সাহিত্য
851. নিচের কোনটি সৈয়দ শামসুল হকের রচনা?
- ক. নিষিদ্ধ লোবান
- খ. বিধ্বস্ত নীলিমা
- গ. খোয়াবনামা
- ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ নিষিদ্ধ লোবান
852. শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি?
- ক. নেকড়ে অরণ্য
- খ. জম্ম যদি হয় বঙ্গে
- গ. ক্রীতদাসের হাসি
- ঘ. অপরাজিত
উত্তরঃ ক্রীতদাসের হাসি
853. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এই পঙক্তিটির রচয়িতা কে?
- ক. আবদুল গফফার চৌধুরী
- খ. অতুল প্রসাদ
- গ. শামসুর রাহমান
- ঘ. হুমায়ন আহমেদ
উত্তরঃ অতুল প্রসাদ
- ক. সৈয়দ শামসুল হক
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. শওকত ওসমান
- ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
855. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
- ক. প্রদাশ্রিত নির্দেশক
- খ. বিভক্তি
- গ. প্রকৃতি
- ঘ. উপসর্গ
উত্তরঃ প্রদাশ্রিত নির্দেশক
857. কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- ক. অগ্নিবীণা
- খ. সঞ্চিতা
- গ. বিষের বাঁশী
- ঘ. সঞ্চয়িতা
উত্তরঃ অগ্নিবীণা
858. বিভক্তিহীন মান শব্দকে কি বলে?
- ক. প্রাতিপদিক
- খ. পারিভাষিক
- গ. প্রকৃতি
- ঘ. প্রত্যয়
উত্তরঃ প্রাতিপদিক
860. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. ক্রীতদাসের হাসি
- খ. মাটি আর অশ্রু
- গ. হাঙ্গর নদী গ্রেনেড
- ঘ. সারেং বউ
উত্তরঃ হাঙ্গর নদী গ্রেনেড
861. বাক্যে প্রশ্নবোদক (?) থাকলে কতক্ষণ থামতে হয়?
- ক. এক সেকেন্ড
- খ. দুই সেকেন্ড
- গ. তিন সেকেন্ড
- ঘ. চার সেকেন্ড
উত্তরঃ এক সেকেন্ড
862. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
- ক. ইংরেজি
- খ. ফারসি
- গ. মাগবী প্রাকৃত
- ঘ. আরবি
উত্তরঃ মাগবী প্রাকৃত
863. রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি :
- ক. উপন্যাস
- খ. কবিতা
- গ. ছোট গল্প
- ঘ. প্রবন্ধ
উত্তরঃ উপন্যাস
864. বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
- ক. বঙ্গদর্শন
- খ. সংবাদ প্রভাকর
- গ. সবুজপত্র
- ঘ. লাঙল
উত্তরঃ সংবাদ প্রভাকর
865. আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
- ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- খ. ভাষা আন্দোলন
- গ. একাত্তরের মুক্তিযুদ্ধ
- ঘ. সিপাহী বিদ্রোহ
উত্তরঃ একাত্তরের মুক্তিযুদ্ধ
866. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা -
- ক. জহির রায়হান
- খ. জাহানারা ইমাম
- গ. মুনীর চৌধুরী
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ জহির রায়হান
867. ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটির রচয়িতা -
- ক. শাহ মুহম্মদ সগীর
- খ. আলাওল
- গ. কোরেশী মাগন ঠাকুর
- ঘ. মুহম্মদ কবীর
উত্তরঃ আলাওল
868. বাংলা গদ্যের জনক কে?
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
869. ‘যাপিত জীবন’ উপন্যাস গ্রন্থের রচয়িতা ?
- ক. আহমদ ছফা
- খ. আহমদ শরীফ
- গ. সেলিনা হোসেন
- ঘ. রোকয়ো সাখাওয়াত হোসেন
উত্তরঃ সেলিনা হোসেন
872. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা নয় কোনটি?
- ক. নিষিদ্ধ লোবান
- খ. দুই সৈনিক
- গ. কবর
- ঘ. জীবন আমার বোন
উত্তরঃ কবর
875. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির তাৎপর্য হচ্ছে -
- ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
- খ. বনের পশু বনে থাকতেই ভালবাসে
- গ. জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- ঘ. প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর