সাহিত্য

1051. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. আলমগীর কবির
  • খ. তারেক মাসুদ
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. মোস্তফা সারোয়ার ফারুকী

উত্তরঃ তারেক মাসুদ

বিস্তারিত

1052. বাংলা সাাহিত্যের প্রথম নারী কবি কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. মহাশ্বেতা দেবী
  • গ. চন্দ্রাবতী
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ চন্দ্রাবতী

বিস্তারিত

1053. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. চিলেকোঠার সিপাই
  • খ. আগুনের পরশমণি
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ আগুনের পরশমণি

বিস্তারিত

1054. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ - কার কবিতা?

  • ক. শওকত ওসমান
  • খ. সিকান্দার আবু জাফর
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1055. কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয় -

  • ক. পদ্মাশ্রী
  • খ. পদ্মভূষণ
  • গ. পদ্মবিভূষণ
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ পদ্মভূষণ

বিস্তারিত

1056. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. আলমগীর কবির
  • খ. তারেক মাসুদ
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. মোস্তফা সারয়ার ফারুকী

উত্তরঃ তারেক মাসুদ

বিস্তারিত

1057. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. মহাশ্বেতা দেবী
  • গ. চন্দ্রাবতী
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ চন্দ্রাবতী

বিস্তারিত

1058. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ চরণটি কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বেগম সুফিয়া কামাল
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ কোনোটি নয়

বিস্তারিত

1059. ‘বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম’ কোন জেলায়?

  • ক. রাজশাহী
  • খ. রংপুর
  • গ. দিনাজপুর
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ রংপুর

বিস্তারিত

1060. ‘মগ্নচৈতন্য শিস’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. সৈয়দ শামছুল হক
  • খ. সেলিনা হোসেন
  • গ. বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়
  • ঘ. খালেদা এদিব চৌধুরী

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

1062. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের প্রেক্ষাপট কী?

  • ক. ভাষা আন্দোলন
  • খ. অসহযোগ আন্দোলন
  • গ. মুক্তিযুদ্ধ
  • ঘ. তেভাগা আন্দোলন

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

1063. ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  • ক. মহাকাব্য
  • খ. কাব্যনাট্য
  • গ. গল্প
  • ঘ. উপন্যাস

উত্তরঃ কাব্যনাট্য

বিস্তারিত

1064. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  • ক. চর্যাপদ
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. রামায়ণ
  • ঘ. মনসামঙ্গল

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1065. ‘সঞ্চয়িতা’ কার কাব্য সংকলন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সত্যেন্দ্রনাথ দত্তের
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
  • ঘ. মোহিতলাল মজুমদারের

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের

বিস্তারিত

1067. কাজী নজরুল ইলসাম রচিত উপন্যাস কোনটি?

  • ক. ক্ষুধিত পাষাণ
  • খ. মৃত্যুক্ষুধা
  • গ. জননী
  • ঘ. আগুন পাখি

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

1068. কুড়ি

  • ক. বনে কান্না
  • খ. বনের কান্না
  • গ. পাগলের প্রলাপ
  • ঘ. নিষ্ফল আবেদন

উত্তরঃ নিষ্ফল আবেদন

বিস্তারিত

1069. ‘রামায়ণ’ রচয়িতা কবি চন্দ্রাবতীর জন্মস্থান কোথায়?

  • ক. কলকাতা
  • খ. চব্বিশ পরগণা
  • গ. শান্তি নিকেতন
  • ঘ. কিশোরগঞ্জ

উত্তরঃ কিশোরগঞ্জ

বিস্তারিত

1070. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের রচয়িতা কে?

  • ক. ভারতচন্দ্র রায় গুণাকর
  • খ. মুকুন্দুরাম চক্রবর্তী
  • গ. বিজয় গুপ্ত
  • ঘ. ঘনরাম চক্রবর্তী

উত্তরঃ মুকুন্দুরাম চক্রবর্তী

বিস্তারিত

1071. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?

  • ক. নূরলদীনের সারাজীবন
  • খ. কবর
  • গ. কিত্তনখোলা
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

1072. ইয়ংবেঙ্গল আন্দোলনের পুরোধা - ব্যক্তি কে ছিলেন?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. কাজী আবদুল ওদুদ
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

উত্তরঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

বিস্তারিত

1073. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সুকুমার সেন
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. আহমদ শরীফ

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

1074. ‘চন্দ্রশেখর’ উপন্যাস কার লেখা?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. বিভূষিভূষণ বন্দোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1075. বাংলা একাডেমী রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে -

  • ক. ২০১৫ সালে
  • খ. ১৯৭১ সালে
  • গ. ২০১০ সালে
  • ঘ. ১৯৬০ সালে

উত্তরঃ ২০১০ সালে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects