সাহিত্য
926. ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ - উক্তিটি কার?
- ক. জীবনানন্দ দাশ
- খ. কামিনী রায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়
- ক. শামসুর রাহমান
- খ. জসীমউদদীন
- গ. আঃ কাদির
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ শামসুর রাহমান
928. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. মুনীর চৌধুরী
- গ. মমতাজউাদ্দন আহমেদ
- ঘ. জহির রায়হান
উত্তরঃ সৈয়দ শামসুল হক
- ক. জ্ঞানদাস
- খ. চণ্ডীদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. শ্রীচৈতন্য
উত্তরঃ বিদ্যাপতি
930. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
931. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
- ক. কবর
- খ. কোকিলারা
- গ. আরেক ফাল্গুন
- ঘ. মুনতাসির ফ্যান্টাসী
উত্তরঃ কবর
932. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা -
- ক. সুফিয়া কামাল
- খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. বিভূতিভূষণ
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন
934. ‘কর্মই ধর্ম..... মুক্তি’ - শূণ্যস্থানেে কোন শব্দ বসবে?
- ক. তাতেই
- খ. ধর্মেই
- গ. কর্মেই
- ঘ. এতেই
উত্তরঃ ধর্মেই
935. কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়?
- ক. সুকান্ত ভট্রাচার্য
- খ. সুভাষ মুকোপাধ্যায়
- গ. হেলাল হাফিজ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
936. বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক -
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ প্রমথ চৌধুরী
- ক. মাইকেল মধুসূদন দত্তকে
- খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- গ. শামসুর রাহমানকে
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্তকে
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্তকে
938. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
- ক. দোলন চাঁপা
- খ. ঘরে-বাইরে
- গ. চিহ্ন
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
939. কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে?
- ক. লুইপা
- খ. কাহ্নপা
- গ. ভুসুকুপা
- ঘ. শবরপা
উত্তরঃ কাহ্নপা
941. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত কোন উপন্যাসটি?
- ক. আগুনের পরশমণি
- খ. রুমালি
- গ. কুহক
- ঘ. নন্দিত নরকে
উত্তরঃ আগুনের পরশমণি
942. গ্রাম > গেরাম - এখানে কোনটি ঘটেছে?
- ক. ব্যঞ্জন বিকৃতি
- খ. পরাগত
- গ. স্বরাগম
- ঘ. অসমীকরণ
উত্তরঃ স্বরাগম
943. ‘নীলদর্পন’ নাটক কার রচনা?
- ক. মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ দীনবন্ধু মিত্র
944. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল’ - কার রচনা?
- ক. বিদ্যাপতি
- খ. বড়ু চণ্ডীদাস
- গ. জ্ঞানদাস
- ঘ. দ্বিজ চণ্ডীদাস
উত্তরঃ জ্ঞানদাস
945. ‘রাইফেল রোটি আওরাত’ কার রচনা?
- ক. আবু জাফর সামসুদ্দিন
- খ. আনোয়ার পাশা
- গ. মাযহারুল ইসলাম
- ঘ. সরদার জয়েনউদ্দিন
উত্তরঃ আনোয়ার পাশা
946. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. সেলিনা হোসেন
- খ. রশিদ করিম
- গ. মযহারুল ইসলাম
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ মযহারুল ইসলাম
947. বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্যারীচাদ মিত্র
- গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
948. কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন?
- ক. ত্রিপুরা
- খ. দিল্লী
- গ. রোসাঙ্গ
- ঘ. মুর্শিদাবাদ
উত্তরঃ রোসাঙ্গ
949. মনপুরা - ৭০ কি?
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি চলচ্চিত্রের নাম
- গ. একটি চিত্রশিল্প
- ঘ. একটি উপজেলা
উত্তরঃ একটি চিত্রশিল্প