সাহিত্য
776. জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি?
- ক. একাত্তারের স্মৃতি
- খ. আমার একাত্তর
- গ. একাত্তরের দিনগুলি
- ঘ. জাহানারা ইমাম
উত্তরঃ একাত্তরের দিনগুলি
777. কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. ভূদেব মুখোপাধ্যায়
- গ. রাজা রামমোহন রায়
- ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
778. মুক্তিযুদ্ধ-ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?
- ক. বন্দী শিবির থেকে
- খ. পাতালে হাসপাতালে
- গ. একদা এক রাজ্যে
- ঘ. যখন উদ্যত সঙ্গীন
উত্তরঃ বন্দী শিবির থেকে
779. বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি?
- ক. শেকশুভোদয়া
- খ. চর্যাপদ
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. রামায়ণ
উত্তরঃ চর্যাপদ
780. পর্দাপ্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনখানি?
- ক. ভারত-মহিলা
- খ. অবরোধবাসিনী
- গ. বাঙ্গালী-চরিত
- ঘ. মডেল-ভগিনী
উত্তরঃ অবরোধবাসিনী
781. বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. গোবিন্দচন্দ্র দাস
- গ. মধুসূদন দত্ত
- ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ মধুসূদন দত্ত
782. কোন গ্রন্থখানি রোমান্টিক-প্রণয়োপাখ্যান?
- ক. রামচরিত
- খ. কীচকবধ
- গ. পদ্মাবতী
- ঘ. ভাগবত
উত্তরঃ পদ্মাবতী
783. মীর মশাররফ হোসের রচিত গ্রন্থ কোনটি?
- ক. মহাশ্মশান
- খ. সন্ধ্যাসঙ্গীত
- গ. বন্ধুবিয়োগ
- ঘ. বিষাদসিন্ধু
উত্তরঃ বিষাদসিন্ধু
784. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
- ক. কপালকুণ্ডলা
- খ. মাধবীকঙ্কণ
- গ. পর্বতবাসিনী
- ঘ. রাজতপস্বিনী
উত্তরঃ কপালকুণ্ডলা
785. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
- ক. রাজবন্দীর জবানবন্দী
- খ. গাজী মিয়ার বস্তানী
- গ. বাউণ্ডেলের আত্মকাহিনী
- ঘ. জাত রাখার কি উপায়
উত্তরঃ বাউণ্ডেলের আত্মকাহিনী
786. ‘একাত্তরের ডায়েরী’ র রচয়িতা কে?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. জাহানারা ইমাম
- গ. রিজিয়া রহমান
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
787. ‘কাব্য সুধাকর’ - কার উপাধি?
- ক. গোলাম মোস্তফা
- খ. কায়কোবাদ
- গ. জসীমজদদীন
- ঘ. আলাওল
উত্তরঃ গোলাম মোস্তফা
788. “তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম” - এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
- ক. সাধু
- খ. চলিত
- গ. আঞ্চলিক
- ঘ. কথ্য
উত্তরঃ চলিত
789. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিকের নাম কি?
- ক. প্রমথ চৌধুরী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ক. তুমি গিয়েছিলে
- খ. তুমি যাও
- গ. তুমি যাচ্ছিলে
- ঘ. তুমি যাচ্ছ
উত্তরঃ তুমি যাও
791. “আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে” - পঙক্তিটির রচয়িতা কে?
- ক. সুফিয়া কামাল
- খ. জসীমউদদীন
- গ. সুকুমার রায়
- ঘ. কুসুম কুমারী দাস
উত্তরঃ কুসুম কুমারী দাস
792. আর একটা গান গাও না। এখানে ‘না’ দ্বারা প্রকাশ পেয়েছে -
- ক. নিষেধ
- খ. বিস্ময়
- গ. আদর
- ঘ. অনুরোধ
উত্তরঃ অনুরোধ
794. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ এ পঙক্তিটি কার লেখা?
- ক. গোবিন্দ হালদার
- খ. সুনীল গঙ্গোপাধ্যায়
- গ. জীবনান্দন দাশ
- ঘ. কবি জসিমউদদীন
উত্তরঃ জীবনান্দন দাশ
795. ‘বনলতা সেন’ কাব্যের কবি কে?
- ক. বুদ্ধদেব বসু
- খ. বিষ্ণুদে
- গ. জীবনান্দন দাশ
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ জীবনান্দন দাশ
796. মাইকেল মধুদূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কী ধরনের রচনা?
- ক. পত্রকাব্য
- খ. নাট্যকাব্য
- গ. গীতিকাব্য
- ঘ. মহাকাব্য
উত্তরঃ মহাকাব্য
797. ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান’ এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি?
- ক. কবি নির্মলেন্দু গুণ
- খ. কবি শামসুর রাহমান
- গ. কবি সৈয়দ শামসুল হক
- ঘ. হাসান হাফিজ
উত্তরঃ কবি শামসুর রাহমান
798. কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?
- ক. অশ্রুমালা
- খ. বিরহ বিলাপ
- গ. মহাশ্মশান
- ঘ. শিবমন্দির
উত্তরঃ মহাশ্মশান
799. ‘পদ্মানদীর মাঝি’ কার উপন্যাস ?
- ক. বুদ্ধদেব বসু
- খ. মানিক বন্দ্যোপাধ্যায়
- গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
800. ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
- ক. রক্তাক্ত প্রান্তর
- খ. কবর
- গ. চিঠি
- ঘ. দণ্ডকারণ্য
উত্তরঃ কবর