সাহিত্য
- ক. রাখালী
- খ. মাটির কান্না
- গ. বেদের মেয়ে
- ঘ. বোবা কাহিনী
উত্তরঃ বেদের মেয়ে
902. ‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু’ পঙক্তিটির রচয়িতা কে?
- ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. জীবনান্দন দাশ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
903. ‘স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি -।’ কবিতাটির কবিকে?
- ক. শামসুর রাহমান
- খ. আল মাহমুদ
- গ. শহীদ কাদরী
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ শামসুর রাহমান
904. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. মহাভারত
- খ. চর্যাপদ
- গ. রামায়ণ
- ঘ. জঙ্গনামা
উত্তরঃ চর্যাপদ
905. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
- ক. সুনীল গঙ্গোপাধ্যায়
- খ. সমরেশ বসু
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
906. কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
- ক. সংবাদ প্রভাকর
- খ. বাঙ্গাল গেজেট
- গ. সম্বাদ কৌমদী
- ঘ. সমাচার দপর্ণ
উত্তরঃ সংবাদ প্রভাকর
907. চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা -
- ক. চণ্ডীদাস
- খ. মুকুন্দরাম চক্রবর্তী
- গ. ভারতচন্দ্র
- ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
908. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস?
- ক. ঘরে বাইরে
- খ. কৃষ্ণকান্তের উইল
- গ. কাশবনের কন্যা
- ঘ. নৌকাডুবি
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
909. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
- ক. আবু জাফর ওবায়দুল্লাহ
- খ. শামসুর রাহমান
- গ. মাহবুব-উল-আলম চৌধুরী
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ মাহবুব-উল-আলম চৌধুরী
910. নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য?
- ক. লাইলী মজনু
- খ. ইউসুফ জোলেখা
- গ. পদ্মাবতী
- ঘ. মনোহর মধুমালতী
উত্তরঃ পদ্মাবতী
912. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে?
- ক. ১৯১২ সালে
- খ. ১৯১৩ সালে
- গ. ১৯১৪ সালে
- ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ ১৯১৩ সালে
913. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. প্যারীচাঁদ মিত্রকে
- গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ঘ. রাজা রামমোহন রায়কে
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
914. ‘ব্রজবুলি’ ভাষার স্রষ্ট্রা কে?
- ক. মাধবাচার্য
- খ. চণ্ডীদাস
- গ. গোবিন্দ দাস
- ঘ. বিদ্যাপতি
উত্তরঃ বিদ্যাপতি
916. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য?
- ক. হাঙর নদী গ্রেনেড
- খ. চিলেকোঠার সেপাই
- গ. নেমেসিস
- ঘ. কবর
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
919. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কবি কাজী নজরুল ইসলাম
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
920. ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ এ স্মরণীয় চরণটি কে লিখেছেন?
- ক. সিকান্দার আবু জাফর
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়
- ক. বিজয় গুপ্ত
- খ. দ্বিজ মাধব
- গ. মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ. মালাধর বসু
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
922. ‘মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
- ক. শওকত আলী
- খ. মহাদেব সাহা
- গ. নির্মলন্দেু গুণ
- ঘ. আসাদ চৌধুরী
উত্তরঃ নির্মলন্দেু গুণ
923. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ - কে বলেছেন?
- ক. মোতাহের হোসেন চৌধুরী
- খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. কাজী আব্দুল ওদুদ
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
924. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
- ক. স্মৃতি কথামালা
- খ. আত্মচরিত
- গ. আত্মকথা
- ঘ. আমার কথা
উত্তরঃ আত্মচরিত
- ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
- গ. সুকুমার রায়
- ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ সুকুমার রায়