সাহিত্য
876. রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল -
- ক. ১৮৬১ - ১৯৪১
- খ. ১৮৬০ - ১৯৪১
- গ. ১৮৬০ - ১৯৪০
- ঘ. ১৮৬১ - ১৯৪০
উত্তরঃ ১৮৬১ - ১৯৪১
877. ‘পরানের গহীন ভিতর’ গ্রন্থের রচয়িতা -
- ক. হাসান হাফিজুর রহমান
- খ. আহসান হাবীব
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. শহীদ কাদরী
উত্তরঃ সৈয়দ শামসুল হক
878. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
- ক. পদ্মগোখরা
- খ. পদ্মরাগ
- গ. পদ্মাবতী
- ঘ. পদ্মপুরাণ
উত্তরঃ পদ্মরাগ
879. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?
- ক. বড়ায়ি
- খ. বেহুলা
- গ. ঈশ্বরী
- ঘ. ফুল্লরা
উত্তরঃ ফুল্লরা
880. শামসুর রাহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর?
- ক. টানাপোড়েন
- খ. তুমি বলেছিলে
- গ. ভালোবাসা তুমি
- ঘ. আসাদের শার্ট
উত্তরঃ তুমি বলেছিলে
881. মীর মশাররফ হোসের রচিত গ্রন্থ কোনটি?
- ক. বাউন্ডেলের আত্মকাহিনী
- খ. জাত রাখার কি উপায়
- গ. কলিকাতা কমলালয়
- ঘ. গাজী মিয়াঁর বস্তানী
উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী
882. ‘মনমামঙ্গল’ কাব্যের রচয়িতা কোন কবি?
- ক. বিজয় গুপ্ত
- খ. লোচন দাস
- গ. রায় বিনোদ
- ঘ. রামাই পণ্ডিত
উত্তরঃ বিজয় গুপ্ত
883. শাহ মুহম্মদ সগীর প্রণীত উপাখ্যান কোনটি?
- ক. লায়লী মজনু
- খ. লোরচন্দ্রানী
- গ. সতী ময়না
- ঘ. ইউসুফ জোলেখা
উত্তরঃ ইউসুফ জোলেখা
884. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত ‘বিষবৃক্ষ’ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়?
- ক. মৃণালিনী
- খ. শৈবলিনী
- গ. সূর্যমুখী
- ঘ. রাধারাণী
উত্তরঃ সূর্যমুখী
885. সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে -
- ক. সীমানা
- খ. মানুষ
- গ. আসন্ন
- ঘ. জাহাজী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
886. ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
- ক. সম্বাদ কৌমুদী
- খ. সমাচার দর্পণ
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. সম্বাদ ভাস্কর
উত্তরঃ সংবাদ প্রভাকর
887. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গতিবাদ তত্ত্ব’ প্রকাশিত হয়েছে কোন কাব্যে?
- ক. বলাকা
- খ. চৈতালি
- গ. নৈবেদ্য
- ঘ. কণিকা
উত্তরঃ বলাকা
888. ‘চর্যাপদ’ মূলত -
- ক. প্রেম বিষয়ক গান
- খ. সাধন সম্পর্কিত গীত
- গ. জীবন যাপনের চিত্র
- ঘ. সমাজ জীবনের ছবি
উত্তরঃ সাধন সম্পর্কিত গীত
889. কোনটি কাজী নজরুল ইসলামের প্রেম মুলক কাব্যগ্রন্থ?
- ক. ছায়ানট
- খ. সর্বহারা
- গ. চক্রবাক
- ঘ. মৃত্যুক্ষধা
উত্তরঃ চক্রবাক
890. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
- ক. নেকড়ে অরণ্য
- খ. পিঙ্গল আকাশ
- গ. পলাশী ব্যারাক
- ঘ. দোজখের ওম
উত্তরঃ নেকড়ে অরণ্য
891. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে -
- ক. অতি অল্প হইল
- খ. ভ্রান্তিবিলাস
- গ. ব্রজবিলাস
- ঘ. প্রভাবতী সম্ভাষণ
উত্তরঃ ভ্রান্তিবিলাস
892. ভাষা-আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. খাঁচায়
- খ. জননী
- গ. নবান্ন
- ঘ. ওঙ্কার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
893. ‘সিরাজুম মুনীরা’ কার কাব্যগ্রন্থের নাম?
- ক. ফররুখ আহমদ
- খ. সৈয়দ আলী আহসান
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ফররুখ আহমদ
894. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক কোনটি?
- ক. সুবচন নির্বাসনে
- খ. রক্তাক্ত প্রান্তর
- গ. নূরলদীরনের সারাজীবন
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া য়ায
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া য়ায
895. বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’র উপাধি কে পেয়েছেন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সুভাষ মুখোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
897. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচনা?
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- গ. মানিক বন্দ্যোপাধ্যায়
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
898. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত?
- ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- খ. বায়ান্নোর ভাষা আন্দোলন
- গ. বাষট্টির ছাত্র আন্দোলন
- ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ বায়ান্নোর ভাষা আন্দোলন
899. ‘লালসালু’ উপন্যাসটি কার রচনা?
- ক. মানিক বন্দ্যোপাধ্যায়
- খ. সত্যেন সেন
- গ. সৈয়দ ওয়ালী উল্লাহ
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ ওয়ালী উল্লাহ