সাহিত্য

801. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. কবিতা
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

802. ‘স্বাধীনতা’ এ শব্দটি কীভাবে আমাদের হলো - কবিতাটি কোন কবির রচনা?

  • ক. আহসান হাবীব
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. রফিক আজাদ
  • ঘ. মহাদেব সাহা

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

803. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?

  • ক. কাঁদো নদী কাঁদো
  • খ. পদ্মা মেঘনা যমুনা
  • গ. দেবদাস
  • ঘ. পুতুল নাচের ইতিহাস

উত্তরঃ কাঁদো নদী কাঁদো

বিস্তারিত

804. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

  • ক. কাঁদো নদী কাঁদো
  • খ. দুই সৈনিক
  • গ. রাইফেল রোটি আওরাত
  • ঘ. নেকড়ে অরণ্য

উত্তরঃ কাঁদো নদী কাঁদো

বিস্তারিত

805. ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. মা যে জননী কান্দে
  • খ. সন্দীপের চর
  • গ. অদৃশ্যবাদীদের রান্নাবান্না
  • ঘ. মুহূর্তের কবিতা

উত্তরঃ মুহূর্তের কবিতা

বিস্তারিত

806. ‘চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা -

  • ক. অমিয় চক্রবর্তী
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. চিত্তরঞ্জন দাস

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

807. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য?

  • ক. বাল্মীকি প্রতিভা
  • খ. বিসর্জন
  • গ. চিত্রাঙ্গদা
  • ঘ. রাজা ও রানী

উত্তরঃ বাল্মীকি প্রতিভা

বিস্তারিত

809. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. বন্যে
  • খ. বুনো
  • গ. বন্য
  • ঘ. বণ্য

উত্তরঃ বুনো

বিস্তারিত

810. নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?

  • ক. যোগাযোগ
  • খ. শেষ প্রশ্ন
  • গ. আরণ্যক
  • ঘ. মাঝির ছেলে

উত্তরঃ শেষ প্রশ্ন

বিস্তারিত

811. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখী’ বলা হয় কাকে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

812. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

  • ক. ১৯১০
  • খ. ১৯১১
  • গ. ১৯১৩
  • ঘ. ১৯২১

উত্তরঃ ১৯১৩

বিস্তারিত

813. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?

  • ক. যতি
  • খ. ধাতু
  • গ. উক্তি
  • ঘ. প্রকৃতি

উত্তরঃ ধাতু

বিস্তারিত

814. মৌলিক ধাতুর অপর নাম কী?

  • ক. সিদ্ধ ধাতু
  • খ. ণিজন্ত ধাতু
  • গ. নাম ধাতু
  • ঘ. প্রযোজক ধাতু

উত্তরঃ সিদ্ধ ধাতু

বিস্তারিত

815. ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?

  • ক. সৌদি আরব
  • খ. ইরাক
  • গ. ইরান
  • ঘ. মিশর

উত্তরঃ ইরান

বিস্তারিত

816. ‘সংশপ্তক’ কোন জাতীয় গ্রন্থ?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. রম্যরচনা
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

817. ‘হৃদয়ে বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. পান্না কায়সার
  • খ. সেলিনা হোসেন
  • গ. আলাউদ্দিন আল আজাদ
  • ঘ. সালমা হোসেন

উত্তরঃ পান্না কায়সার

বিস্তারিত

818. ‘রানার ‘ কবিতাটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. যতীন্দ্রমোহন বাগচী
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. বন্দে আলী মিয়া

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

819. ‘পূজারিণী’ কবিতাটির লেখক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. জসীমজদদীন
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

820. ‘আমারও পরাণ যাহা চায়’ গানটির রচয়িতা কে?

  • ক. কবি শামসুর রাহমান
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. জসীমজদদীন
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

821. বাক্যতত্ত্বের অপর নাম কি?

  • ক. ভাষা
  • খ. প্রাতিপদিক
  • গ. পদক্রম
  • ঘ. সাধিক শব্দ

উত্তরঃ পদক্রম

বিস্তারিত

822. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়?

  • ক. প্রকৃতির সৌন্দর্য
  • খ. প্রকৃতির বিরূপতা
  • গ. বসন্তের আমেজ
  • ঘ. শীতের রিক্ততা

উত্তরঃ শীতের রিক্ততা

বিস্তারিত

823. বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?

  • ক. শ্রী চৈতন্য
  • খ. বিদ্যাপতি
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞানদাস

উত্তরঃ বিদ্যাপতি

বিস্তারিত

824. বাংলা সাহিত্যে ‘ছন্দের জাদুকর’ কার উপাধি?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. প্রমত চৌধুরী
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

825. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ‘চলন্তিকা’ এর প্রণেতা কে?

  • ক. কাজী আব্দুল ওদুদ
  • খ. হরিচরণ বন্দ্যোপাধ্যায়
  • গ. রাজশেখর বসু
  • ঘ. সুবলচন্দ্র মিত্র

উত্তরঃ রাজশেখর বসু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects