সাহিত্য
- ক. চারুচন্দ্র চক্রবর্তী
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. নীহাররঞ্জন রায়
- ঘ. সমরেশ বসু
উত্তরঃ চারুচন্দ্র চক্রবর্তী
953. ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?
- ক. সোনারতরী
- খ. চিত্রা
- গ. বলাকা
- ঘ. মানসী
উত্তরঃ সোনারতরী
955. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
- ক. মার্গারেট থেচার
- খ. ইন্দিরা গান্ধী
- গ. শ্রীমাভো বন্দরনায়েক
- ঘ. গোণ্ডামায়ার
উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক
956. আলাউদ্দিন আল আজাদের ‘ক্ষুধা ও আশা’ কোন জাতীয় গ্রন্থ?
- ক. নাটক
- খ. উপন্যাস
- গ. কাব্যগ্রন্থ
- ঘ. প্রবন্ধ
উত্তরঃ উপন্যাস
957. ‘কণিকা’ শব্দের ‘ণ’ বসেছে কোন নিয়মে?
- ক. ক এর পরে ‘ণ’ বসে
- খ. ‘ক’ এর পূর্বে ‘ণ’ বসে
- গ. ক এবং ক এর মাঝে ‘ণ’ বসে
- ঘ. স্বভাবতই ‘ণ’ বসেছে
উত্তরঃ স্বভাবতই ‘ণ’ বসেছে
959. ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ এর রচয়িতা -
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আবুল ফজল
- গ. কাজী ইমদাদুল হক
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
960. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক কোনটি?
- ক. সুবচন নির্বাসনে
- খ. রক্তাক্ত প্রান্তর
- গ. নুরুলদীনের সারাজীবন
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
961. বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
- ক. জাহানারা ইমাম
- খ. চন্দ্রাবতী
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. কামিনী রায়
উত্তরঃ চন্দ্রাবতী
962. কোনটি মধুসূদন দত্তের পত্র কাব্য?
- ক. ব্রজাঙ্গনা
- খ. বিলাতের পত্র
- গ. বীরাঙ্গনা
- ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ বীরাঙ্গনা
963. ‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. হ্যানা ক্যাথেরিন
- খ. উইলিয়াম কেরি
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ হ্যানা ক্যাথেরিন
964. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. আল মাহমুদ
- খ. শামসুর রাহমান
- গ. নির্মলেন্দু গুণ
- ঘ. হেলাল হাফিজ
উত্তরঃ শামসুর রাহমান
- ক. পদ্মাবতী
- খ. শেষের কবিতা
- গ. মহাশ্মশান
- ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ শেষের কবিতা
966. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে?
- ক. আব্দুল গাফফার চৌধুরী
- খ. অতুলপ্রসাদ সেন
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ অতুলপ্রসাদ সেন
967. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি - পঙক্তি দুটি কার রচনা?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. মদনমোহন তর্কালঙ্কার
- গ. মনোমোহন বসু
- ঘ. হরিনাথ মজুমদার
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
969. কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
- ক. বিদ্রোহী
- খ. মুক্তি
- গ. লিচু চোর
- ঘ. রণসঙ্গীত
উত্তরঃ মুক্তি
970. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
- ক. কাইয়ুম চৌধুরী
- খ. জয়নুল আবেদিন
- গ. কামরুল হাসান
- ঘ. আব্দুর রব
উত্তরঃ কামরুল হাসান
971. রূপসী বাংলার কবি কাবে বলা হয়?
- ক. জসীমজদদীন
- খ. জীবনানন্দ দাশ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ জীবনানন্দ দাশ
- ক. প্রমথ চৌধুরী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
974. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত?
- ক. ঊনসত্তরের গণ - অভ্যুত্থান
- খ. বায়ান্নর ভাষা আন্দোলন
- গ. বাষট্টির ছাত্র আন্দোলন
- ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ বায়ান্নর ভাষা আন্দোলন
975. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
- ক. শ্রী চৈতন্যদেব
- খ. শ্রীকৃষ্ণ
- গ. আদিনাথ শিব
- ঘ. মীননাথ
উত্তরঃ শ্রী চৈতন্যদেব