সাহিত্য

826. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?

  • ক. প্রাচীন যুগ
  • খ. মধ্যযুগ
  • গ. আধুনিক যুগ
  • ঘ. প্রাগৈতিহাসিক যুগ

উত্তরঃ মধ্যযুগ

বিস্তারিত

827. সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?

  • ক. ৫টি
  • খ. ৬টি
  • গ. ১০টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

829. ‘চাঁদের পাহাড়’ কার রচনা?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. আল মাহমুদ
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. অবধুত

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

830. ‘বাংলাদেশে’ কবিতাটির রচয়িতা কে?

  • ক. কায়কোবাদ
  • খ. অমিয় চক্রবর্তী
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. শাসমুর রাহমান

উত্তরঃ অমিয় চক্রবর্তী

বিস্তারিত

831. ‘জীবন বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

  • ক. সন্ধ্যা
  • খ. বিষের বাঁশি
  • গ. সাম্যবাদী
  • ঘ. জিঞ্জির

উত্তরঃ সন্ধ্যা

বিস্তারিত

832. মনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ কোন শ্রেণির নাটক?

  • ক. সামাজিক
  • খ. রূপক
  • গ. ঐতিহাসিক
  • ঘ. মুক্তিযুদ্ধভিত্তিক

উত্তরঃ ঐতিহাসিক

বিস্তারিত

833. ‘ইন্দ্রনাথ’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

  • ক. গুহদাহ
  • খ. পল্লীসমাজ
  • গ. পথের দাবী
  • ঘ. শ্রীকান্ত

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

834. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. শামসুর রাহমান
  • ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

835. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরনের গ্রন্থ?

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

836. ‘সোনালী কাবি ‘ এর রচয়িতা কে?

  • ক. হুমায়ন আজাদ
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. আল মাহমুদ
  • ঘ. শক্তি চট্রোপাধ্যায়

উত্তরঃ আল মাহমুদ

বিস্তারিত

837. আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস কোনটি?

  • ক. পদ্মা মেঘনা যমুনা
  • খ. বরফ গলা নদী
  • গ. সূর্যদীঘল বাড়ি
  • ঘ. শেষ রজনীর চাঁদ

উত্তরঃ সূর্যদীঘল বাড়ি

বিস্তারিত

838. যুগসন্ধিক্ষণের কবি কে ছিলেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

839. অনুসর্গ কোথায় বসে?

  • ক. বাক্যের মধ্যে
  • খ. শব্দের মধ্যে
  • গ. শব্দের পূর্বে
  • ঘ. শব্দের পরে

উত্তরঃ শব্দের পরে

বিস্তারিত

840. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন?

  • ক. শওকত ওসমান
  • খ. বেগম সুফিয়া বেগম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. মুনরি চৌধুরী

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

841. ‘মঙ্গলকাব্য’ - কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?

  • ক. উত্তর-আধুনিক
  • খ. আধুনিক
  • গ. মধ্যযুগ
  • ঘ. প্রাচীনযুগ

উত্তরঃ মধ্যযুগ

বিস্তারিত

842. ভাষার সংবিধান কোনটি?

  • ক. বর্ণমালা
  • খ. ধ্বনি
  • গ. ব্যাকরণ
  • ঘ. সমাস

উত্তরঃ ব্যাকরণ

বিস্তারিত

843. হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য?

  • ক. সাধু
  • খ. চলিত
  • গ. কথ্য
  • ঘ. লেখ্য

উত্তরঃ চলিত

বিস্তারিত

844. নিম্নের কোনটি বাগযন্ত্রের প্রত্যঙ্গ নয়?

  • ক. ফুসফুস
  • খ. জিহ্বা
  • গ. কান
  • ঘ. নাক

উত্তরঃ কান

বিস্তারিত

845. ‘লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান’ কার লেখা?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. কামিনী রায়
  • ঘ. যতীন্দ্রমোহন বাগচী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

846. কোনটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের রচনা?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গৃহদাহ
  • গ. গোরা
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ বিষবৃক্ষ

বিস্তারিত

847. বাংলা ভাষায় যতিচিহ্ন মোট কয়টি?

  • ক. ১২টি
  • খ. ৯টি
  • গ. ১০টি
  • ঘ. ১৪টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

848. ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. কায়কোবাদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

850. ‘নাগরিক কবি’ কার উপাধি?

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. শামসুর রাহমান
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects