তারিত

1129. নিচের কোন বহুবচনটি সঠিক?

  • ক. মনুষ্যসকল
  • খ. মনুষ্যসমূহ
  • গ. পাখিসব
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

1130. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কার লেখা?

  • ক. জসীমউদদীন
  • খ. অতুল সেন
  • গ. আহসান হাবীব
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

1131. নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ?

  • ক. একাদশ
  • খ. পাঁচ
  • গ. পহেলা
  • ঘ. সিকি

উত্তরঃ একাদশ

বিস্তারিত

1132. ‘জীবন বিনিময়’ কবিতাটি কে লিখেন?

  • ক. আহসান হাবীব
  • খ. গোলাম মোস্তফা
  • গ. কায়কোবাদ
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ গোলাম মোস্তফা

বিস্তারিত

1133. মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ কে রচনা করেছেন?

  • ক. সুফিয়া কামাল
  • খ. সেলিনা হোসেন
  • গ. শামসুর রাহমান
  • ঘ. জাহানারা ইমাম

উত্তরঃ জাহানারা ইমাম

বিস্তারিত

1134. ‘ম্যাও ধরা’ ‘ধরা’ শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. পছন্দ হওয়া
  • খ. দায়িত্ব নেওয়া
  • গ. অনুরোধ করা
  • ঘ. একগুঁয়েমি দেখানো

উত্তরঃ দায়িত্ব নেওয়া

বিস্তারিত

1135. ‘কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ’। এ বাক্যে ‘কেবল’ হচ্ছে

  • ক. উপসর্গ
  • খ. অনুসর্গ
  • গ. ধাতু
  • ঘ. প্রকৃতি

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

1136. কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

  • ক. ঢাকা
  • খ. গোপালগঞ্জ
  • গ. মুন্সিগঞ্জ
  • ঘ. নারায়নগঞ্জ

উত্তরঃ গোপালগঞ্জ

বিস্তারিত

1137. ‘অদ্ভুত আধার এক বসেছে এ পৃথিবীতে আজ’ চরণটির কবি -

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুভাষ মুখোপাধ্যায়
  • গ. ফররুফ আহমদ
  • ঘ. আহসান হাবীব

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1138. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস -

  • ক. বং থেকে বাংলা
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. কাঁটাতারে প্রজাপতি
  • ঘ. চিলেকোঠাই সেপাই

উত্তরঃ চিলেকোঠাই সেপাই

বিস্তারিত

1139. ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’। গানটির গীতিকার কে?

  • ক. সলিল চৌধুরী
  • খ. গাজী মাজহারুল আনোয়ার
  • গ. গৌরি প্রসন্ন মজুমদার
  • ঘ. নজরুল ইসলাম বাবু

উত্তরঃ সলিল চৌধুরী

বিস্তারিত

1140. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?

  • ক. আনন্দময়ীর আগমনে
  • খ. নারী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. বিদ্রোহী

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

1141. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. দীনবন্ধু মিত্র

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1142. জনপ্রিয়তা : গর্ব = প্রত্যাখান :?

  • ক. অবহেলা
  • খ. ব্যর্থতা
  • গ. হতাশা
  • ঘ. অযোগ্যতা

উত্তরঃ হতাশা

বিস্তারিত

1143. 'Areeat' শব্দটির সাথে সম্পর্কযুক্ত -

  • ক. দান
  • খ. বিক্রয়
  • গ. উইল
  • ঘ. ওয়াকফ

উত্তরঃ দান

বিস্তারিত

1144. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. ধূমকেতু
  • খ. সওগাত
  • গ. মোসলেম ভারত
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

1145. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

  • ক. চলিত রীতি
  • খ. আঞ্চলিক রীতি
  • গ. কথ্য রীতি
  • ঘ. সাধু রীতি

উত্তরঃ সাধু রীতি

বিস্তারিত

1146. নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?

  • ক. ভাষা
  • খ. শব্দ
  • গ. ধ্বনি
  • ঘ. বাক্য

উত্তরঃ শব্দ

বিস্তারিত

1147. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?

  • ক. কবি সুফিয়া কামাল
  • খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ. রাবেয়া খাতুন
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

বিস্তারিত

1148. কোন কবি ‘ছন্দের জাদুকর’ নামে পরিচিত?

  • ক. সুকুমার রায়
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. আল মাহমুদ
  • ঘ. ভারতচন্দ্র

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1149. নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?

  • ক. কমা
  • খ. কোলন
  • গ. প্রশ্নবোধক চিহ্ন
  • ঘ. ব্র্যাকেট

উত্তরঃ ব্র্যাকেট

বিস্তারিত

1150. ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?

  • ক. দেখে
  • খ. দেখিল
  • গ. দেখিয়াছি
  • ঘ. দেখলাম

উত্তরঃ দেখে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects