সাহিত্য
751. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনটি?
- ক. কপালকুণ্ডলা
- খ. সীতারাম
- গ. দুর্গেশনন্দিনী
- ঘ. দেবী চৌধুরাণী
উত্তরঃ দুর্গেশনন্দিনী
752. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?
- ক. উইলিয়াম কেরী
- খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
- গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. ফাদার মনোএল
উত্তরঃ ফাদার মনোএল
753. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ভাষাতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. রূপতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
754. বিশ্বকবি তাঁর কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে?
- ক. বসন্ত
- খ. ঘরে বাইরে
- গ. সাজা
- ঘ. ডাকঘর
উত্তরঃ বসন্ত
755. ‘অবিরাম যাত্রার চির সংঘর্ষে/ একদিন সে-পাহাড় টলবেই।’ কবিতাংশটি কার রচনা?
- ক. সিকান্দর আবু জাফর
- খ. সামসুর রাহমান
- গ. সুভাষ মুখোপাধ্যায়
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ সিকান্দর আবু জাফর
756. ‘কোথায় থাকা হয়?’ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্তৃ-কর্মবাচ্য
উত্তরঃ ভাববাচ্য
757. ‘কমলাকান্তের দপ্তর’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা?
- ক. প্রবন্ধ রচনা
- খ. কাব্যগ্রন্থ
- গ. রম্যরচনা
- ঘ. ঐতিহাসিক উপন্যাস
উত্তরঃ রম্যরচনা
758. ‘কুসুম’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
- ক. নিচয়
- খ. মালা
- গ. দাম
- ঘ. রাজি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
759. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
- ক. উইলিয়াম কেরী
- খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
- গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. এন. বি. হেলহেড
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
760. ‘আছো তুমি জগৎ মাঝারে’ - এখানে ‘মাঝারে’ অনুসর্গটির অর্থবোধকতা কী?
- ক. মধ্যে
- খ. ব্যাপ্তি
- গ. বাইরে
- ঘ. নিকট
উত্তরঃ ব্যাপ্তি
- ক. স্বপ্ন
- খ. উদ্বোধন
- গ. বলাকা
- ঘ. পৃথিবী
উত্তরঃ বলাকা
762. ‘তিরিশ বসন্তের ফুল’ কাব্যগ্রন্থটির রচয়িতা :
- ক. হুমায়ূন আহমেদ
- খ. আশরাফ সিদ্দিকী
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ আশরাফ সিদ্দিকী
764. ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি?
- ক. সাহিত্যবিশারদ
- খ. সাহিত্যরত্ন
- গ. ভাষাবিজ্ঞানী
- ঘ. ক্ল্যাসিক সাহিত্যিক
উত্তরঃ ভাষাবিজ্ঞানী
765. ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ চরণের রচয়িতা কে?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. যতীন্দ্রমোহন বাগচী
- গ. কামিনী রায়
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
766. নিচের কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত?
- ক. গোরা
- খ. আনন্দ মঠ
- গ. বাঁধন-হারা
- ঘ. কবি
উত্তরঃ বাঁধন-হারা
767. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
- ক. বনফুল
- খ. সোনার তরী
- গ. বলাকা
- ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ গীতাঞ্জলি
768. সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি?
- ক. দোযখের ওম
- খ. ময়ূরীর মুখ
- গ. কালো মাফলার
- ঘ. খোল করতাল
উত্তরঃ খোল করতাল
769. কোন বাক্যে ‘প্রান্ত’ অর্থে ‘মাথা’ শব্দটি ব্যবহৃত হয়েছে?
- ক. রাস্তার চৌমাথায় সকলের আড্ডা
- খ. এ ব্যাপারে তার মাথাব্যথা কেন?
- গ. শ্রমিকের মাথায় মাথায় বস্তা
- ঘ. এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল
উত্তরঃ এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল
770. ‘বেহুলা-লখিন্দরের’ কাহিনি পাওয়া যায় কোন মঙ্গলকাব্যে?
- ক. মনসামঙ্গল
- খ. অন্নদামঙ্গল
- গ. শীতলামঙ্গল
- ঘ. সারদামঙ্গল
উত্তরঃ মনসামঙ্গল
771. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ?
- ক. বঙ্গসুন্দরী
- খ. সোনার তরী
- গ. প্রেম ও ফুল
- ঘ. দীপ ও ধূপ
উত্তরঃ সোনার তরী
772. কোনটি প্রতীকধর্মী উপন্যাস?
- ক. চাঁদের অমাবস্যা
- খ. ক্রীকদাসের হাসি
- গ. নিষিদ্ধ লোবান
- ঘ. দুধভাতে উৎপাত
উত্তরঃ ক্রীকদাসের হাসি
774. হুমায়ুন আজাদ রচিত শিশু-কিশোরদের গ্রন্থ কোনটি?
- ক. লালনীল দীপাবলি
- খ. অচিন যাদুকর
- গ. ঘুম ভাঙানো নদী
- ঘ. ফুল পাখি সৌরভ
উত্তরঃ লালনীল দীপাবলি
775. বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি?
- ক. কৃষ্ণকুমারী
- খ. মায়াবসান
- গ. নীলদর্পণ
- ঘ. মায়াকানন
উত্তরঃ নীলদর্পণ