সাহিত্য

1001. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে :

  • ক. গাজী মিয়াঁর বস্তানী
  • খ. আলালের ঘরের দুলাল
  • গ. হুতোম প্যাঁচার নক্সা
  • ঘ. কলিকাতা কমলালয়

উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী

বিস্তারিত

1002. ‘বেদান্তগ্রহ’ ও ‘বেদান্তসার’ কার রচনা?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. গোলকনাথ শর্মা
  • গ. রামরাম বসু
  • ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

1003. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুণের পরশমণি’ কার রচনা?

  • ক. আমজাদ হোসেন
  • খ. হুমায়ূন আহমেদ
  • গ. শওকত ওসমান
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

1004. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?

  • ক. আমজাদ হোসেন
  • খ. আলমগীর
  • গ. জহির রায়হান
  • ঘ. সুভাষ দত্ত

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

1005. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে অাখ্যায়িত করেন কে?

  • ক. বিষ্ণু দে
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ বুদ্ধদেব বসু

বিস্তারিত

1006. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. পদ্মমণি
  • খ. পদ্মাবতী
  • গ. পদ্মগোখরা
  • ঘ. পদ্মরাগ

উত্তরঃ পদ্মরাগ

বিস্তারিত

1007. বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

  • ক. প্রাতিপদিক
  • খ. নাম পদ
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. কৃদন্ত শব্দ

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

1008. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক’ ! - বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. অনুকার অব্যয়
  • গ. পদান্বয়ী অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

1009. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

  • ক. ভ্রমণ কাহিনী
  • খ. উপন্যাস
  • গ. নাটক
  • ঘ. কবিতা

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1010. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন -

  • ক. সতীন সরকার
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. শামসুর রহমান

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1011. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

  • ক. খ্রীষ্টধর্ম
  • খ. প্যাগনিজম
  • গ. জৈনধর্ম
  • ঘ. বৌদ্ধধর্ম

উত্তরঃ বৌদ্ধধর্ম

বিস্তারিত

1012. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

  • ক. কাহ্নপাদ
  • খ. লুইপাদ
  • গ. শান্তিপাদ
  • ঘ. রমণীপাদ

উত্তরঃ রমণীপাদ

বিস্তারিত

1013. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

  • ক. ময়মনসিংহ গীতিকা
  • খ. ইউসুফ জুলেখা
  • গ. পদ্মাবতী
  • ঘ. লাইলী মজনু

উত্তরঃ পদ্মাবতী

বিস্তারিত

1014. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

  • ক. সন্ধ্যাভাষা
  • খ. অধিভাষা
  • গ. ব্রজবুলি
  • ঘ. সংস্কৃত ভাষা

উত্তরঃ ব্রজবুলি

বিস্তারিত

1015. বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্যারীচাদ মিত্র
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1016. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. একটি কালো মেয়ের কথা
  • খ. তেইশ নম্বর তৈলচিত্র
  • গ. আয়নামতির পালা
  • ঘ. ইছামতী

উত্তরঃ একটি কালো মেয়ের কথা

বিস্তারিত

1017. ’কালো বরফ’ উপন্যাসটির বিষয়

  • ক. তেভাগা আন্দোলন
  • খ. ভাষা আন্দোলন
  • গ. মুক্তিযুদ্ধ
  • ঘ. দেশভাগ

উত্তরঃ দেশভাগ

বিস্তারিত

1018. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. রামানন্দ চট্টোপাধ্যায়
  • গ. শামসুর রাহমান
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার

বিস্তারিত

1019. ‘জীবনস্মৃতি’ কার রচনা?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1020. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1021. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে?

  • ক. চণ্ডীচরণ মুনশী
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মদনমোহন তর্কালঙ্কার

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

বিস্তারিত

1022. জসিম উদ্দিনের রচনা কোনটি?

  • ক. যাদের দেখেছি
  • খ. পথে প্রবাসে
  • গ. কাল নিরবধি
  • ঘ. ভবিষ্যতের বাঙালী

উত্তরঃ যাদের দেখেছি

বিস্তারিত

1023. ’আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. রাহাত খান
  • খ. হাসান আজিজুল হক
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. ইমদাদুল হক

উত্তরঃ হাসান আজিজুল হক

বিস্তারিত

1024. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯২৩ সন
  • খ. ১৯২১ সন
  • গ. ১৯১৯ সন
  • ঘ. ১৯১৮ সন

উত্তরঃ ১৯২১ সন

বিস্তারিত

1025. একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?

  • ক. সুবীর সাহা
  • খ. সুধীন দাস
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. আলতাফ মামুন

উত্তরঃ আলতাফ মামুন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects