সাহিত্য

851. নিচের কোনটি সৈয়দ শামসুল হকের রচনা?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. বিধ্বস্ত নীলিমা
  • গ. খোয়াবনামা
  • ঘ. আরেক ফাল্গুন

উত্তরঃ নিষিদ্ধ লোবান

বিস্তারিত

852. শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. জম্ম যদি হয় বঙ্গে
  • গ. ক্রীতদাসের হাসি
  • ঘ. অপরাজিত

উত্তরঃ ক্রীতদাসের হাসি

বিস্তারিত

853. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এই পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. আবদুল গফফার চৌধুরী
  • খ. অতুল প্রসাদ
  • গ. শামসুর রাহমান
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ অতুল প্রসাদ

বিস্তারিত

854. ‘চাচা কাহিনীর’ লেখক কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. শওকত ওসমান
  • ঘ. আলতাফ মাহমুদ

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

855. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

856. টা, টি খানা কে কি বলে?

  • ক. প্রদাশ্রিত নির্দেশক
  • খ. বিভক্তি
  • গ. প্রকৃতি
  • ঘ. উপসর্গ

উত্তরঃ প্রদাশ্রিত নির্দেশক

বিস্তারিত

857. কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

  • ক. অগ্নিবীণা
  • খ. সঞ্চিতা
  • গ. বিষের বাঁশী
  • ঘ. সঞ্চয়িতা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

858. বিভক্তিহীন মান শব্দকে কি বলে?

  • ক. প্রাতিপদিক
  • খ. পারিভাষিক
  • গ. প্রকৃতি
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

859. সনেটের কয়টি অংশ?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

860. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. ক্রীতদাসের হাসি
  • খ. মাটি আর অশ্রু
  • গ. হাঙ্গর নদী গ্রেনেড
  • ঘ. সারেং বউ

উত্তরঃ হাঙ্গর নদী গ্রেনেড

বিস্তারিত

861. বাক্যে প্রশ্নবোদক (?) থাকলে কতক্ষণ থামতে হয়?

  • ক. এক সেকেন্ড
  • খ. দুই সেকেন্ড
  • গ. তিন সেকেন্ড
  • ঘ. চার সেকেন্ড

উত্তরঃ এক সেকেন্ড

বিস্তারিত

862. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

  • ক. ইংরেজি
  • খ. ফারসি
  • গ. মাগবী প্রাকৃত
  • ঘ. আরবি

উত্তরঃ মাগবী প্রাকৃত

বিস্তারিত

863. রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি :

  • ক. উপন্যাস
  • খ. কবিতা
  • গ. ছোট গল্প
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

864. বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?

  • ক. বঙ্গদর্শন
  • খ. সংবাদ প্রভাকর
  • গ. সবুজপত্র
  • ঘ. লাঙল

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

865. আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?

  • ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  • খ. ভাষা আন্দোলন
  • গ. একাত্তরের মুক্তিযুদ্ধ
  • ঘ. সিপাহী বিদ্রোহ

উত্তরঃ একাত্তরের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

866. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা -

  • ক. জহির রায়হান
  • খ. জাহানারা ইমাম
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

867. ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটির রচয়িতা -

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. আলাওল
  • গ. কোরেশী মাগন ঠাকুর
  • ঘ. মুহম্মদ কবীর

উত্তরঃ আলাওল

বিস্তারিত

868. বাংলা গদ্যের জনক কে?

  • ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

869. ‘যাপিত জীবন’ উপন্যাস গ্রন্থের রচয়িতা ?

  • ক. আহমদ ছফা
  • খ. আহমদ শরীফ
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. রোকয়ো সাখাওয়াত হোসেন

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

870. শাহ আবদুল করিম রচিত গ্রন্থ -

  • ক. ধলমেলা
  • খ. সারাদুপুর
  • গ. ছায়াহরিণ
  • ঘ. নতুন সকাল

উত্তরঃ ধলমেলা

বিস্তারিত

871. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?

  • ক. গল্প
  • খ. উপন্যাস
  • গ. কাব্য
  • ঘ. নাটক

উত্তরঃ গল্প

বিস্তারিত

872. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা নয় কোনটি?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. দুই সৈনিক
  • গ. কবর
  • ঘ. জীবন আমার বোন

উত্তরঃ কবর

বিস্তারিত

873. বাংলা সাহিত্যের আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. ঢেন্ডন পা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

874. ‘অরিন্দম’ কে?

  • ক. বিভীষণ
  • খ. মেঘনাদ
  • গ. রাম
  • ঘ. লক্ষণ

উত্তরঃ মেঘনাদ

বিস্তারিত

875. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির তাৎপর্য হচ্ছে -

  • ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
  • খ. বনের পশু বনে থাকতেই ভালবাসে
  • গ. জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
  • ঘ. প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তরঃ জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects