সাহিত্য

976. ’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি আবিষ্কৃত হয় -

  • ক. ১৯০৯
  • খ. ১৮০৯
  • গ. ১৯০৭
  • ঘ. ১৭০৯

উত্তরঃ ১৯০৯

বিস্তারিত

977. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক -

  • ক. সুবচন নির্বাসনে
  • খ. রক্তাক্ত প্রান্তর
  • গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • ঘ. নূরলদীনের সারাজীবন

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

978. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?

  • ক. ছায়ানট
  • খ. চক্রবাক
  • গ. রুদ্রামঙ্গল
  • ঘ. বালুচর

উত্তরঃ বালুচর

বিস্তারিত

979. ‘প্রাগৈতিহাসিক’ গল্পটি লিখেছেন -

  • ক. মানিক বন্দ্যোপাধ্যায়
  • খ. শরৎচন্দ্র চ্রট্রোপাধ্যায়
  • গ. শওকত ওসমান
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

980. মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?

  • ক. কবর
  • খ. চিঠি
  • গ. রক্তাক্ত প্রান্তর
  • ঘ. মুখরা রমণী বশীকরণ

উত্তরঃ মুখরা রমণী বশীকরণ

বিস্তারিত

981. কোনটি রাজহাঁসের ডাক?

  • ক. হ্রেষা
  • খ. বৃংহতি
  • গ. ক্রেকার
  • ঘ. কুজন

উত্তরঃ ক্রেকার

বিস্তারিত

982. ‘সাঁঝের মায়া’ কবিতাটির রচয়িতা কে?

  • ক. নূরজাহান বেগম
  • খ. শামসুন্নাহার মাহমুদ
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ সুফিয়া কামাল

বিস্তারিত

983. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. অলীক স্বপ্ন
  • খ. চৈত্রমাসের দিনগুলো
  • গ. অবসাদ
  • ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

উত্তরঃ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

বিস্তারিত

984. ‘সূর্য দীঘলবাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?

  • ক. শেখ নিয়ামত আলী
  • খ. জহির রায়হান
  • গ. সুভাষ দত্ত
  • ঘ. খান আতা

উত্তরঃ শেখ নিয়ামত আলী

বিস্তারিত

985. বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

  • ক. সমাচার দর্পণ
  • খ. সংবাদ প্রভাকর
  • গ. দিগদর্শন
  • ঘ. ঢাকা প্রকাশ

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

986. বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে “আলালি ভাষা” আখ্যা দেয়া হয়?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. রাজনারায়ণ বসু
  • গ. কালীপ্রসন্ন সিংহ
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র

বিস্তারিত

987. ‘দত্তা’ উপন্যাসটি কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রবীন্দ্রনাথ দত্ত
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. সুরেন্দ্র পাল

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

988. বাংলা সাহিত্যে চলিত রীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথপ্রদর্শক ছিলেন -

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

989. ‘হাত’ শব্দটি উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. লোকটির হাতটান আছে।
  • খ. তার লেখার হাত আছে।
  • গ. পরের কাছে হাত পেত না।
  • ঘ. করিম রহিমের ডান হাত।

উত্তরঃ তার লেখার হাত আছে।

বিস্তারিত

990. ‘লালসালু’ উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. সেলিনা হোসেন
  • খ. শওকত ওসমান
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

991. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ চরণটির রচয়িতা কে?

  • ক. সুদীপ্ত নারায়ণ চক্রবর্তী
  • খ. বিক্রমসেন
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. সুকান্ত রায়

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

992. ‘মহাশ্মশান’ মহাকাব্যটির রচয়িতা কে?

  • ক. কায়কোবাদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জসীমউদদীন
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

993. কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

  • ক. সংস্কৃত
  • খ. প্রাকৃত
  • গ. হিন্দি
  • ঘ. পালি

উত্তরঃ প্রাকৃত

বিস্তারিত

994. ‘কবর’ নাটকের রচয়িতা কে?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. কবীর চৌধুরী
  • গ. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
  • ঘ. সুভাষ দত্ত

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

995. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?

  • ক. ১৮০০ সালে
  • খ. ১৮০১ সালে
  • গ. ১৮১৭ সালে
  • ঘ. ১৮৩১ সালে

উত্তরঃ ১৮০১ সালে

বিস্তারিত

996. ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ কবিতার চরণটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. মদন মোহন তর্কালঙ্কার
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

997. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. আব্দুল্লাহ-আল-মামুন
  • গ. ইমদাদুল হক মিলন
  • ঘ. মুনতাসির মামুন

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

998. ‘রতন’ চরিত্রটি কোন ছোটগল্পের অন্তগর্ত?

  • ক. দুঃখিনী
  • খ. কুমুুদিনী
  • গ. নষ্টনীড়
  • ঘ. পোস্টমাস্টার

উত্তরঃ পোস্টমাস্টার

বিস্তারিত

999. ‘শ্রীকান্ত’ উপন্যাস এর রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ধীরেণ বসু
  • গ. যোগীন্দ্রনাথ দত্ত
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

1000. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে :

  • ক. বৈকুণ্ঠের খাতা
  • খ. জামাই বারিক
  • গ. বিবাহ-বিভ্রাট
  • ঘ. হিতে বিপরীত

উত্তরঃ বৈকুণ্ঠের খাতা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects